/indian-express-bangla/media/media_files/2024/11/05/iUNCEP9FpfIz5Craq0R6.jpg)
প্রতীকী ছবি
বেঙ্গালুরুতে গণধর্ষণের শিকার বাংলার তরুণী। এই ঘটনাকে কেন্দ্র করে গাঙ্গোনডানাহাল্লি এলাকায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে। জানা গিয়েছে, মঙ্গলবার গভীর রাতে ২৭ বছর বয়সী এক তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। অভিযুক্তরা ওই তরুণীকে কেবল গণধর্ষণই নয়, তরুণীর কাছ থেকে নগদ ২৫,০০০ টাকা এবং দুটি মোবাইল ফোনও ছিনিয়ে নিয়েছে। এই ঘটনা সামনে আসতেই রীতিমত হুলস্থূল পড়ে যায়।পুলিশ ঘটনার গুরুত্ব বিবেচনা করে তিনজনকে গ্রেপ্তার করেছে। বাকি দুজনের খোঁজ এখনও চলছে।
আরও পড়ুন-নীতীশের বিপরীতে কে হলেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ? বিরাট ঘোষণায় বড় বাজি মহাজোটের
পুলিশ সূত্রে খবর, মঙ্গলবার রাত ৯টার কিছু পরেই গাঙ্গোনডানাহাল্লিতে এই ঘটনা ঘটে। মহিলা পুলিশে অভিযোগ জানানোর সঙ্গে সঙ্গেই ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান। তদন্ত শুরু করেন। বেঙ্গালুরু গ্রামীণ পুলিশ সুপার সি.কে. বাবা জানিয়েছেন যে একজন ডিএসপি-স্তরের কর্মকর্তাকে তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। মহিলা এবং পরিবারের অন্যান্য সদস্যদের জিজ্ঞাসাবাদ করে জানা গেছে যে পাঁচজন দুষ্কৃতী জোর করে বাড়িতে প্রবেশ করেছিল। তারা ওই তরুণীকে হুমকি দিয়ে গণধর্ষণ করে। সেই সঙ্গে লুটপাটও চালায়। এই ঘটনায় তিনজন অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়েছে, দুজনের খোঁজ চলছে।
আরও পড়ুন- পুজো-পার্বণে সৃজনশীল মুখ্যমন্ত্রী, এবার ভাইফোঁটায় নতুন গানের উপহার
স্থানীয় পুলিশ জানিয়েছেন, ওই তরুণী এলাকার একটি বিউটি পার্লারে কাজ করতেন। ওই এলাকাতে দীর্ঘদিন বাড়ি ভাড়া নিয়ে ছিলেন। অভিযোগ অনুযায়ী, অভিযুক্তরাও একই এলাকার বাসিন্দা। পুলিশ এই ঘটনায় ভারতীয় ন্যায় সংহিতা (BNS) ধারা ৭০(১), ১২৭(২), ১১৮(১), ৩১১, ৩২৪(৩) এবং ১৯০ অনুযায়ী গণধর্ষণ ও ডাকাতির মামলা রুজু করেছে।
আরও পড়ুন- কলকাতা থেকে ওড়া বিমানে বড়সড় বিপত্তি, বিরাট দুর্ঘটনা থেকে কোনও মতে রক্ষা, তদন্তের নির্দেশ
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us