/indian-express-bangla/media/media_files/2025/08/04/gujarat-police-torture-2025-08-04-14-28-23.jpg)
মোদী রাজ্যে বাঙালি হেনস্থার বিস্ফোরক অভিযোগে উত্তাল রাজ্য
Bengal Migrants Assaulted Gujrat: ফের ভিনরাজ্যে বাঙালি হেনস্থার ভয়ঙ্কর অভিযোগে উত্তাল রাজ্য। এবার মোদী রাজ্যে কাজে গিয়ে চরম হেনস্থার মুখে বাংলার ১২ জন পরিযায়ী শ্রমিক। তা নিয়ে বিজেপিকে তুমুল নিশানা শাসক দলের। তৃণমূলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে গোটা ঘটনার কড়া নিন্দা জানানো হয়েছে।
আরও পড়ুন- রাজ্যের DA মামলা নিয়ে বড় খবর! শুনানি পিছলেও কী জানাল সুপ্রিম কোর্ট?
গুজরাটে জীবিকার সন্ধানে গিয়ে নির্মম পুলিশি নির্যাতনের শিকার হলেন পশ্চিম মেদিনীপুরের পিংলা ও সবংয়ের ১২ জন পরিযায়ী শ্রমিক। অভিযোগ, গত ২৬ জুলাই গভীর রাতে সাদা পোশাকে গুজরাট পুলিশের একটি দল কোনও নোটিশ ছাড়াই তাদের ঠিকানায় হানা দেয়। ঘুমন্ত অবস্থায় তাঁদের চুলের মুঠি ও জামার কলার ধরে গাড়িতে তুলে থানায় নিয়ে যাওয়া হয়। এরপর শুরু হয় নির্মম শারীরিক নিগ্রহ।
শ্রমিকদের অভিযোগ, থানার ভিতরে বুটের আঘাত, লাথি ও লাঠি দিয়ে মারধর করা হয়। থাপ্পড় মারা হয়। পাশাপাশি 'বাংলাদেশি' বলে জোর করে স্বীকারোক্তি আদায়েরও চেষ্টা করা হয়। বারবার অনুরোধের পরও পুলিশ তাঁদের পরিচয়পত্র আনতে দেয়নি বলে অভিযোগ। শেষ পর্যন্ত একজন মোবাইলে পরিবারের সঙ্গে যোগাযোগ করে গোটা ঘটনা জানান। জেলা প্রশাসনের তরফে গুজরাট পুলিশের সঙ্গে যোগাযোগ করে তাঁদের মুক্তি নিশ্চিত করা হয়।
বুদ্ধদেব বারিক, সন্দীপ মাঝি, গনেশ মাঝিরা ঘটনা প্রসঙ্গে জানিয়েছেন, “আমরা কিছু বুঝে উঠার আগেই পুলিশ আমাদের টেনে হিঁচড়ে থানায় নিয়ে গিয়ে মারধর করে, বলছে আমরা বাংলাদেশি। অথচ আমরা মেদিনীপুরেরই মানুষ।” ঘটনার পরে পশ্চিম মেদিনীপুর জেলা প্রশাসনের তৎপরতায় তাঁদের উদ্ধার করা হয়। জেলা পুলিশ সুপার ধৃতিমান সরকার জানান, “পরিচয়পত্র পাঠানোর পর তাঁদের ছেড়ে দেওয়া হয়েছে।” জেলা শাসক খুরশিদ আলি কাদেরি জানিয়েছেন, তাঁদের কর্মশ্রী প্রকল্পে অন্তর্ভুক্ত করে স্থানীয় পর্যায়ে কাজের ব্যবস্থা করা হচ্ছে।
আরও পড়ুন- 'ঝাড়খণ্ডের আত্মার রূপকার', শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-অভিষেকের
তবে এই ঘটনার রাজনৈতিক প্রতিক্রিয়াও শুরু হয়েছে। তৃণমূলের অভিযোগ, বিজেপি-শাসিত গুজরাটে কেবলমাত্র বাঙালি হওয়ার অপরাধে যুবকদের এই নির্যাতনের শিকার হতে হয়েছে। দলের তরফে এক্স হ্যান্ডেলে এক পোস্টে উল্লেখ করা হয়েছে, “ভাষাগত ও জাতিগত বিদ্বেষকে হাতিয়ার করে বিজেপি দেশের ভিতরে বিভাজনের পরিবেশ তৈরি করেছে।”
এদিকে ঘটনার পর শ্রমিক পরিবারগুলি রীতিমত আতঙ্কে রয়েছেন। বুদ্ধদেবের মা মিনু বারিক বলেন, “আর ছেলেকে ভিনরাজ্যে পাঠাব না। নুন-ভাত খেয়ে থাকব, কিন্তু তবুও ছেলের বাইরে আর কাজে পাঠাবো না"। শ্রমিকদের একজন বলেন, ২০,০০০ টাকা মাইনা দিলেও রাজ্য ছেড়ে আর বাইরে যাব না।” এই ঘটনার পর তৃণমূল কংগ্রেসের তরফে এক্স হ্যাণ্ডেলে এক পোস্টে লেখা হয়েছে, বিজেপি এমন এক বিদ্বেষপূর্ণ পরিবেশ তৈরি করেছে যেখানে বাংলার বাইরে কেবলমাত্র বাঙালি হওয়াটাই অপরাধ। যে সাম্প্রদায়িকতার আগুন তারা জ্বালিয়েছে, শেষমেশ সেটাই ওদের গ্রাস করবে।
আরও পড়ুন-সুপ্রিম ভর্ৎসনার মুখে কংগ্রেস নেতা রাহুল গান্ধী, কোন ঘটনার প্রেক্ষিপ্তে বিরোধী দলনেতাকে তিরস্কার?
পিংলার বাঙালি শ্রমিকদের উপর গুজরাট পুলিশের অমানবিক নির্যাতনের খবর অত্যন্ত মর্মান্তিক ও ক্ষোভ বৃদ্ধি করে। ⚠️ সাধারণ...
Posted by All India Trinamool Congress on Monday, August 4, 2025