/indian-express-bangla/media/media_files/2025/08/21/gold-ornament-2025-08-21-23-42-30.jpg)
ধনতেরাস উপলক্ষ্যে দেশজুড়ে সোনা কেনার হিড়িক
ধনতেরাস উপলক্ষ্যে দেশজুড়ে সোনা কেনার হিড়িক পড়েছে। তবে আপনি যে সোনা কিনছেন, তা আসল না নকল—এই প্রশ্নের উত্তর জানা এখন আরও সহজ। BIS সোনার বিশুদ্ধতা যাচাইয়ের জন্য হলমার্কিং বাধ্যতামূলক করেছে, আর এখন গ্রাহকরা BIS কেয়ার অ্যাপের মাধ্যমে ডিজিটালি জানতে পারবেন গয়নার গুণগত মান।
ধনতেরাসে সোনা কেনার ঐতিহ্য দীর্ঘদিনের। দীপাবলির সূচনাতেই এই দিনে সোনা কেনাকে শুভ মনে করা হয়। এই সময়ে বাজারে যেমন বিক্রি বাড়ে, তেমনই বেড়ে যায় জালিয়াতির আশঙ্কাও। তাই BIS-এর এই ডিজিটাল পরিষেবা গ্রাহকদের জন্য বড় স্বস্তি।
২০২১ সালের জুন মাস থেকে ভারতে সোনার গয়না ও অলঙ্কারের জন্য হলমার্কিং বাধ্যতামূলক করা হয়েছে। প্রতিটি হলমার্ক করা গয়নায় তিনটি গুরুত্বপূর্ণ চিহ্ন থাকে—BIS লোগো, বিশুদ্ধতার মানচিহ্ন (যেমন 22K916) এবং একটি HUID (Hallmark Unique Identification) কোড। এই ছয় অক্ষরের আলফানিউমেরিক কোডই গয়নার মান যাচাইয়ের মূল চাবিকাঠি।
আরও পড়ুন- ধনতেরাসে ধনবর্ষণ ধামাকা! সোনা-রূপার দরে বিরাট বদল, জানুন কলকাতায় আজ কতটা সস্তা হলুদ ধাতু?
কীভাবে যাচাই করবেন সোনার হলমার্ক?
গ্রাহকরা গুগল প্লে স্টোর বা অ্যাপল অ্যাপ স্টোর থেকে BIS Care App ডাউনলোড করতে পারেন। মোবাইল নম্বর দিয়ে রেজিস্ট্রেশন সম্পন্ন করার পর অ্যাপের হোম স্ক্রিনে ‘Verify HUID’ অপশনটি বেছে নিতে হবে। এরপর গয়নায় খোদাই করা ছয় অক্ষরের HUID কোডটি টাইপ করলে অ্যাপে প্রদর্শিত হবে—জুয়েলারির নাম, রেজিস্টার্ড সেন্টারের নাম, পণ্যের ধরণ এবং বিশুদ্ধতার মান।
যদি অ্যাপে প্রদর্শিত তথ্য গয়নার সঙ্গে মিলে যায়, তাহলে সেটি আসল। তবে তথ্য মেলেনি বা কোডটি অবৈধ হলে, অ্যাপের ‘অভিযোগ’ বিভাগে অভিযোগ জানানো যাবে। একইসঙ্গে, BIS-এর অফিসিয়াল ওয়েবসাইটেও এই যাচাইকরণ পরিষেবা পাওয়া যায়।
বিশেষজ্ঞদের মতে, অনলাইন যাচাই কেবল তখনই সম্ভব, যখন গয়নায় HUID কোড স্পষ্টভাবে লেখা থাকবে। জুন ২০২১-এর আগে কেনা গয়নাগুলিতে এই কোড নাও থাকতে পারে। সেক্ষেত্রে নিকটবর্তী BIS-অনুমোদিত অ্যাসেয়িং অ্যান্ড হলমার্কিং সেন্টারে (AHC) গিয়ে সোনার বিশুদ্ধতা যাচাই করা যায়।
আরও পড়ুন- শুধু সোনা, রূপা, বাসনপত্র, ঝাড়ুই নয় এই 'জিনিসটি' ধনতেরাসে কিনলেই সোনায় সোহাগা
একটি সহজ HUID যাচাইয়ের মাধ্যমে ক্রেতারা ধনতেরাসের মতো উৎসবে সোনা কেনার সময় জালিয়াতির হাত থেকে নিরাপদ থাকতে পারবেন এবং নিশ্চিত হতে পারবেন যে তাঁদের কেনা গয়না সত্যিই BIS মান মেনে চলেছে কিনা।