Kolkata News Updates:এক বছর আগে আজকের দিনে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে 'রাত দখল' চলেছিল শহর থেকে জেলায়। আজ ফের একই ছবির পুনরাবৃত্তি। বিচার চেয়ে আবারও শহর থেকে জেলা, 'রাত দখল' দিকে দিকে। কলকাতায় রাত দখলে সামিল কালীগঞ্জে নিহত তামান্নার মা। 'রাত দখল' কর্মসূচিতে সামিল বহু বিশিষ্টরাও।
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR ইস্যুতে এবার নজিরবিহীন নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট। এসআইআর-এ বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম ওয়েবসাইটে আগামী মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই নামগুলি বাদ পড়ার কারণও জানাতে হবে নির্বাচন কমিশনকে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য। নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী নানা ইস্যুতে কখনও পুলিশ, কখনও রাজ্য প্রশাসন, কখনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার সরব হন। নানা সময়ে পুলিশি অনুমোদন না থাকা সভা-মিছিলে যোগ দিচ্ছেন শুভেন্দু, এমনই দাবি রাজ্যের। এবার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ব্যাপারে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের। বিরোধী দলনেতাকে এর আগে হাইকোর্ট আইনি রক্ষাকবচ দিয়েছিল। শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এও স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে পারবে না রাজ্য। সেই কারণেই এবার আদালতের দ্বারস্থ রাজ্য প্রশাসন।
জম্মু কাশ্মীরের কিশতোয়ারে মেঘ-ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, "কিশতোয়ারে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার গভির সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধার ও ত্রাণ কার্য দ্রুত সম্পন্ন করতে করতে পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফকে নির্দেশ দেওয়া হয়েছে।"
আরও পড়ুন- Sundarban:সুন্দরবনে একেবারে তিন তিনটি বাঘের সামনে পর্যটকের দল! পরের ঘটনা জানলে...
আরও পড়ুন- Kanyashree Diwas: নারীর ক্ষমতায়নের পক্ষে জোরালো সওয়াল! কন্যাশ্রী দিবসে প্রকল্পের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর
মিঠুনের হুঙ্কার
“এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য। নির্বাচন পর্যন্ত মনোমালিন্য ভুলে একসঙ্গে লড়াই করলে আমরা নিশ্চিত জিতব। মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেমন ব্যবহার করবে, আমরাও তেমনই করব। এতদিন আমরা মার খেয়েছি, এবার তা দেওয়ার পালা।” এভাবেই হুঙ্কার ছুঁড়লেন তারকা অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভিক্ষা বলেও কটাক্ষ করেন। মিঠুন বলেন, “আমরা মাথা উঁচু করে লড়াই করব, ভিক্ষা নেব না। লক্ষ্মীর ভান্ডার এবং 'আমাদের পাড়া আমাদের সমাধান’ এই দুই প্রকল্পই রাজ্য সরকারের দেওয়া ভিক্ষা। বিজেপি সেই পথে হাঁটে না। ভিক্ষা নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে দাঁড়িয়ে লড়ব।” মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যদি তাঁর (মিঠুন চক্রবর্তীর) ক্ষমতা থাকে, তাহলে তিনি যেন বাংলার বিজেপি নেতৃত্বকে তাদের নেতা এবং কর্মীদের এই ধরনের ভিক্ষা না নেওয়ার নির্দেশ দেন।"
আরও পড়ুন- Abhishek Banerjee: কত ভুয়ো ভোটার অভিষেকের ডায়মন্ড হারবার আসনে? বিজেপি নেতার বিস্ফোরক দাবি, উত্তাল বাংলা
Aug 14, 2025 20:58 IST
West Bengal News Live Updates:বিরাট বিপত্তি দিঘায়!
বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার আকাশ ছিল মেঘে ঢাকা। দফায় দফায় বৃষ্টি চলে। আর সেই কারণেই উত্তাল হয়ে পড়ে সমুদ্র। উত্তাল সমুদ্রে স্নানে নেমে এক মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার দুই পর্যটক। উত্তাল সমুদ্রের প্রবল ঢেউয়ে তলিয়ে যায় দুই পর্যটক।
বিস্তারিত পড়ুন- Digha:বিরাট বিপত্তি দিঘায়! স্বাধীনতা দিবসের আগের দিনেই মর্মান্তিক মৃত্যু
Aug 14, 2025 20:57 IST
West Bengal News Live Updates:Operation Sindoor সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াইয়ের প্রতীক: রাষ্ট্রপতি
অপারেশন সিঁদুর সম্পর্কে তার প্রথম বিস্তারিত বক্তব্যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার পহেলগাঁওয়েজঙ্গি হামলার প্রতিক্রিয়ায় দেশের "দৃঢ় সংকল্প"-এর প্রশংসা করেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে বিশ্ব কীভাবে লক্ষ্য করেছে তা উল্লেখ করেছেন। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "আমি বিশ্বাস করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার লড়াইয়ে অপারেশন সিন্দুর ইতিহাসে একটি উদাহরণ হিসেবে খ্যাত থাকবে।" ২২ মিনিটের তার ভাষণে, রাষ্ট্রপতি বিশ্ব অর্থনীতিতে চাপের মধ্যে ভারতের স্থিতিস্থাপকতা এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে কৃষক ও শ্রমিকদের অবদানের উপরও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি আরও বলেন, "অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের অর্জনগুলি আরও লক্ষণীয়... গত অর্থবছরে ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হারের সাথে, ভারত বিশ্বের প্রধান অর্থনীতির মধ্যে দ্রুততম বর্ধনশীল"।
Aug 14, 2025 20:31 IST
West Bengal News Live Updates:মমতাকে তোপ অধীরের
আবারও তৃণমূল ও BJP-কে একযোগে আক্রমণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। স্বাধীনতা দিবসের আগে সাংবাদিক বৈঠকে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা তুলোধনা করলেন দুই দলকে। সেই সঙ্গে বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থানও ফের একবার স্পষ্ট করলেন অধীর চৌধুরী।
বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury:'ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না', মমতাকে তোপ অধীরের, বিঁধলেন BJP-কেও
Aug 14, 2025 20:30 IST
West Bengal News Live Updates:বিধায়ক সাবিত্রী মিত্রের ফোন-অডিও ভাইরাল
বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচক ব্লকের ভূতনিতে। প্লাবিত বহু এলাকা। আর এনিয়ে মোবাইলে ফোন করে এক ব্যক্তি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে জবাব চাইলে সাবিত্রী মিত্র লাগামহীন হয়ে পড়েন বলে অভিযোগ। ক্ষেপে গিয়ে গালিগালাজ শুরু করে দেন।
বিস্তারিত পড়ুন- embankment breach:বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ প্রান্ত! বিধায়ক সাবিত্রী মিত্রের ফোন-অডিও ভাইরাল, তীব্র নিন্দা BJP-র
Aug 14, 2025 20:29 IST
West Bengal News Live Updates:স্বাধীনতা দিবসে কলকাতায় মেট্রোর বিশেষ সময়সূচি
শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রো ব্লু, গ্রিন লাইন-১ ও গ্রিন লাইন-২-এ দৈনিক পরিষেবার সংখ্যায় পরিবর্তন আনছে। যাত্রীদের সুবিধার্থে শুক্রবারের মেট্রো পরিষেবার সেই বদল-সূচি বিস্তারিতভাবে জানানো হয়েছে। নিম্নে এই ব্যাপারে বিশদে বর্ণনা করা হল।
বিস্তারিত পড়ুন- Independence Day 2025:স্বাধীনতা দিবসে কলকাতায় মেট্রোর বিশেষ সময়সূচি, ভোগান্তি এড়াতে বিশদে জানুন
Aug 14, 2025 20:28 IST
West Bengal News Live Updates:অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ! অভিযোগ দায়ের করেছেন বোলপুরের এক বাসিন্দা। তিনি নিজেও একজন শিল্পী। অভিযোগের নেপথ্যে রয়েছে শুটিং চলাকালীন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীদের দ্বারা অভিযোগকারীকে শারিরীক হেনস্থা করার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল বোলপুর জুড়ে।
বিস্তারিত পড়ুন- Arijit Singh:বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, কারণ জানলে চমকে যাবেন!
