Kolkata News Live Updates: “এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য। নির্বাচন পর্যন্ত মনোমালিন্য ভুলে একসঙ্গে লড়াই করলে আমরা নিশ্চিত জিতব। মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেমন ব্যবহার করবে, আমরাও তেমনই করব। এতদিন আমরা মার খেয়েছি, এবার তা দেওয়ার পালা।” এভাবেই হুঙ্কার ছুঁড়লেন তারকা অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভিক্ষা বলেও কটাক্ষ করেন। মিঠুন বলেন, “আমরা মাথা উঁচু করে লড়াই করব, ভিক্ষা নেব না। লক্ষ্মীর ভান্ডার এবং 'আমাদের পাড়া আমাদের সমাধান’ এই দুই প্রকল্পই রাজ্য সরকারের দেওয়া ভিক্ষা। বিজেপি সেই পথে হাঁটে না। ভিক্ষা নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে দাঁড়িয়ে লড়ব।” মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যদি তাঁর (মিঠুন চক্রবর্তীর) ক্ষমতা থাকে, তাহলে তিনি যেন বাংলার বিজেপি নেতৃত্বকে তাদের নেতা এবং কর্মীদের এই ধরনের ভিক্ষা না নেওয়ার নির্দেশ দেন।" ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারপর্বে বিজেপি লক্ষ্মীর ভান্ডারের 'প্রভাব' বুঝে জনগণকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ না করার আশ্বাস দিয়েছিল। গত বছরের মে মাসে একটি সমাবেশে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনগণকে আশ্বাস দিয়েছিলেন যে বিজেপি সরকার গঠন করলে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ প্রতি মাসে ১০০ টাকা বাড়ানো হবে। পরবর্তীতে বিজেপি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং হরিয়ানায় লক্ষ্মীর ভান্ডার মডেলের অনুকরণে প্রকল্প চালু করে।
রাঁচি দুর্ঘটনা
ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। বুধবার রাতের এই ঘটনাটি ঘটেছে রাঁচি–পুরুলিয়া জাতীয় সড়কের চামঘাটির কাছে। দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিরালাল শাহ জানান, মৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। আহত অপর এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মারে, ফলে ট্রাকটি উল্টে যায়। সংঘর্ষের পর ট্রাকচালক পালিয়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটোরিকশা চালক শেখ গিয়াসউদ্দিন, তাঁর মা আয়েশা খাতুন, স্ত্রী জোরাদ্দিন ও ছেলে শেখ আমানের। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
নার্সের রহস্যমৃত্যু
হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিং হোমে নিজের ঘর থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে মাত্র তিন দিন আগে ওই নার্সিং হোমে নার্স হিসাবে কাজে যোগ দেন তিনি। মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এদিকে মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ বাবা মায়ের। পরিবারের দাবি, মেয়ে কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য গোটা এলাকায়।
Aug 14, 2025 12:02 IST
West Bengal News Live Updates: নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও এক
নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে ধৃতকে আটক করা হয়। তার নাম মানসচন্দ্র সাহা। বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।
পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট নবান্ন অভিযানের সময় এক পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় সরাসরি মানসচন্দ্রের যোগসূত্র মিলেছে। তদন্তে সেই প্রমাণ হাতে পেয়েছে পুলিশ।
এই নিয়ে নবান্ন অভিযানে পুলিশকর্মীকে হেনস্থা ও মারধরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল দু’জন।
Aug 14, 2025 12:01 IST
West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার হিন্দোল মজুমদার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে হিন্দোল দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। শীঘ্রই তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিস। জানা গিয়েছে তিনি স্পেনে রিসার্চ করছেন।
West Bengal News Live Updates: 'মারের পালটা মারের দাওয়াই', মিঠুনের ঝাঁঝালো মন্তব্যে তোলপাড় বাংলা
