নীতীশের বিপরীতে কে হলেন ইন্ডিয়া জোটের মুখ্যমন্ত্রীর মুখ? বিরাট ঘোষণায় বড় বাজি মহাজোটের

অশোক গেহলট আরও ইঙ্গিত দিয়েছেন, যদি বিহারে জোট সরকার ক্ষমতায় আসে তাহলে বিহার পেতে পারে একাধিক উপ-মুখ্যমন্ত্রী। এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে।

অশোক গেহলট আরও ইঙ্গিত দিয়েছেন, যদি বিহারে জোট সরকার ক্ষমতায় আসে তাহলে বিহার পেতে পারে একাধিক উপ-মুখ্যমন্ত্রী। এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
"BIHAR NEWS, Bihar Assembly Election 2025, Bihar Election 2025, Bihar Vidhan Sabha Chunav, INDIA Alliance, Mukesh Sahni, VIP, INDIA,

নীতীশের বিপরীতে কে হলেন মহাজোটের মুখ্যমন্ত্রীর মুখ?

বিহার বিধানসভা নির্বাচনের জন্য বিরোধী মহাজোট তাদের মুখ্যমন্ত্রী এবং উপ-মুখ্যমন্ত্রী প্রার্থীদের চূড়ান্তভাবে ঘোষণা করেছে। সিনিয়র কংগ্রেস নেতা ও বিহার নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত অশোক গেহলট এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, তেজস্বী যাদব সর্বভারতীয় জোটের মুখ্যমন্ত্রী পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন এবং বিকাশশীল ইনসান পার্টি (ভিআইপি) প্রধান মুকেশ সাহনি হবেন উপ-মুখ্যমন্ত্রীর মুখ। 

Advertisment

আরও পড়ুন- SSKM হাসপাতালে নাবালিকা রোগীর শ্লীলতাহানি, অভিযোগ মিলতেই দ্রুত পদক্ষেপ, গ্রেফতার অভিযুক্ত

অশোক গেহলট আরও ইঙ্গিত দিয়েছেন, যদি বিহারে জোট সরকার ক্ষমতায় আসে  তাহলে বিহার পেতে পারে একাধিক উপ-মুখ্যমন্ত্রী। এই মন্তব্য ইতিমধ্যেই রাজনৈতিক মহলে জল্পনা সৃষ্টি করেছে।

Advertisment

আরও পড়ুন- কলকাতা থেকে ওড়া বিমানে বড়সড় বিপত্তি, বিরাট দুর্ঘটনা থেকে কোনও মতে রক্ষা, তদন্তের নির্দেশ

এক সংবাদ সম্মেলনে মুকেশ সাহনি এনডিএকে তীব্র নিশানা করেছেন। তিনি বলেন, "বিজেপি আমাদের দলে ভাঙন ধরিয়েছে। আমাদের বিধায়কদের কিনে নেওয়া হয়েছে। সেই সময় থেকেই আমরা সংকল্প করেছিলাম যে বিজেপিকে পরাস্ত করা না পর্যন্ত আমরা লড়াই চালিয়ে যাব। এখন সেই সময় এসেছে। আমরা বিহারে আমাদের সরকার গঠন করব। মহাজোট এবার অত্যন্ত শক্তিশালী, এবং সমস্ত দল পূর্ণ শক্তি নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবে।"

আরও পড়ুন-পুজো-পার্বণে সৃজনশীল মুখ্যমন্ত্রী, এবার ভাইফোঁটায় নতুন গানের উপহার

প্রসঙ্গত, আসন ভাগাভাগির সময় ভিআইপি প্রধান মুকেশ সাহনি তার দলের প্রাপ্ত আসনের সংখ্যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছিলেন। এমনকি তখন রাজনৈতিক শিবিরের আশঙ্কা ছিল তিনি মহাজোট থেকে বেরিয়েও যেতে পারেন।তবে পরে আরজেডির সঙ্গে বৈঠকে মিলেছেন সমাধানসূত্র।

Bihar Elections