Aug 14, 2025 20:27 IST
West Bengal News Live Updates:অভিজিৎ মুখোপাধ্যায়ের নিয়োগে ক্ষোভ
ফের বীরভূম জেলা কংগ্রেসে ভাঙন শুরু। এবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি করায় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কেউ কেউ সমাজ মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করে বিতর্কের ঝড় তুলেছেন।
বিস্তারিত পড়ুন- Congress:কংগ্রেসে ভাঙনের সুর, সভাপতি পদে প্রয়াত রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নিয়োগে ক্ষোভ
Aug 14, 2025 16:00 IST
West Bengal News Live Updates:নার্সের রহস্যমৃত্যু
হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিং হোমে নিজের ঘর থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে মাত্র তিন দিন আগে ওই নার্সিং হোমে নার্স হিসাবে কাজে যোগ দেন তিনি। মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এদিকে মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ বাবা মায়ের। পরিবারের দাবি, মেয়ে কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য গোটা এলাকায়।
Aug 14, 2025 16:00 IST
West Bengal News Live Updates:SSC মামলায় ফের সক্রিয় ইডি
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল ইডি। নিউটাউন ও পার্ক স্ট্রিটে তল্লাশি চালালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, নিউটাউনের আইডিয়াল ভিলা আবাসনে ১৬টি ভিলা কেনা হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে। কোটি কোটি টাকার এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে প্রসন্ন রায়ের যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। পাশাপাশি ওই আবাসন প্রকল্পের প্রোমোটিং সংস্থা আইডিয়াল রিয়েল এস্টেট-এর পার্ক স্ট্রিটের অফিসেও হানা দেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির অর্থ কোন পথে রিয়েল এস্টেটে বিনিয়োগ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
Aug 14, 2025 15:30 IST
West Bengal News Live Updates:অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিকাশ ভবন অভিযান
বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবন অভিযানে সামিল হয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (বি.টি. ই. এ.)। বিকাশ ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখান অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা তাদের নিজেদের ন্যায্য পেনশন পাচ্ছেন না। আজ ৬৫ থেকে ৭০ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা পথে নেমে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
Aug 14, 2025 15:27 IST
West Bengal News Live Updates: 'পাড়ায় সমাধান' শিবিরে পাঠান
'পাড়ায় সমাধান' শিবির চলছে রাজ্যজুড়ে। বহরমপুরের ১০ নম্বর ওয়ার্ডে শিবির পরিদর্শনে এলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। তাঁর সঙ্গে এদিন থিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি।
Aug 14, 2025 15:05 IST
West Bengal News Live Updates: পথ দুর্ঘটনায় মৃত ৪
রাঁচি দুর্ঘটনা
ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। বুধবার রাতের এই ঘটনাটি ঘটেছে রাঁচি–পুরুলিয়া জাতীয় সড়কের চামঘাটির কাছে। দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিরালাল শাহ জানান, মৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। আহত অপর এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মারে, ফলে ট্রাকটি উল্টে যায়। সংঘর্ষের পর ট্রাকচালক পালিয়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটোরিকশা চালক শেখ গিয়াসউদ্দিন, তাঁর মা আয়েশা খাতুন, স্ত্রী জোরাদ্দিন ও ছেলে শেখ আমানের। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
Aug 14, 2025 12:02 IST
