/indian-express-bangla/media/media_files/2025/10/18/amit-shah-sir-controversy-mamata-banerjee-bengal-voter-list-2025-10-18-18-12-19.jpg)
বিহারের পর বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে তুঙ্গে চর্চা।
বিহারের পর বাংলায় ভোটার তালিকায় নিবিড় সংশোধন ঘিরে তুঙ্গে চর্চা। আর এনিয়ে আজ শনিবার বিরোধীদের কড়া আক্রমণ শানালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শনিবার এবিপি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে শাহ বলেন, অনুপ্রবেশকারীরা দেশের মুখ্যমন্ত্রী বা প্রধানমন্ত্রী নির্বাচিত করবে—এটা কখনও মেনে নেওয়া যায় না।
তিনি জানান, ভোটার তালিকা থেকেই গণতন্ত্রের ভিত্তি তৈরি হয়। সেই তালিকায় যদি অনুপ্রবেশকারীদের নাম থেকে যায়, তবে গণতন্ত্রের স্বচ্ছতা নষ্ট হবে। “আমরা কি অনুপ্রবেশকারীদের দিয়ে বিহারের সরকার নির্বাচিত হতে দেব? বা তারা কি ভারতের প্রধানমন্ত্রী নির্ধারণ করবে? যারা দেশের নাগরিক নয়, তারা ভোটার হতে পারে না,” মন্তব্য শাহের।
আরও পড়ুন-'ব্রহ্মোস ক্ষেপণাস্ত্রের নাগালে গোটা পাকিস্তান' শাহবাজ-মুনিরকে সতর্ক করলেন রাজনাথ
তিনি অভিযোগ করেন, বিরোধীরা SIR-এর বিরোধিতা করছে কারণ তাদের ভোটব্যাঙ্ক অনুপ্রবেশকারীদের উপর নির্ভরশীল। “নির্বাচন কমিশন অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়ার যে উদ্যোগ নিয়েছে, বিজেপি সেটাকে সম্পূর্ণ সমর্থন জানায়। আমরা চাই, দেশজুড়ে SIR চালু হোক এবং অনুপ্রবেশকারীদের নাম ভোটার তালিকা থেকে মুছে দেওয়া হোক,” বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।
একইসঙ্গে বাংলার মানুষকে উদ্দেশ্য করে শাহের বার্তা, “আমি বাংলার ভোটারদের অনুরোধ করছি, আগামী নির্বাচনে দিদির সরকারকে উৎখাত করুন। বিজেপি ক্ষমতায় এলে রাজ্য থেকে অনুপ্রবেশ বন্ধ করা হবে।”
মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রতি ঘোষণা করেছেন, পশ্চিমবঙ্গে SIR চালু করতে দেবেন না। সেই প্রসঙ্গে কটাক্ষ করে শাহ বলেন, “তিনি (মমতা) অবশ্যই বিরোধিতা করবেন, কারণ তিনি সংবিধানের ঊর্ধ্বে মনে করেন নিজেকে। আমরা কিন্তু সংবিধানের সীমার মধ্যেই কাজ করি।”
এর আগে, মমতা বন্দ্যোপাধ্যায় অমিত শাহকে ‘মীর জাফর’ বলে কটাক্ষ করেছিলেন এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সতর্ক করে বলেছিলেন, “অমিত শাহের ওপর সবসময় ভরসা করবেন না, একদিন তিনিই আপনার মীর জাফর হবেন।”
মমতার অভিযোগ, বিজেপি দেশে অশান্তি সৃষ্টি করছে এবং ভোটার তালিকা থেকে নাম বাদ দিয়ে মানুষের নাগরিক অধিকার কেড়ে নিতে চাইছে। তিনি বলেন, “প্রাকৃতিক দুর্যোগ, বৃষ্টি, উৎসবের মধ্যে ১৫ দিনের মধ্যে SIR করা সম্ভব নয়।”
উল্লেখ্য, বিহারে বিতর্কিতভাবে সম্পন্ন হওয়ার পর পশ্চিমবঙ্গেও শীঘ্রই চালু হতে চলেছে SIR প্রক্রিয়া। আগামী গ্রীষ্মেই রাজ্যে বিধানসভা নির্বাচন হওয়ার কথা, তার আগেই ভোটার তালিকা পুনর্মূল্যায়ন নিয়ে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।
আরও পড়ুন- ধনতেরাস উপলক্ষ্যে দেশজুড়ে সোনা কেনার হিড়িক, আসল না নকল জানবেন কীভাবে?