/indian-express-bangla/media/media_files/2025/10/08/mu-2025-10-08-15-05-41.jpg)
Murshidabad News: এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্য়াপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
স্ত্রী ও শিশুপুত্রকে খুন করে আত্মঘাতী স্বামী। মুর্শিদাবাদের বেলডাঙার আণ্ডিরন হালদার পাড়ার এই ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। আত্মঘাতী হয়েছেন সঞ্জিত হালদার (৪০)। নিজে আত্মহত্যা করার আগে স্ত্রী স্ত্রী মৌসুমী হালদার (২৮) ও ছেলে (রায়হান ৭) হালদারকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ তার বিরুদ্ধে। স্ত্রী-পুত্রকে খুনের পর নিজেই সিলিং ফ্যানে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করেছেন সঞ্জিত।
স্থানীয় সূত্রে জানা গেছে, হালদার পরিবারে দীর্ঘদিন ধরে মনোমালিন্য ছিল। এই মনোমালিন্যই হয়তো শেষ পর্যন্ত এই নিষ্ঠুর ঘটনাকে জন্ম দিয়েছে বলে অনেকে ধারণা করছেন। সঞ্জিত হালদারের মা বাথরুমে যাওয়ার সময় জানালার ফাঁক দিয়ে দেখে তার ছেলে ঝুলন্ত অবস্থায় রয়েছেন। বৃদ্ধার চিৎকার শুনে আশপাশের মানুষ এসে দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন, স্ত্রী ও ছেলের গলা কাটা নিথর দেহ পড়ে রয়েছে ঘরের কোণায়।
আরও পড়ুন- Supreme Court:অযোগ্যদের নামের তালিকায় অসন্তুষ্ট সুপ্রিম কোর্ট, SSC-কে নয়া নির্দেশ
পরিস্থিতি জানার পর পুলিশকে খবর দেওয়া হয়। বেলডাঙা থানার পুলিশ ঘটনাস্থলে এসে নিহতদের দেহ উদ্ধার করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার নেপথ্যে অন্য কোনও প্রেক্ষাপট আছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।
এদিকে সঞ্জিত হালদারের মায়ের দাবি, “পারিবারিক বিবাদের কারণেই এই ঘটনা ঘটেছে।” তবে পুলিশ মামলা দায়ের করে ঘটনার নেপথ্যে অন্য কোনও কারণও আছে কি না তা খতিয়ে দেখছে।