Advertisment

মদ্যপ অবস্থায় স্ত্রীকে বেধড়ক মারধর! বাঁচাতে এসে ধারালো অস্ত্রের ঘায়ে মৃত্যু যুবকের

Maldah crime News: মদ্যপ স্বামীর হাতে আক্রান্ত গৃহবধূকে বাঁচাতে গেছিলেন প্রতিবেশী এক যুবক সহ কয়েকজন। কিন্তু পাল্টা সেই মদ্যপের ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হল প্রতিবাদী যুবকের। এমনকি হামলাকারী অভিযুক্ত আরও এক নাবালকের পেটে চাকু ঢুকিয়ে দেয় বলে অভিযোগ

author-image
IE Bangla Web Desk
New Update
maldah crime

অভিযুক্ত যুবক

Maldah crime News: মদ্যপ স্বামীর হাতে আক্রান্ত গৃহবধূকে বাঁচাতে গেছিলেন প্রতিবেশী এক যুবক সহ কয়েকজন। কিন্তু পাল্টা সেই মদ্যপের ধারালো অস্ত্রের হামলায় মৃত্যু হল প্রতিবাদী যুবকের। এমনকি হামলাকারী অভিযুক্ত আরও এক নাবালকের পেটে চাকু ঢুকিয়ে দেয় বলে অভিযোগ। সংকটজনক অবস্থায় ওই নাবালককে চিকিৎসার জন্য ভর্তি করানো হয়েছে মালদা মেডিকেল কলেজে । বুধবার রাতে ঘটনাটি ঘটেছে ইংরেজবাজার থানার যদুপুর ১ গ্রাম পঞ্চায়েতের কমলাবাড়ি গাবগাছি এলাকায়।  এই ঘটনার পর গ্রামবাসীরা ধাওয়া করে অভিযুক্ত হামলাকারী শ্যাম ঘোষকে ধরে ফেলে। এরপরই ইংরেজবাজার থানার পুলিশ এসে অভিযুক্ত শ্যাম ঘোষকে গ্রেফতার করে। এই হামলার ঘটনায় প্রতিবাদী যুবকের মৃত্যু এবং নাবালকের জখম হওয়ার ঘটনায় চরম অসন্তোষ ছড়িয়েছে গাবগাছি এলাকার বাসিন্দাদের মধ্যে।

Advertisment

RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে যোগ, সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সাসপেন্ড

কী জানিয়েছে পুলিশ? 

পুলিশ সূত্রে জানা গিয়েছে, মৃত যুবকের নাম সনৎ কুমার পাল (৩০)। আহত নাবালকের নাম দেব ঘোষ (১৫)। তার পেটের বাম দিকে ধারালো অস্ত্রের গুরুতর জখম রয়েছে। পুলিশকে অভিযোগে স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, এদিন রাতে অভিযুক্ত শ্যাম ঘোষ মদ্যপ অবস্থায় বাড়িতে এসে তার স্ত্রীকে মারধর করছিল। সেই সময় প্রতিবেশী যুবক সনৎ কুমার পাল সহ কয়েকজন ওই দম্পতির বচসা থামাতে যায়। তখনই আচমকায় বাড়ি থেকে ধারালো চাকু বার করেই সনৎকে বুকে এলোপাথাড়ি কোপাতে থাকে অভিযুক্ত শ্যাম ঘোষ । এরপর সেখানে দাঁড়িয়ে থাকা কয়েকজ প্রতিবেশীকে ধারালো অস্ত্র নিয়ে ধাওয়া করে অভিযুক্ত। সেখানেই দেব ঘোষ নামে এক ১৫ বছরের নাবালক ছুরিবিদ্ধ হয়। তার পেটে চাকু ঢুকিয়ে জখম করা হয়। আর এই ঘটনার পরেই বিষয়টি জানাজানি হতে ক্ষিপ্ত হয়ে ওঠে গ্রামবাসীরা। অভিযুক্তকে বাঁশ ,লাঠি নিয়ে ধাওয়া করে ধরে ফেলে স্থানীয় বাসিন্দারা।

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে চূড়ান্ত হেনস্থা ঋতুপর্ণাকে, শুনে কী বললেন ব্রাত্য?

পরে ঘটনাস্থলে গিয়ে পুলিশ অভিযুক্ত শ্যাম ঘোষকে গ্রেফতার করে। স্থানীয় গ্রামবাসীরা জানিয়েছেন, শ্যাম ঘোষ মাদকের নেশায় আসক্ত। প্রায় প্রতিদিনই বাড়িতে এসে ভাঙচুর অশান্তি করতো। এদিন স্ত্রীকে সে মারধর করছিল। তারই প্রতিবাদ করেছিল সনৎ কুমার পাল নামে প্রতিবেশী ওই যুবক। আর এই ঘটনার জেনেই তাকে খুন হতে হলো। পুরো বিষয়টি নিয়ে ধৃতের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে সরব হয়েছেন স্থানীয় বাসিন্দারা। ইংরেজবাজার থানার পুলিশ জানিয়েছে, বৃহস্পতিবার ধৃতকে মালদা আদালতে তোলা হয়েছে । পুরো বিষয়টি নিয়ে তদন্ত শুরু করা হয়েছে।

Malda
Advertisment