West Bengal News Live Updates: নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও এক
নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে ধৃতকে আটক করা হয়। তার নাম মানসচন্দ্র সাহা। বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।
পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট নবান্ন অভিযানের সময় এক পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় সরাসরি মানসচন্দ্রের যোগসূত্র মিলেছে। তদন্তে সেই প্রমাণ হাতে পেয়েছে পুলিশ।
এই নিয়ে নবান্ন অভিযানে পুলিশকর্মীকে হেনস্থা ও মারধরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল দু’জন।
Aug 14, 2025 12:01 IST
West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার হিন্দোল মজুমদার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে হিন্দোল দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। শীঘ্রই তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিস। জানা গিয়েছে তিনি স্পেনে রিসার্চ করছেন।
West Bengal News Updates: আরজি কাণ্ডের 'বিচার' চেয়ে ফের 'রাত দখল', কলকাতা থেকে জেলা, দিকে দিকে জমায়েত
West Bengal News Updates 14 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।
West Bengal News Updates 14 August, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।
News in Bengal Highlights:গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:এক বছর আগে আজকের দিনে আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় ন্যায়বিচারের দাবিতে 'রাত দখল' চলেছিল শহর থেকে জেলায়। আজ ফের একই ছবির পুনরাবৃত্তি। বিচার চেয়ে আবারও শহর থেকে জেলা, 'রাত দখল' দিকে দিকে। কলকাতায় রাত দখলে সামিল কালীগঞ্জে নিহত তামান্নার মা। 'রাত দখল' কর্মসূচিতে সামিল বহু বিশিষ্টরাও।
বিহারে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী বা SIR ইস্যুতে এবার নজিরবিহীন নির্দেশ দিলে সুপ্রিম কোর্ট। এসআইআর-এ বিহারে ভোটার তালিকা থেকে ৬৫ লক্ষ নাম বাদ গিয়েছে। যাদের নাম বাদ গিয়েছে তাঁদের নাম ওয়েবসাইটে আগামী মঙ্গলবারের মধ্যে প্রকাশ করার নির্দেশ দিয়েছে দেশের সর্বোচ্চ আদালত। বিচারপতি সূর্যকান্ত এবং বিচারপতি জয়মাল্য বাগচীর ডিভিশন বেঞ্চ জানিয়েছে, ওই নামগুলি বাদ পড়ার কারণও জানাতে হবে নির্বাচন কমিশনকে।
বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিরুদ্ধে FIR দায়ের করতে চায় রাজ্য। নন্দীগ্রামের BJP বিধায়ক শুভেন্দু অধিকারী নানা ইস্যুতে কখনও পুলিশ, কখনও রাজ্য প্রশাসন, কখনও মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বারবার সরব হন। নানা সময়ে পুলিশি অনুমোদন না থাকা সভা-মিছিলে যোগ দিচ্ছেন শুভেন্দু, এমনই দাবি রাজ্যের। এবার তাঁর বিরুদ্ধে আইনি পদক্ষেপ করার ব্যাপারে কলকাতা হাইকোর্টের দৃষ্টি আকর্ষণ রাজ্যের। বিরোধী দলনেতাকে এর আগে হাইকোর্ট আইনি রক্ষাকবচ দিয়েছিল। শুভেন্দুর বিরুদ্ধে দায়ের হওয়া FIR-এও স্থগিতাদেশ দেওয়া হয়। আদালতের অনুমতি ছাড়া শুভেন্দুর বিরুদ্ধে FIR করতে পারবে না রাজ্য। সেই কারণেই এবার আদালতের দ্বারস্থ রাজ্য প্রশাসন।
জম্মু কাশ্মীরের কিশতোয়ারে মেঘ-ভাঙা বৃষ্টি ও হড়পা বানের কারণে মৃত্যু হয়েছে কমপক্ষে ১০ জনের। প্রশাসনের আশঙ্কা, মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এলাকায় ত্রাণ ও উদ্ধারকাজ জোরকদমে চলছে। জম্মু ও কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নর এই ঘটনায় গভীর শোকপ্রকাশ করেছেন। তিনি বলেছেন, "কিশতোয়ারে মেঘ ভাঙা বৃষ্টির ঘটনায় আমি মর্মাহত। নিহতদের পরিবারের প্রতি আমার গভির সমবেদনা এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। উদ্ধার ও ত্রাণ কার্য দ্রুত সম্পন্ন করতে করতে পুলিশ, সেনা, এনডিআরএফ ও এসডিআরএফকে নির্দেশ দেওয়া হয়েছে।"
আরও পড়ুন- Sundarban:সুন্দরবনে একেবারে তিন তিনটি বাঘের সামনে পর্যটকের দল! পরের ঘটনা জানলে...
