RG Kar Case-Nabanna Abhijan: নবান্ন অভিযানে গিয়ে সাসপেন্ড হলেন সংগ্রামী যৌথ মঞ্চের সঙ্গে যুক্ত সরকারি কর্মী। ২৭ অগাস্ট গ্রেফতার হওয়ার পর অনশন শুরু করেছিলেন শুভঙ্কর বন্দ্যোপাধ্যায়। অসুস্থ বোধ করায় তাঁকে হাসপাতালেও নিয়ে যাওয়া হয়েছিল। তবে তাঁর দাবি, তাঁকে শোকজ করা হয়েছিল বুধবার। সোমবার পর্যন্ত সময়ও দেওয়া হয়েছিল শোকজের উত্তর দেওয়ার। কিন্তু তারই মধ্যে তিনি সাসপেনশনের চিঠি পান। পশ্চিম বর্ধমানের জেলাশাসকের স্বাক্ষর রয়েছে সাসপেনশনের চিঠিতে।
আরজি করের তরুণী চিকিৎসকের নৃশংস খুনের বিচার ও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে ২৭ অগাস্ট নবান্ন অভিযানের ডাক দিয়েছিল পশ্চিমবঙ্গ ছাত্র সমাজ। ওই দিনই স্বতন্ত্রভাবে নবান্ন অভিযানের ডাক দিয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। পশ্চিম বর্ধমানের কাঁকসা বিডিও অফিসের কর্মী শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ওই দিনের অভিযানে অংশ নিয়েছিলেন। পরের দিন ২৮ অগাস্ট তাঁকে দুর্গাপুরের বিধাননগরের বাড়ি থেকে আটক করে পুলিশ কাঁকসা থানায় নিয়ে যায়। তারপর ১০ মিনিটের মধ্যে তাঁকে নিয়ে হাওড়ায় উদ্দেশে রওনা দেয় পুলিশ। তাঁকে গ্রেফতার করা হয়। সরকারি সম্পত্তি ভাঙচুর-সহ একাধিক ধারায় তাঁর বিরুদ্ধে মামলা দেওয়া হয়েছে। ২ সেপ্টেম্বর তিনি জামিন পান। ৩ সেপ্টেম্বর অর্থাৎ দু'দিন আগে তিনি অফিসে কাজ যোগ দেন।
শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলাকে বলেন, "আমাকে ২৮ অগাস্ট থেকে সাসপেনশন করা হয়েছে। অথচ গতকাল আমাকে শোকজ করা হয়েছিল। সোমবার আমার জবাব দেওয়ার শেষ দিন ছিল। আমি সাসপেন্ড অথচ দুদিন অফিস করে ফেললাম। অফিসে হাজিরা দিলাম টানা দুদিন। অথচ এক সপ্তাহ আগে আমাকে সাসপেন্ড করা হয়েছে। কীভাবে পশ্চিমবঙ্গে আইন তৈরি হয় তা বুঝতে পারছি না।"
শুভঙ্কর বন্দ্যোপাধ্যায় সংগ্রামী যৌথ মঞ্চের ডিএ আন্দোলনের সঙ্গে যুক্ত। এর আগে ৫১ দিন যৌথ মঞ্চের এই নেতা অনশন করেছেন। তাঁর গ্রেফতারি নিয়ে সরব হয়েছিল সংগ্রামী যৌথ মঞ্চ। সাসপেনশন নিয়েও তোপ দেগেছেন তাঁরা। শুভঙ্কর জানিয়েছেন, "এই নির্দেশের বিরুদ্ধে আদালতে যাব। আইনি লড়াই হবে।"
আরও পড়ুন- RG Kar Protest: আরজি-কর প্রতিবাদে চড়াও পুলিশ! বেধড়ক 'মার' আন্দোলনকারীদের, তুলকালাম-কাণ্ড বারাসতে
আরও পড়ুন- RG Kar Case: আরজি কর তদন্তে CBI! হঠাৎ বুকে 'ব্যথা' টালা থানার OC-র! ফেরাল একাধিক হাসপাতাল