Advertisment

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে চূড়ান্ত হেনস্থা ঋতুপর্ণাকে, শুনে কী বললেন ব্রাত্য?

RG Kar Protest-Rituparna Sengupta: আরজি কর কাণ্ডে প্রতিবাদ জানাতে গিয়ে আগেই ট্রোল হয়েছিলেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। বুধবার রাতে আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে তিনি গিয়েছিলেন শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে। সেখানেই ঋতুপর্ণাকে ঘিরে ওঠে 'গো ব্যাক' স্লোগান।

author-image
IE Bangla Web Desk
New Update
Bratya Basu condemns harassment of Rituparna Sengupta while joining protest against RG Kar case, RG Kar Protest, Rituparna Sengupta, Bratya Basu, আরজি কর, ঋতুপর্ণা সেনগুপ্ত, ব্রাত্য বসু

ঋতুপর্ণা সেনগুপ্ত ও ব্রাত্য বসু।

RG Kar Protest: আরজি কর কাণ্ডের প্রতিবাদ কর্মসূচিতে সামিল হতে গিয়ে গতকাল রাতে শ্যামবাজার পাঁচ মাথার মোড়ে চূড়ান্ত হেনস্থার শিকার হতে হয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে। 'গো ব্যাক' স্লোগান দিয়ে কার্যত তাড়া করে অভিনেত্রীকে গাড়িতে তুলেছেন আন্দোলনকারীরা। তাঁর গাড়ির কাচে চড় মারতে দেখা যায় আন্দোলনকারীদের কয়েকজনকে। এই ঘটনার প্রতিবাদে এবার মুখ খুললেন রাজ্যের মন্ত্রী তথা অভিনেতা ব্রাত্য বসু। সেই সঙ্গে আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে সিবিআইকে আক্রমণ করেছেন এই তৃণমূল নেতা।

Advertisment

সাংবাদিক বৈঠকে অভিনেত্রী ঋতুপর্ণাকে হেনস্থা ইস্যুতে এদিন ব্রাত্য বসু বলেন, "একজন সিনিয়র অভিনেত্রীকে এভাবে কেউ অপমান করতে পারেন না। একজন সিনিয়র জাতীয় পুরস্কার প্রাপ্ত অভিনেত্রীকে যেভাবে ঘিরে ধরে অপমান করা হল তা নিন্দনীয়। আমার মনে হয় মানুষের যে সহানুভূতি নির্যাতিতার প্রতি আছে, এই ধরনের আচরণ সেই মনোভাব থেকে ঘুরিয়ে দেয়। সমাজকে বিভাজিত করার চেষ্টা চালায় এই ধরনের প্রয়াস। আমি এটা সমর্থন করি না।"

এছাড়াও সেদিন আরজি কর কাণ্ডের তদন্ত নিয়ে CBI-কেও এক হাত নিয়েছেন রাজ্যের এই মন্ত্রী। এ প্রসঙ্গে তিনি বলেন, "সিবিআই কোনও উত্তর দিচ্ছে না। তদন্তের অগ্রগতি নিয়ে কিছু জানাচ্ছে না। সিবিআই সম্পূর্ণ নীরব। গত ২৩ দিনে তদন্তে কী অগ্রগতি ঘটেছে তা অবিলম্বে জানাক। কলকাতা পুলিশ যখন তদন্ত করছিল তখন নিয়মিত তথ্য দিত। সিবিআই দুর্নীতি মামলায় গ্রেফতার করেছে। একটি নক্কারজনক ঘটনাকে কেন্দ্র করে যে বিষয়টি ছিল তা এখন অভিমুখ সরে গিয়ে বা অভিমুখ রেখেই দুর্নীতির অন্তর্ভুক্ত হয়ে গেছে। সিবিআইয়ের দিক থেকে গত ২৩ দিনে সার্বিক ধন্দ ছাড়া কিছু পাওয়া যায়নি।"

আরও পড়ুন- RG Kar Case: আরজি কর কাণ্ডের প্রতিবাদে নবান্ন অভিযানে যোগ, সংগ্রামী যৌথ মঞ্চের নেতা সাসপেন্ড

আরও পড়ুন- Teacher's Day 2024: দুঃস্থদের লেখাপড়ায় অভূতপূর্ব উদ্যোগ অবসরপ্রাপ্ত শিক্ষকের! 'ষোলো আনা'র পাঠশালায় ভিড় বাড়ছে

ব্রাত্য বসু আরও বলেন, "বিজেপি প্রমাণ লোপাটের অভিযোগ করেছে পুলিশের বিরুদ্ধে। কেন সিবিআই বিস্তারিত বিবরণ দিচ্ছে না। যারা প্রমাণ লোপাট করল, সেই অপরাধীদের কেন এখনও খুঁজে বের করা হল না। কেন আমাদের তালিকা দিল না। কী লোপাট করা হল, কারা করল, কেন করল সেটা সম্পর্কে অন্তত কিছু বলুক সিবিআই। সব মিলিয়ে একটা ধোঁয়াশা, নীরবতা, দীর্ঘসূত্রিতা তৈরি হয়েছে। শীঘ্রই এর উত্তর সিবিআই দিক।"

আরও পড়ুন- RG Kar Case: 'ঘরে মেয়ের দেহ শায়িত, টাকার অফার করে পুলিশ', মারাত্মক অভিযোগ নির্যাতিতার বাবার

RG Kar Case bratya basu rituparna sengupta
Advertisment