Burdwan News: রাস্তায় তাপ্পির পর তাপ্পি...! মুখ্যমন্ত্রীর সফরের আগে তুঙ্গে তৎপরতা, সাধারণ মানুষ কী দোষ করল? উঠল প্রশ্ন

Burdwan News: আসছেন মুখ্যমন্ত্রী। তাই তড়িঘড়ি জরুরি ভিত্তিতে রাস্তায় তাপ্পি দেওয়ার কাজ শুরু হল বর্ধমান শহরের জি টি রোডে। আর এনিয়ে শাসক দল ও রাজ্য সরকারকে তীর্যক ভাষায় বিঁধেছে বিরোধীরা।

Burdwan News: আসছেন মুখ্যমন্ত্রী। তাই তড়িঘড়ি জরুরি ভিত্তিতে রাস্তায় তাপ্পি দেওয়ার কাজ শুরু হল বর্ধমান শহরের জি টি রোডে। আর এনিয়ে শাসক দল ও রাজ্য সরকারকে তীর্যক ভাষায় বিঁধেছে বিরোধীরা।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
cats

রাস্তায় তাপ্পির পর তাপ্পি...! মুখ্যমন্ত্রীর সফরের আগে তুঙ্গে তৎপরতা

আসছেন মুখ্যমন্ত্রী। তাই তড়িঘড়ি জরুরি ভিত্তিতে রাস্তায় তাপ্পি দেওয়ার কাজ শুরু হল বর্ধমান শহরের জি টি রোডে। আর এনিয়ে  শাসক দল ও রাজ্য সরকারকে তীর্যক ভাষায় বিঁধেছে বিরোধীরা। 

Advertisment

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী সপ্তাহে মঙ্গলবার বর্ধমান সফরে আসছেন। ওইদিন বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুলের মাঠে মুখমন্ত্রীর উপস্থিতিতে অনুষ্ঠিত হবে পূর্ব বর্ধমান জেলার প্রশাসনিক বৈঠক। বেশ কিছু প্রকল্পের উদ্বোধনও হবে ওইদিন। 

বেশ কয়েকমাস পরে মুখ্যমন্ত্রী আসছেন জেলায়। তাই সাজো সাজো রব গোটা জি টি রোডে। নেমেছে রোলার, জেসিবি।এদিকে গোটা শহরে রাস্তার বেহাল দশা। গত বেশ কয়েক বছর ধরে রাস্তার বেহাল দশায়  ক্লান্ত নাগরিকেরা। প্রশাসনের এই তৎপরতায় তাই নতুন করে নানা প্রশ্ন উঠেছে।  

Advertisment

আরও পড়ুন- তোলা না দেওয়ায় মহিলাকে কুপ্রস্তাব, দাপুটে শাসক নেতার 'বিস্ফোরক' অভিযোগে উত্তাল বাংলা

নাগরিকদের অভিযোগ, যেভাবে রাস্তায় প্রলেপ দেওয়া হচ্ছে তার আয়ু মেরেকেটে ২ থেকে ৩দিন। বৃষ্টি হলেই আবার তা ধুয়ে কঙ্কাল বেরিয়ে যাবে। অন্যদিকে গোটা শহরের রাস্তার বেহাল দশা যাতে মুখ্যমন্ত্রীর চোখে না পড়ে তাই এই যুদ্ধকালীন ভিত্তিতে কাজ বলেই নাগরিকরা মনে করছেন।

তাদের প্রশ্ন, রাস্তা ঠিক করার জন্য কি তবে মুখ্যমন্ত্রীকে ওয়ার্ডে ওয়ার্ডে সফরে যেতে হবে?  বর্ধমান শহরের নীলপুরের নাগরিক জয়দেব রায় বলেন, 'আমরা গত দশ বছর ধরে জল ও রাস্তা যন্ত্রণায় ভুগছি। পৌরসভা আছে বলে তো মনে হয় না। ভাতছালার বাসিন্দা পেশায় ব্যবসায়ী সঞ্জয় সিংহ বলেন, মুখ্যমন্ত্রী আসছেন বলে হঠাৎই প্রশাসনের ঘুম ভেঙেছে। গত তিনমাস ধরে জিটি দুদিকে বড় ড্রেন তৈরি হচ্ছে। পরিকল্পনাহীন ভাবে কাজ হচ্ছে। জানি না আর কতদিন গেলে প্রশাসনের ঘুম ভাঙবে।

আরও পড়ুন-লাদেনের কথা মনে আছে তো? মার্কিন-পাক সম্পর্ক নিয়ে খোঁচা জয়শঙ্করের

কংগ্রেস নেতা গৌরব সমাদ্দার  বলেন, হঠাৎই ঘুম উড়েছে প্রশাসনের। বছরের পর গোটা শহরের নাগরিকরা ভুগছেন। না আছে ড্রেন, না আছে রাস্তা। সবই তৃণমূল কংগ্রেসের আমলে শেষ করে দিয়েছে। আর এখন উন্নয়ন হচ্ছে। বর্ধমান পুরসভার চেয়ারম্যানপরেশ চন্দ্র সরকার অবশ্য বলেন রাস্তা সংস্কারের কাজ চলছে। একসঙ্গে মুখ্যমন্ত্রীর আসার কোন সম্পর্ক নেই। 

burdwan