আরও পড়ুন- Kanyashree Diwas: নারীর ক্ষমতায়নের পক্ষে জোরালো সওয়াল! কন্যাশ্রী দিবসে প্রকল্পের সাফল্যের খতিয়ান পেশ মুখ্যমন্ত্রীর
মিঠুনের হুঙ্কার
“এবার তৃণমূলের বিসর্জন অনিবার্য। নির্বাচন পর্যন্ত মনোমালিন্য ভুলে একসঙ্গে লড়াই করলে আমরা নিশ্চিত জিতব। মার খেয়ে বাড়ি আসবেন না। ওরা যেমন ব্যবহার করবে, আমরাও তেমনই করব। এতদিন আমরা মার খেয়েছি, এবার তা দেওয়ার পালা।” এভাবেই হুঙ্কার ছুঁড়লেন তারকা অভিনেতা বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। পাশাপাশি তিনি মুখ্যমন্ত্রীর সাধের লক্ষ্মীর ভান্ডার প্রকল্পকে ভিক্ষা বলেও কটাক্ষ করেন। মিঠুন বলেন, “আমরা মাথা উঁচু করে লড়াই করব, ভিক্ষা নেব না। লক্ষ্মীর ভান্ডার এবং 'আমাদের পাড়া আমাদের সমাধান’ এই দুই প্রকল্পই রাজ্য সরকারের দেওয়া ভিক্ষা। বিজেপি সেই পথে হাঁটে না। ভিক্ষা নিয়ে কোনও কাজ করবেন না। সম্মানের সঙ্গে দাঁড়িয়ে লড়ব।” মন্তব্যের তীব্র প্রতিক্রিয়া জানিয়ে তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, "যদি তাঁর (মিঠুন চক্রবর্তীর) ক্ষমতা থাকে, তাহলে তিনি যেন বাংলার বিজেপি নেতৃত্বকে তাদের নেতা এবং কর্মীদের এই ধরনের ভিক্ষা না নেওয়ার নির্দেশ দেন।"
আরও পড়ুন- Abhishek Banerjee: কত ভুয়ো ভোটার অভিষেকের ডায়মন্ড হারবার আসনে? বিজেপি নেতার বিস্ফোরক দাবি, উত্তাল বাংলা
West Bengal News Live Updates:বিরাট বিপত্তি দিঘায়!
বৃহস্পতিবার সকাল থেকে পূর্ব মেদিনীপুর জেলার আকাশ ছিল মেঘে ঢাকা। দফায় দফায় বৃষ্টি চলে। আর সেই কারণেই উত্তাল হয়ে পড়ে সমুদ্র। উত্তাল সমুদ্রে স্নানে নেমে এক মর্মান্তিক দুর্ঘটনার স্বীকার দুই পর্যটক। উত্তাল সমুদ্রের প্রবল ঢেউয়ে তলিয়ে যায় দুই পর্যটক।
বিস্তারিত পড়ুন- Digha:বিরাট বিপত্তি দিঘায়! স্বাধীনতা দিবসের আগের দিনেই মর্মান্তিক মৃত্যু
West Bengal News Live Updates:Operation Sindoor সন্ত্রাসের বিরুদ্ধে মানবতার লড়াইয়ের প্রতীক: রাষ্ট্রপতি
অপারেশন সিঁদুর সম্পর্কে তার প্রথম বিস্তারিত বক্তব্যে, রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বৃহস্পতিবার পহেলগাঁওয়েজঙ্গি হামলার প্রতিক্রিয়ায় দেশের "দৃঢ় সংকল্প"-এর প্রশংসা করেছেন এবং সন্ত্রাসের বিরুদ্ধে ভারতের অবস্থানকে বিশ্ব কীভাবে লক্ষ্য করেছে তা উল্লেখ করেছেন। দেশের ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে জাতির উদ্দেশ্যে ভাষণে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেন, "আমি বিশ্বাস করি সন্ত্রাসবাদের বিরুদ্ধে মানবতার লড়াইয়ে অপারেশন সিন্দুর ইতিহাসে একটি উদাহরণ হিসেবে খ্যাত থাকবে।" ২২ মিনিটের তার ভাষণে, রাষ্ট্রপতি বিশ্ব অর্থনীতিতে চাপের মধ্যে ভারতের স্থিতিস্থাপকতা এবং দেশের জিডিপি প্রবৃদ্ধিতে কৃষক ও শ্রমিকদের অবদানের উপরও বিস্তারিত আলোচনা করেছেন। তিনি আরও বলেন, "অর্থনৈতিক ক্ষেত্রে, আমাদের অর্জনগুলি আরও লক্ষণীয়... গত অর্থবছরে ৬.