/indian-express-bangla/media/media_files/2025/10/18/cats-2025-10-18-19-10-38.jpg)
কালীপুজোয় চোখধাঁধানো আয়োজন বারাসাতে
দুর্গাপুজোর পর ফের উৎসব মুখর গোটা বাংলা। হাতে গোণা আর মাত্র একটা দিনের অপেক্ষা। আলোর উৎসবে মেতে উঠবে গোটা দেশ। পাশাপাশি আলোর এই উৎসবে মাতোয়ারা বাংলাও। বারাসাতের কালিপুজো মানেই এক আলোর সমারোহ, কলকাতার দুর্গাপুজো কে টেক্কা দিতে কোনো অংশেই কম যায়না উত্তর ২৪ পরগনা জেলার বারাসাতের শ্যামা পূজা।
আরও পড়ুন- 'উনি নিজেকে সংবিধানের ঊর্ধ্বে মনে করেন', SIR বিতর্কে মমতাকে নিশানা অমিত শাহের
এই শ্যামা পূজা কে কেন্দ্র করেই প্রতি বছর নিত্যনতুন মণ্ডপ সজ্জা নিয়ে হাজির হয় বিভিন্ন পূজা কমিটি। তারই মধ্যে অন্যতম বারাসাত নবপল্লি অ্যাসোসিয়েশন। প্রতিবছরই তাদের মণ্ডপসজ্জার অভিনবত্ব দর্শনার্থীদের মুগ্ধ করে। কোনো বছর, কেদারনাথের মন্দির, তো কোনো বছর বদ্রীনাথ ধাম, আবার কোনো বছরের বৃন্দাবনের মন্দির। এবারেও ব্যাতিক্রম নেই।
আরও পড়ুন- ধনতেরাস উপলক্ষ্যে দেশজুড়ে সোনা কেনার হিড়িক, আসল না নকল জানবেন কীভাবে?
এবছর তাদের ভাবনা বৃন্দাবনের চন্দ্রদয় মন্দির। অসাধারণ হাতের কাজে, আলোকসজ্জায় ফুটে উঠেছে মন্দিরপ্রাঙ্গণ। রাধা কৃষ্ণের প্রেমলীলা থেকে শুরু করে শ্রীকৃষ্ণের দমন লীলা প্রায় সমস্ত চিত্রের মাধ্যমে দর্শনার্থীদের হৃদয় স্পর্শ করবে এবারের পুজো, সেই সঙ্গে অপরূপ মাতৃ প্রতিমা মন জুড়াবে দর্শনার্থীদের। এবছরের নবপল্লী অ্যাসোসিয়েশনের পুজো এক দৃষ্টান্ত তৈরি করেছে। ইতিমধ্যেই বহু দর্শনার্থী ভিড় জমিয়েছেন মণ্ডপে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us