Jaishankar On Pakistan-US Relation: লাদেনের কথা মনে আছে তো? মার্কিন-পাক সম্পর্ক নিয়ে খোঁচা জয়শঙ্করের

Jaishankar On Pakistan-US Relation: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন–পাকিস্তান সম্পর্ক নিয়ে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীর উপর আস্থা রেখেছিল, অথচ সেই সেনাবাহিনী ওসামা বিন লাদেনের মতো ভয়ঙ্কর জঙ্গিকে ভারতের মাটিতে লুকিয়ে থাকার সুযোগ করে দেয়।

Jaishankar On Pakistan-US Relation: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন–পাকিস্তান সম্পর্ক নিয়ে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীর উপর আস্থা রেখেছিল, অথচ সেই সেনাবাহিনী ওসামা বিন লাদেনের মতো ভয়ঙ্কর জঙ্গিকে ভারতের মাটিতে লুকিয়ে থাকার সুযোগ করে দেয়।

author-image
IE Bangla Web Desk
New Update
jaishankar-indus-treaty-linked-to-pak-terrorism

শেষমেশ মুখ খুললেন জয়শঙ্কর

Jaishankar On Pakistan-US Relation: ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর মার্কিন–পাকিস্তান সম্পর্ক নিয়ে এক কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, আমেরিকা পাকিস্তানি সেনাবাহিনীর উপর আস্থা রেখেছিল, অথচ সেই সেনাবাহিনী ওসামা বিন লাদেনের মতো ভয়ঙ্কর জঙ্গিকে ভারতের মাটিতে লুকিয়ে থাকার সুযোগ করে দেয়।

Advertisment

জয়শঙ্কর ২০১১ সালের ঘটনার কথা স্মরণ করিয়ে দিয়েছেন, যখন পাকিস্তানের অ্যাবোটাবাদ শহরের সেনা শিবিরের কাছে বিন লাদেনকে জীবিত অবস্থায় ধরা পড়েছিল। তিনি আরও বলেছেন, "ইতিহাস এমন যে আমেরিকা এবং পাকিস্তানের মধ্যে উপেক্ষার এই প্রক্রিয়া সর্বদাই চলে আসছে।"

আরও পড়ুন- "বাবা মাকে পুড়িয়ে মেরেছে..."ভয়াবহ মৃত্যুর বর্ণনা নিষ্পাপ শিশুর, শিউরে উঠল দেশবাসী

সুবিধার রাজনীতিকে কড়া সমালোচনা

Advertisment

বিদেশমন্ত্রী মন্তব্য করেন, "যখন দেশগুলো সুবিধার রাজনীতি করে, তখন আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে তা সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। কখনও এটি কৌশলগত, কখনও অর্থনৈতিক সুবিধার জন্য। কিন্তু এতে সম্পর্কের আস্থা ও গুরুত্ব ক্ষুণ্ণ হয়।"

রাশিয়ার জ্বালানি নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিক্রিয়ার জবাব

জয়শঙ্কর বলেন, "রাশিয়া থেকে ভারতের তেল কেনার ক্ষেত্রে যদি মার্কিন যুক্তরাষ্ট্র আপত্তি তুলতে পারে, তাহলে চিন এবং ইউরোপীয় ইউনিয়নের ক্ষেত্রেও একই প্রশ্ন তোলা উচিত, কারণ তারাই সবচেয়ে বড় ক্রেতা।"

ভারত-পাকিস্তান সম্পর্কের স্পষ্ট অবস্থান

জয়শঙ্কর স্পষ্টভাবে বলেছেন, ভারত কখনও পাকিস্তান ইস্যুতে তৃতীয় দেশের হস্তক্ষেপ মেনে নেবে না। তিনি মনে করিয়ে দেন, এটি ভারতের জাতীয় নীতির অংশ, যা গত ৫০ বছর ধরে বজায় রয়েছে।

আরও পড়ুন- 'কেন এত বছরেও হয়নি', মোদীর হাতে তিন মেট্রো রুটের উদ্বোধনের পরই গর্জে উঠলেন দিলীপ

মার্কিন-ভারত সম্পর্কের টানাপোড়েন

জয়শঙ্কর স্বীকার করেছেন, সাম্প্রতিক সময়ে ভারত ও আমেরিকার মধ্যে বাণিজ্য, শুল্ক, রাশিয়ান তেল আমদানি ও ভারত-পাকিস্তান বিরোধ নিয়ে মতপার্থক্য দেখা দিয়েছে, যেখানে আমেরিকা মধ্যস্থতার চেষ্টা করছে।

Jaishankar