৫ শতাংশ জিডিপি প্রবৃদ্ধির হারের সাথে, ভারত বিশ্বের প্রধান অর্থনীতির মধ্যে দ্রুততম বর্ধনশীল"।
West Bengal News Live Updates:মমতাকে তোপ অধীরের
আবারও তৃণমূল ও BJP-কে একযোগে আক্রমণ প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর। স্বাধীনতা দিবসের আগে সাংবাদিক বৈঠকে বর্ষীয়ান এই কংগ্রেস নেতা তুলোধনা করলেন দুই দলকে। সেই সঙ্গে বর্তমানে তাঁর রাজনৈতিক অবস্থানও ফের একবার স্পষ্ট করলেন অধীর চৌধুরী।
বিস্তারিত পড়ুন- Adhir Chowdhury:'ইতিহাস আপনাকে ছেড়ে কথা বলবে না', মমতাকে তোপ অধীরের, বিঁধলেন BJP-কেও
West Bengal News Live Updates:বিধায়ক সাবিত্রী মিত্রের ফোন-অডিও ভাইরাল
বাঁধ ভেঙে জল ঢুকেছে মানিকচক ব্লকের ভূতনিতে। প্লাবিত বহু এলাকা। আর এনিয়ে মোবাইলে ফোন করে এক ব্যক্তি মানিকচকের বিধায়িকা সাবিত্রী মিত্রকে জবাব চাইলে সাবিত্রী মিত্র লাগামহীন হয়ে পড়েন বলে অভিযোগ। ক্ষেপে গিয়ে গালিগালাজ শুরু করে দেন।
বিস্তারিত পড়ুন- embankment breach:বাঁধ ভেঙে প্লাবিত বিস্তীর্ণ প্রান্ত! বিধায়ক সাবিত্রী মিত্রের ফোন-অডিও ভাইরাল, তীব্র নিন্দা BJP-র
West Bengal News Live Updates:স্বাধীনতা দিবসে কলকাতায় মেট্রোর বিশেষ সময়সূচি
শুক্রবার দেশের ৭৯তম স্বাধীনতা দিবস। স্বাধীনতা দিবসে কলকাতা মেট্রো ব্লু, গ্রিন লাইন-১ ও গ্রিন লাইন-২-এ দৈনিক পরিষেবার সংখ্যায় পরিবর্তন আনছে। যাত্রীদের সুবিধার্থে শুক্রবারের মেট্রো পরিষেবার সেই বদল-সূচি বিস্তারিতভাবে জানানো হয়েছে। নিম্নে এই ব্যাপারে বিশদে বর্ণনা করা হল।
বিস্তারিত পড়ুন- Independence Day 2025:স্বাধীনতা দিবসে কলকাতায় মেট্রোর বিশেষ সময়সূচি, ভোগান্তি এড়াতে বিশদে জানুন
West Bengal News Live Updates:অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ
প্রখ্যাত সঙ্গীত শিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ! অভিযোগ দায়ের করেছেন বোলপুরের এক বাসিন্দা। তিনি নিজেও একজন শিল্পী। অভিযোগের নেপথ্যে রয়েছে শুটিং চলাকালীন অরিজিৎ সিংয়ের দেহরক্ষীদের দ্বারা অভিযোগকারীকে শারিরীক হেনস্থা করার ঘটনা। এই ঘটনাকে কেন্দ্র করে বেশ শোরগোল বোলপুর জুড়ে।
বিস্তারিত পড়ুন- Arijit Singh:বিশ্বখ্যাত সংগীতশিল্পী অরিজিৎ সিংয়ের বিরুদ্ধে থানায় অভিযোগ, কারণ জানলে চমকে যাবেন!
