Kolkata Metro: চতুর্থীতেই রেকর্ড লক্ষ্মীলাভ, একদিনেই মেট্রোতে সওয়ার সাড়ে ৯ লক্ষের বেশি যাত্রী

Kolkata Metro: দুর্গাপুজোর সময় স্বাভাবিকভাবেই যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য মানুষজন মেট্রোকেই বেশি পছন্দ করেন। মেট্রো রেল সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর চতুর্থীর দিন কলকাতা মেট্রোতে ভ্রমণ করেছেন ৯.৩২ লক্ষেরও বেশি যাত্রী।

Kolkata Metro: দুর্গাপুজোর সময় স্বাভাবিকভাবেই যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য মানুষজন মেট্রোকেই বেশি পছন্দ করেন। মেট্রো রেল সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর চতুর্থীর দিন কলকাতা মেট্রোতে ভ্রমণ করেছেন ৯.৩২ লক্ষেরও বেশি যাত্রী।

author-image
IE Bangla Web Desk
New Update
Durga Puja 2025,  Kolkata Metro Durga Puja,  Metro route puja guide,  Durga Puja by metro  ,Kolkata puja guide,  Famous pujas near metro  ,Metro station puja hopping , Kolkata Durga Puja travel,  Metro puja parikrama,  Theme puja by metro route,দুর্গাপুজো ২০২৫,  কলকাতা মেট্রো দুর্গাপুজো,  মেট্রো রুটে পুজো,  মেট্রোতে পুজো ভ্রমণ  ,কলকাতা দুর্গাপুজো গাইড,  মেট্রো স্টেশন পুজো দর্শন  ,মেট্রোতে পুজো পরিক্রমা  ,পুজো ভ্রমণ গাইড কলকাতা  ,কলকাতার বিখ্যাত পুজো  ,মেট্রো রুটে থিম পুজো

চতুর্থীতেই রেকর্ড লক্ষ্মীলাভ

Kolkata Metro: চতুর্থীতে রেকর্ড লক্ষ্মীলাভ, সাড়ে ৯ লক্ষ যাত্রী সওয়ার মেট্রোতে।স্মার্ট কার্ডে নতুন নিয়মে বাড়ছে যাত্রী সংখ্যা মনে করছে মেট্রো কর্তৃপক্ষ। 

Advertisment

দুর্গাপুজোর সময় স্বাভাবিকভাবেই যানজট এড়িয়ে দ্রুত যাতায়াতের জন্য মানুষজন মেট্রোকেই বেশি পছন্দ করেন। মেট্রো রেল সূত্রে খবর, ২৬ সেপ্টেম্বর চতুর্থীর দিন  কলকাতা মেট্রোতে ভ্রমণ করেছেন ৯.৩২ লক্ষেরও বেশি যাত্রী। গত দু দিনেই মেট্রো পরিষেবা ব্যবহার করেছেন প্রায় ১৮.৬৪ লক্ষ যাত্রী। শুধু ব্লু লাইনে যাতায়াত করেছেন ৬.৮০ লক্ষ যাত্রী, আর গ্রিন লাইনে ২.২৬ লক্ষ যাত্রী যাতায়াত করেছেন।

পুলিশের বিরুদ্ধে চক্রান্তের অভিযোগ, পুজো বন্ধের হুঙ্কার সজল ঘোষের

সম্প্রতি মেট্রো স্মার্ট কার্ডের নিয়মে বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে। কার্ডের মেয়াদ এখন ১০ বছর পর্যন্ত বাড়ানো হয়েছে এবং ইস্যু মূল্যও কমে হয়েছে ১০০ টাকা। ফলে আরও বেশি মানুষ স্মার্ট কার্ড ব্যবহার করছেন। গতকাল একদিনেই ৫০৬৩টি স্মার্ট কার্ড বিক্রি হয়েছে, যা তার আগের দিনের তুলনায় অনেকটাই বেশি। একইসঙ্গে গত দু দিনে এক লক্ষেরও বেশি পুরনো কার্ড রি-ভ্যালিডেট করা হয়েছে।

Advertisment

নতুন নিয়ম অনুযায়ী, স্মার্ট কার্ডের রিফান্ডেবল সিকিউরিটি ডিপোজিট কমে হয়েছে ৫০ টাকা, এবং ইস্যু মূল্য ১৫০ টাকা থেকে নেমে ১০০ টাকা হয়েছে। এর পাশাপাশি কার্ডের মেয়াদ এক বছর থেকে বেড়ে হয়েছে ১০ বছর। উল্লেখযোগ্যভাবে, নতুন কার্ডের মেয়াদ গণনা শুরু হবে প্রথমবার গেটে ব্যবহার করার দিন থেকে। পাশাপাশি রিচার্জ ভ্যালুর উপর ৫% বোনাস দেওয়া অব্যাহত রয়েছে।

গ্রাহকদের জন্য দারুণ সুখবর! এয়ারটেলের নতুন ২ প্ল্যানে বিরাট সুবিধার ছড়াছড়ি

ডিজিটাল টিকিটিংকেও যাত্রীরা ক্রমশ বেছে নিচ্ছেন। ২৬ সেপ্টেম্বর একদিনেই বুক হয়েছে ৭২,২১৯টি মোবাইল কিউআর টিকিট, যা এখন পর্যন্ত সর্বাধিক। তার আগের দিন এই সংখ্যা ছিল ৫৬,৯০৪। মেট্রো কর্তৃপক্ষ যাত্রীদের অনুরোধ করেছে "আমার কলকাতা মেট্রো" অ্যাপ ব্যবহার করে টিকিট বুকিং ও স্মার্ট কার্ড রিচার্জ করতে, যাতে কাউন্টারে ভিড় এড়ানো যায়।

পাশাপাশি যাত্রীদের জন্য রয়েছে বিশেষ ট্যুরিস্ট স্মার্ট কার্ডের সুবিধা। ৩ দিনের জন্য ২৫০ টাকা এবং ৫ দিনের জন্য ৫৫০ টাকায় সীমাহীন যাত্রার সুযোগ পাওয়া যাবে। প্রতিটি মেট্রো স্টেশনের বুকিং কাউন্টার থেকেই এই কার্ড কেনা যাবে।

মেট্রো কর্তৃপক্ষ জানিয়েছে, “আমাদের গর্ব ‘আমার মেট্রো’ এবং আমাদের যাত্রীরা। সাশ্রয়ী, আরামদায়ক ও সহজ যাতায়াতের মাধ্যম হিসেবে মেট্রোকে আরও বেশি মানুষ বেছে নিচ্ছেন। যাত্রীদের সহযোগিতায় নির্বিঘ্নে পরিষেবা চালানো সম্ভব হচ্ছে।”

kolkata metro