West Bengal News Updates 14 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।
West Bengal News Updates 14 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।
West Bengal News Live: জানুন গুরুত্বপূর্ন খবরের টাটকা আপডেট
Kolkata News Live Updates: “এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য। নির্বাচন পর্যন্ত মনোমালিন্য ভুলে একসঙ্গে লড়াই করলে আমরা নিশ্চিত জিতব। মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেমন ব্যবহার করবে, আমরাও তেমনই করব। এতদিন আমরা মার খেয়েছি, এবার তা দেওয়ার পালা।” এভাবেই হুঙ্কার ছুঁড়লেন তারকা অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভিক্ষা বলেও কটাক্ষ করেন। মিঠুন বলেন, “আমরা মাথা উঁচু করে লড়াই করব, ভিক্ষা নেব না। লক্ষ্মীর ভান্ডার এবং 'আমাদের পাড়া আমাদের সমাধান’ এই দুই প্রকল্পই রাজ্য সরকারের দেওয়া ভিক্ষা। বিজেপি সেই পথে হাঁটে না। ভিক্ষা নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে দাঁড়িয়ে লড়ব।” মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যদি তাঁর (মিঠুন চক্রবর্তীর) ক্ষমতা থাকে, তাহলে তিনি যেন বাংলার বিজেপি নেতৃত্বকে তাদের নেতা এবং কর্মীদের এই ধরনের ভিক্ষা না নেওয়ার নির্দেশ দেন।" ২০২৪ সালের লোকসভা নির্বাচনের প্রচারপর্বে বিজেপি লক্ষ্মীর ভান্ডারের 'প্রভাব' বুঝে জনগণকে লক্ষ্মীর ভান্ডার প্রকল্প বন্ধ না করার আশ্বাস দিয়েছিল। গত বছরের মে মাসে একটি সমাবেশে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জনগণকে আশ্বাস দিয়েছিলেন যে বিজেপি সরকার গঠন করলে লক্ষ্মীর ভান্ডারের বরাদ্দ প্রতি মাসে ১০০ টাকা বাড়ানো হবে। পরবর্তীতে বিজেপি মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র, ওড়িশা এবং হরিয়ানায় লক্ষ্মীর ভান্ডার মডেলের অনুকরণে প্রকল্প চালু করে।
রাঁচি দুর্ঘটনা
ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। বুধবার রাতের এই ঘটনাটি ঘটেছে রাঁচি–পুরুলিয়া জাতীয় সড়কের চামঘাটির কাছে। দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিরালাল শাহ জানান, মৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। আহত অপর এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মারে, ফলে ট্রাকটি উল্টে যায়। সংঘর্ষের পর ট্রাকচালক পালিয়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটোরিকশা চালক শেখ গিয়াসউদ্দিন, তাঁর মা আয়েশা খাতুন, স্ত্রী জোরাদ্দিন ও ছেলে শেখ আমানের। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
নার্সের রহস্যমৃত্যু
হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিং হোমে নিজের ঘর থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে মাত্র তিন দিন আগে ওই নার্সিং হোমে নার্স হিসাবে কাজে যোগ দেন তিনি। মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এদিকে মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ বাবা মায়ের। পরিবারের দাবি, মেয়ে কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য গোটা এলাকায়।
West Bengal News Live Updates: নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও এক
নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে ধৃতকে আটক করা হয়। তার নাম মানসচন্দ্র সাহা। বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।
পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট নবান্ন অভিযানের সময় এক পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় সরাসরি মানসচন্দ্রের যোগসূত্র মিলেছে। তদন্তে সেই প্রমাণ হাতে পেয়েছে পুলিশ।
এই নিয়ে নবান্ন অভিযানে পুলিশকর্মীকে হেনস্থা ও মারধরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল দু’জন।
West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার হিন্দোল মজুমদার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে হিন্দোল দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। শীঘ্রই তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিস। জানা গিয়েছে তিনি স্পেনে রিসার্চ করছেন।