West Bengal News Live Updates:অভিজিৎ মুখোপাধ্যায়ের নিয়োগে ক্ষোভ
ফের বীরভূম জেলা কংগ্রেসে ভাঙন শুরু। এবার প্রয়াত প্রাক্তন রাষ্ট্রপতি প্রনব মুখোপাধ্যায়ের ছেলে অভিজিৎ মুখোপাধ্যায়কে বীরভূম জেলা কংগ্রেস সভাপতি করায় দলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে কেউ কেউ সমাজ মাধ্যমে তাদের ক্ষোভের বহিঃপ্রকাশ করে বিতর্কের ঝড় তুলেছেন।
বিস্তারিত পড়ুন- Congress:কংগ্রেসে ভাঙনের সুর, সভাপতি পদে প্রয়াত রাষ্ট্রপতি-পুত্র অভিজিৎ মুখোপাধ্যায়ের নিয়োগে ক্ষোভ
West Bengal News Live Updates:নার্সের রহস্যমৃত্যু
হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। সিঙ্গুরের শিবম সেবা সদন নার্সিং হোমে নিজের ঘর থেকে উদ্ধার নার্সের ঝুলন্ত দেহ। জানা গিয়েছে মাত্র তিন দিন আগে ওই নার্সিং হোমে নার্স হিসাবে কাজে যোগ দেন তিনি। মৃতার বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। এদিকে মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ বাবা মায়ের। পরিবারের দাবি, মেয়ে কোন ভাবেই আত্মহত্যা করতে পারে না। তাকে খুন করা হয়েছে। পুলিশ ইতিমধ্যে অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে ঘটনার তদন্ত শুরু করেছে। ঘটনাকে কেন্দ্র করে তুমুল চাঞ্চল্য গোটা এলাকায়।
West Bengal News Live Updates:SSC মামলায় ফের সক্রিয় ইডি
এসএসসি নিয়োগ দুর্নীতি মামলায় ফের সক্রিয় হল ইডি। নিউটাউন ও পার্ক স্ট্রিটে তল্লাশি চালালেন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার আধিকারিকরা। ইডি সূত্রে খবর, নিউটাউনের আইডিয়াল ভিলা আবাসনে ১৬টি ভিলা কেনা হয়েছিল নিয়োগ দুর্নীতির টাকা দিয়ে। কোটি কোটি টাকার এই সম্পত্তি ক্রয়ের সঙ্গে প্রসন্ন রায়ের যোগ থাকতে পারে বলে প্রাথমিক অনুমান তদন্তকারীদের। পাশাপাশি ওই আবাসন প্রকল্পের প্রোমোটিং সংস্থা আইডিয়াল রিয়েল এস্টেট-এর পার্ক স্ট্রিটের অফিসেও হানা দেন ইডি আধিকারিকরা। নিয়োগ দুর্নীতির অর্থ কোন পথে রিয়েল এস্টেটে বিনিয়োগ হয়েছে, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
West Bengal News Live Updates:অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকাদের বিকাশ ভবন অভিযান
বৃহস্পতিবার দুপুরে বিকাশ ভবন অভিযানে সামিল হয় বঙ্গীয় শিক্ষক ও শিক্ষাকর্মী সমিতি (বি.টি. ই. এ.)। বিকাশ ভবনের সামনে এদিন বিক্ষোভ দেখান অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা। তাঁদের দাবি অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা তাদের নিজেদের ন্যায্য পেনশন পাচ্ছেন না। আজ ৬৫ থেকে ৭০ বছরের অবসরপ্রাপ্ত শিক্ষক-শিক্ষিকারা পথে নেমে একাধিক দাবি নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন।
West Bengal News Live Updates: 'পাড়ায় সমাধান' শিবিরে পাঠান
