Advertisment

Book Fair: বইমেলা থেকে ব্রাত্য বাংলাদেশ, চরম টানাপোড়েনে বড় সিদ্ধান্ত

Bangladesh News: Book Fair: শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কোনো প্রকাশনা সংস্থা বা বই বিক্রেতা আগরতলায় বইমেলায় অংশগ্রহণ করার সাহস দেখায়নি।

author-image
IE Bangla Web Desk
New Update
Bangladeshi publishers did not participate in the 2024 Assam and Tripura  Book Fair

বইমেলা থেকে ব্রাত্য বাংলাদেশ Photograph: (ফাইল ছবি)

Book Fair:  ২৮ বছরের মধ্যে প্রথমবারের মতো ২০২৫ সালে আয়োজিত কলকাতা আন্তর্জাতিক বইমেলায় বাংলাদেশ প্যাভিলিয়ন থাকার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে। কলকাতার পাশাপাশি  আগামী মাসে ত্রিপুরায় আয়োজিত হতে চলেছে ৪৩ তম আগরতলা বইমেলা। ২ থেকে ১৪ জানুইয়ারি পর্যন্ত এই বইমেলা আয়োজিত হতে চলেছে।

Advertisment

আসন্ন এই বইমেলাতেও অংশ নিচ্ছেন না বাংলাদেশের প্রকাশক বা বই বিক্রেতারা। ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা ২রা জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন। রাজ্যের তথ্য ও সংস্কৃতি দফতর সূত্রে খবর, "বইমেলায় স্টল বিতরণের লটারি শুরু হয়েছে শুক্রবার থেকে। এখন পর্যন্ত কোনো বাংলাদেশি প্রকাশনা সংস্থা বা বিক্রেতা বইমেলায় স্টল বসানোর জন্য আবেদন করেনি।"

স্থানীয় প্রকাশনা সংস্থাগুলি ছাড়াও কলকাতা, গুয়াহাটি এবং দিল্লির প্রকাশকরাও এবারের বইমেলায় অংশ নেবেন। ত্রিপুরা পাবলিশার্স গিল্ডের (টিপিজি) সভাপতি সুব্রত দেব বলেন, "শেখ হাসিনার ক্ষমতাচ্যুত হওয়ার পর বাংলাদেশের পরিস্থিতির পরিপ্রেক্ষিতে, কোনো প্রকাশনা সংস্থা বা বই বিক্রেতা আগরতলায় বইমেলায় অংশগ্রহণ করার সাহস দেখায়নি। আমরা বাংলাদেশের প্রকাশনা সংস্থাগুলোর সঙ্গে যোগাযোগ করছি। কিন্তু তারা এবার বইমেলায় অংশগ্রহণ করার মতো অবস্থায় নেই"। 

তিনি আরও বলেছেন, “সাধারণত ফেব্রুয়ারি বা মার্চ মাসে আগরতলা বইমেলা আয়োজন করা হলেও এবারের বোর্ড পরীক্ষার কারণে আমরা ফেব্রুয়ারি ও মার্চে বইমেলা আয়োজনের বিরোধিতা করছি বইমেলার সময়সূচি পরিবর্তন হলে শিক্ষার্থীরা বইমেলায় আসার সুযোগ পাবে"।

Advertisment

প্রখ্যাত লেখিকা নন্দিতা রায় বলেন, "বাংলাদেশী প্রকাশকদের অভ্যন্তরীণ সমস্যার কারণে আগরতলা বইমেলায় অংশগ্রহণের সম্ভাবনা নেই এটাই স্বাভাবিক। এছাড়া ভিসার সমস্যা রয়েছে। আমি শুনেছি যে তারাও বইমেলায় অংশগ্রহণ করতে নারাজ। 

এদিকে কলকাতা-আগরতলার পাশাপাশি অসম বইমেলাতেও দেখা মিলবে না বাংলাদেশি স্টল। ২৭ ডিসেম্বর থেকে ৭ জানুয়ারি পর্যন্ত চলবে অসম বইমেলা। প্রকাশনা পর্ষদ সম এবং অল অসম পাবলিশার্স অ্যান্ড বুক সেলার্স অ্যাসোসিয়েশন যৌথভাবে আয়োজন করতে চলেছে এই বই মেলার। ভারত জুড়ে এবং প্রতিবেশী রাজ্যগুলির প্রকাশক এবং বই বিক্রেতারা এই বইমেলায় অংশ নেবেন। এবারের মেলায় ১৫০ টিরও বেশি স্টল থাকবে।

ভারত ও বাংলাদেশের মধ্যে চলমান দ্বিপাক্ষিক সমস্যার কারণে বাংলাদেশী প্রকাশকরা এই বছর অসম বইমেলায় অংশগ্রহণ করবেন না, পাবলিকেশন বোর্ড অফ  অসমের সেক্রেটারি প্রমোদ কলিতা বিষয়টি নিশ্চিত করেছেন।

Book Fair
Advertisment