/indian-express-bangla/media/media_files/2025/06/21/barasat-fire-2025-06-21-22-33-32.jpg)
বারাসাতে রাসায়নিক কারখানায় অগ্নিকাণ্ড Photograph: (এক্সপ্রেস ফটো - শশী ঘোষ)
Barasat Fire: বারাসাতে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন। একের পর এক বিস্ফোরণ। দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।
বারাসাতের বামুনমুড়া এলাকায় শনিবার সন্ধ্যায় আচমকাই ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। একটি রাসায়নিক কারখানায় এই অগ্নিকাণ্ড ঘটে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। আগুনের লেলিহান শিখা ও ঘন ধোঁয়ায় গোটা এলাকা ঢেকে যায়, আতঙ্কে ছোটাছুটি শুরু করেন এলাকার মানুষজন।
ঘটনার খবর ছড়িয়ে পড়তেই প্রথমে স্থানীয় বাসিন্দারাই আগুন নিয়ন্ত্রণের চেষ্টা শুরু করেন। কিছুক্ষণের মধ্যেই দমকলের ২০টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। তবে রাত আটটা পর্যন্ত আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি বলে দমকল সূত্রে জানা গেছে।
/filters:format(webp)/indian-express-bangla/media/media_files/2025/06/21/barasat-fire-2025-06-21-21-35-40.jpg)
দমকল বিভাগের এক আধিকারিক জানান, “আমাদের মূল লক্ষ্য এখন আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা। পরিস্থিতি স্থিতিশীল হলে তারপর তদন্ত করে আগুন লাগার প্রকৃত কারণ জানা যাবে।”
আগুনের তীব্রতা এতটাই ছিল যে, বারাসাত-টাকি রোডে সাময়িকভাবে যান চলাচল বন্ধ করে দিতে হয়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।
আগুন কীভাবে লাগল, তা এখনও নিশ্চিতভাবে জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান অগ্নিকাণ্ডের ঘটনায় লক্ষ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। দমকল বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, অগ্নিকাণ্ডের উৎস ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানতে তদন্ত শুরু করা হবে।