/indian-express-bangla/media/media_files/2025/10/23/indigo-flight-emergency-landing-fuel-leak-kolkata-to-srinagar-varanasi-2025-10-23-10-54-08.jpg)
কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর বিমানে বিরাট বিপত্তি
কলকাতা থেকে শ্রীনগরগামী ইন্ডিগোর বিমানে বিরাট বিপত্তি। মাঝ আকাশে জ্বালানি লিকেজ। তড়িঘড়ি বিমানটিকে বারাণসীতে জরুরি অবতরণ করানো হয়। এই ঘটনায় রীতিমত তোলপাড় পড়ে গিয়েছে। বিমানবন্দর সূত্রে জানা গিয়েছে বিমানে থাকা ১৬৬ জন যাত্রী এবং ক্রু মেম্বার আপাতত নিরাপদ রয়েছেন। ঠিক কী কারণে এই ফুয়েল লিকেজের ঘটনা ঘটল তা জানতে ইতিমধ্যে উচ্চ পর্যায়ের তদন্তের নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
আরও পড়ুন- ভাইফোঁটায় বিশেষ মেট্রো পরিষেবা, জানুন সময়সূচি
মাঝ আকাশে বিরাট বিমান দুর্ঘটনা থেকে কোনও মতে রেহাই। কলকাতা থেকে শ্রীনগরগামী একটি ইন্ডিগো বিমান জ্বালানি লিকেজ সমস্যা দেখা দেওয়ায় বিমানটিকে উত্তর প্রদেশের বারাণসীর লাল বাহাদুর শাস্ত্রী আন্তর্জাতিক বিমানবন্দরে জরুরি অবতরণ করানো হয়। ঘটনার জেরে আতঙ্কিত হয়ে পড়েন বিমানে থাকা ১৬৬ জন যাত্রী। জরুরি অবতরণের পর যাত্রীদের নিরাপদে বিমানবন্দরে নামিয়ে আনা হয়েছে। বিমানবন্দর কর্মকর্তারা ঘটনাটি তদন্ত করছেন, অন্যদিকে পুলিশ জানিয়েছে যে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন- সোনায় সোহাগা! ভাইফোঁটায় আরও সস্তা হলুদ ধাতুর দর, কলকাতাতেই দামে রেকর্ড পতন
Breaking News 🚨: An IndiGo flight from Kolkata to Srinagar made an emergency landing at Varanasi's Lal Bahadur Shastri Airport after a fuel leak.
— Dr. Kiran J Patel (@kiranpatel1977) October 22, 2025
All 166 passengers and crew were safely evacuated.#Indigo#Srinagar#Fuelleak#Emergency@IndiGo6Epic.twitter.com/E7JKJavMBQ
ইন্ডিগোর তরফে এক বিবৃতিতে বলা হয়েছে, "কলকাতা থেকে শ্রীনগরগামী ফ্লাইট 6E 6961-বিমানটিতে কারিগরি ত্রুটি দেখা দেওয়ার কারণে সেটিকে বারাণসী বিমানবন্দরে জরুরি অবতরণ করতে হয়েছে। যাত্রীদের গন্তব্যে পৌঁছাতে একটি বিকল্প বিমানের ব্যবস্থা করা হয়েছে।" এদিকে বারে বারে বিমানের কারিগরি ত্রুটি রক্ষণাবেক্ষণ ব্যাবস্থা নিয়ে প্রশ্ন তুলেছে। এই ঘটনায় তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে।
আরও পড়ুন- ভাইফোঁটায় বোনকে দিন সেরা চমক, রইলো চোখধাঁধানো উপহারের তালিকা
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us