Advertisment

Chinmay Krishna Prabhu Arrest: চিন্ময় কৃষ্ণ প্রভুর গ্রেফতারিতে গর্জে উঠলেন শুভেন্দু-সুকান্ত, বাংলাদেশের ইউনুস সরকারকে চরম হুঁশিয়ারি

Bengal BJP slams Chinmay Krishna Prabhu Arrest: হিন্দু সন্ন্যাসীর গ্রেফতার নিয়ে ইউনুস সরকারকে হুংকার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির হস্তক্ষেপ চেয়েছেন সুকান্ত মজুমদারও।

author-image
Joyprakash Das
New Update
Chinmay Krishna Prabhu: ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে বাংলাদেশের ইউনুস সরকার

Chinmay Krishna Prabhu: ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার করেছে বাংলাদেশের ইউনুস সরকার

Chinmay Krishna Prabhu Arrest: বাংলাদেশে ইউনুস সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে সংখ্যালঘু তথা হিন্দুদের ওপর লাগাতার অত্যাচারের অভিযোগ উঠেছে। খুন থেকে লুঠপাট, মন্দির-ঘরবাড়ি ভাঙচুর, অগ্নিসংযোগের ঘটনাও ঘটছে। এরইমধ্যে হিন্দুরা বারে বারে সংগঠিত ভাবে মিছিল, সভা, সমাবেশ করেছে। ইসকনের চিন্ময় কৃষ্ণ প্রভু এই অত্যাচারের বিরুদ্ধে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারিও দিয়েছেন। এই হিন্দু সন্ন্যাসীকে গ্রেফতার করেছে বাংলাদেশ সরকার। সেই গ্রেফতারকে কেন্দ্র করে বাংলাদেশে বিক্ষোভ আছড়ে পড়েছে। হিন্দু সন্ন্যাসীর গ্রেফতার নিয়ে ইউনুস সরকারকে হুংকার দিয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দিল্লির হস্তক্ষেপ চেয়েছেন সুকান্ত মজুমদারও।

Advertisment

রাজ্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশে হিন্দু সন্ন্যাসীর গ্রেফতার প্রসঙ্গে  বলেন, "বাংলাদেশের হিন্দুদের অস্তিত্ব রক্ষার লড়াইয়ের নেতা চিন্ময় কৃষ্ণ প্রভুকে মৌলবাদী ডক্টর ইউনুস সরকার গ্রেফতার করেছে। আমরা এই খবর পেয়ে অত্যন্ত বিচলিত ও চিন্তিত। আমরা সকলে ভাবিত। তাঁর নিঃশর্ত মুক্তির দাবি করছি। মুক্তি না দিলে বাংলাদেশ ডেপুটি হাইকমিশনে বিক্ষোভ হবে। পাশাপাশি বাংলাদেশ সীমান্তে সনাতনীরা ধ্বজা নিয়ে অবরোধ করবে। বাংলাদেশে ভারত থেকে পশ্চিমবঙ্গ দিয়ে কোনও পরিষেবা নিতে দেব না। অভিলম্বে ইউনুস সরকারকে চিন্ময় কৃষ্ণ প্রভুকে মুক্তি দিতে হবে।"

৫ অগাস্ট বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশ ছাড়েন। কোটার প্রশ্নে ছাত্র আন্দোলনে উত্তাল হয় প্রতিবেশী বাংলাভাষী এই দেশ। সেনাবাহিনীর কোনও সহযোগিতা পায়নি হাসিনা সরকার। শেখ হাসিনা হেলিকপ্টার করে ভারতে চলে আসেন। এখনও তিনি ভারত সরকারের আশ্রয়ে রয়েছেন। তাঁকে বাংলাদেশ সরকারের কাছে হস্তান্তর করার দাবিও উঠেছে ওই দেশে। পাশাপাশি বাংলাদশে জুড়ে চলছে অশান্তি। হিন্দুসহ ওই দেশের সংখ্যালঘুরা নিরাপত্তার অভাব বোধ করেন। কখনও কখনও তাঁরা ভারত সীমান্তে এসে হাজির হয়েছেন। তবে কেন তাঁরা নিজের জন্মস্থান ত্যাগ করবেন এই প্রশ্নকে সামনে রেখে রাস্তায় নেমেছেন বাংলাদেশের সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়। এবার চিন্ময় প্রভুকে গ্রেফতার করে নয়া বিতর্কে বাংলাদেশ।

নোবেল শান্তি পুরস্কার পাওয়া ইউনুস সরকারের অধীনে বাংলাদেশ অশান্তি কিছুতেই থামছে না। ইতিমধ্যে দুই দেশের মধ্যে ভিসা প্রদান নিয়ে বিধিনিষেধ শুরু হয়েছে। স্বাস্থ্য সংক্রান্ত বা বিশেষ কারণ ছাড়া ভিসা অনুমোদন করা হচ্ছে না। তবে ডিম, পেঁয়াজ, কাঁচালঙ্কা-সহ বাণিজ্য অব্যাহত রেখেছে ভারত সরকার। ভারতের পণ্য বয়কট করার দাবি সত্বেও এইসব সামগ্রী প্রতিবেশী দেশে রফতানি অব্যাহত। ভারত থেকে পণ্য না গেলে মূল্য বৃদ্ধি অস্বাভাবিক বেড়ে যাচ্ছে বাংলাদেশে। তবু সেখানে অশান্তি হলেও চোখে দেখতে পাচ্ছেন না মহম্মদ ইউনুস সরকার।

আরও পড়ুন 'কমফোর্ট জোন' ছাড়তে হবে শেখ হাসিনাকে?একই মঞ্চে ইউনূস-খালেদা জিয়া, তুঙ্গে জল্পনা

তবে এবার চিন্ময় কৃষ্ণ প্রভুকে গ্রেফতার নিয়ে নতুন করে গন্ডগোলের সুত্রপাত বাংলাদেশে। সেই গ্রেফতারের আঁচ এসে পড়ল এই বাংলায়ও। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই নিয়ে প্রতিবাদে সোচ্চার হয়েছেন। বিদেশমন্ত্রীর হস্তক্ষেপ দাবি করেছেন এই দুই নেতা। শুধু তাই নয়, শুভেন্দুর হুঁশিয়ারি, "চিন্ময় প্রভুকে মুক্তি না দিলে একদিকে সীমান্তে অবরোধ অন্যদিকে বাংলাদেশ হাইকমিশনেও বিক্ষোভ হবে।

Bangladesh West Bengal Suvendu Adhikari Bangladesh Government Sukanta Majumder ISKCON Bangladesh Violence bangladesh quota protests Muhammad Yunus
Advertisment