'পাড়ায় সমাধান' শিবির চলছে রাজ্যজুড়ে। বহরমপুরের ১০ নম্বর ওয়ার্ডে শিবির পরিদর্শনে এলেন বহরমপুর লোকসভা কেন্দ্রের সাংসদ ইউসুফ পাঠান। তাঁর সঙ্গে এদিন থিলেন বহরমপুর পুরসভার চেয়ারম্যান নাড়ুগোপাল মুখার্জি।
West Bengal News Live Updates: পথ দুর্ঘটনায় মৃত ৪
রাঁচি দুর্ঘটনা
ভয়ঙ্কর পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। অটোরিকশা ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। গুরুতর আহত হয়েছেন আরও এক মহিলা। বুধবার রাতের এই ঘটনাটি ঘটেছে রাঁচি–পুরুলিয়া জাতীয় সড়কের চামঘাটির কাছে। দুর্ঘটনা প্রসঙ্গে স্থানীয় থানার ভারপ্রাপ্ত আধিকারিক হিরালাল শাহ জানান, মৃতদের মধ্যে দুজন মহিলা রয়েছেন। আহত অপর এক মহিলাকে গুরুতর আহত অবস্থায় রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্যাল সায়েন্সেস (RIMS)-এ ভর্তি করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গেছে, ট্রাক চালক নিয়ন্ত্রণ হারিয়ে অটোরিকশাটিকে সজোরে ধাক্কা মারে, ফলে ট্রাকটি উল্টে যায়। সংঘর্ষের পর ট্রাকচালক পালিয়ে যায়। দুর্ঘটনায় মৃত্যু হয়েছে অটোরিকশা চালক শেখ গিয়াসউদ্দিন, তাঁর মা আয়েশা খাতুন, স্ত্রী জোরাদ্দিন ও ছেলে শেখ আমানের। মৃতদেহগুলি ময়নাতদন্তে পাঠানো হয়েছে। পুলিশ দুর্ঘটনার তদন্ত শুরু করেছে।
West Bengal News Live Updates: নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় গ্রেফতার আরও এক
নবান্ন অভিযানের সময় পুলিশকর্মীকে মারধরের ঘটনায় আরও এক জনকে গ্রেফতার করল পুলিশ। বুধবার গভীর রাতে ধৃতকে আটক করা হয়। তার নাম মানসচন্দ্র সাহা। বাড়ি উত্তর ২৪ পরগনার নৈহাটিতে।
পুলিশ সূত্রে খবর, গত ৯ অগস্ট নবান্ন অভিযানের সময় এক পুলিশ কনস্টেবলকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের ঘটনায় সরাসরি মানসচন্দ্রের যোগসূত্র মিলেছে। তদন্তে সেই প্রমাণ হাতে পেয়েছে পুলিশ।
এই নিয়ে নবান্ন অভিযানে পুলিশকর্মীকে হেনস্থা ও মারধরের ঘটনায় গ্রেফতারির সংখ্যা দাঁড়াল দু’জন।
West Bengal News Live Updates: যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার মাস্টারমাইন্ড
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রীর গাড়িতে হামলা কাণ্ডে গ্রেফতার হিন্দোল মজুমদার
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর গাড়িতে হামলার ঘটনায় গ্রেফতার হলেন বিশ্ববিদ্যালয়ের প্রাক্তনী হিন্দোল মজুমদার। পুলিশ সূত্রে জানা গিয়েছে, তাঁকে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করেছে পুলিশ। বর্তমানে হিন্দোল দিল্লি পুলিশের হেফাজতে রয়েছেন। শীঘ্রই তাঁকে কলকাতায় নিয়ে আসা হবে বলে জানা গিয়েছে। তাঁর বিরুদ্ধে জারি করা হয় লুক আউট নোটিস। জানা গিয়েছে তিনি স্পেনে রিসার্চ করছেন।