Shibu Soren Death : 'ঝাড়খণ্ডের আত্মার রূপকার', শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Ex CM Jharkhand Shibu Soren Death News In Bengali News: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

Ex CM Jharkhand Shibu Soren Death News In Bengali News: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেন। দীর্ঘদিন ধরেই তিনি অসুস্থ ছিলেন। দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

author-image
IE Bangla Web Desk
New Update
Shibu Soren, Jharkhand Mukti Morcha, Hemant Soren, Former Jharkhand CM, Gangaram Hospital, Political Death, Santali Movement, JMM Founder, Lok Sabha Election, Ramdas Soren

'ঝাড়খণ্ডের আত্মার রূপকার', শিবু সোরেনের প্রয়াণে শোকপ্রকাশ মমতা-অভিষেকের

Ex. CM Jharkhand Shibu Soren Death News, JMM, Hemant Soren: প্রয়াত ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং ঝাড়খণ্ড মুক্তি মোর্চার (JMM) প্রতিষ্ঠাতা শিবু সোরেন।   দীর্ঘদিন ধরেই অসুস্থ ছিলেন তিনি এবং দিল্লির গঙ্গারাম হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। সোমবার সকালে সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৯ বছর।

Advertisment

আরও পড়ুন- ভারতের বিরুদ্ধে তোলপাড় ফেলা অভিযোগ, বিশ্বরাজনীতি কাঁপিয়ে বিরাট হুঙ্কার আমেরিকার

তাঁর মৃত্যুতে রাজনৈতিক মহলে নেমে এসেছে  শোকের ছায়া। পিছিয়ে পড়া শ্রেণির অন্যতম মুখ হিসেবে পরিচিত ছিলেন তিনি। বহু দশক ধরে আদিবাসী ও গ্রামীণ জনগোষ্ঠীর স্বার্থরক্ষার আন্দোলনের অন্যতম মুখ ছিলেন শিবু সোরেন।রাজ্যের মুখ্যমন্ত্রী ও তাঁর পুত্র হেমন্ত সোরেন  সোশ্যাল মিডিয়ায় বাবার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

Advertisment

শিবু সোরেনের রাজনৈতিক জীবন শুরু হয় খুব অল্প বয়সেই। শিবু সোরেন মাত্র ১৮ বছর বয়সে সাঁওতাল নব যুবক সংঘ গঠন করেন। ১৯৭২ সালে, শিবু সোরেন, বাঙালি মার্কসবাদী ট্রেড ইউনিয়ন নেতা এ কে রায় এবং কুর্মি-মাহাতো নেতা বিনোদ বিহারী মাহাতোর সঙ্গে মিলে  গঠন করেন জেএমএম এবং দলের সাধারণ সম্পাদক নির্বাচিত হন।

১৯৭৭ সালে প্রথম লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেন এবং ১৯৮০ সালে দুমকা আসন থেকে লোকসভায় প্রথমবার জয়লাভ করেন। পরে ১৯৮৯, ১৯৯১ ও ১৯৯৬ সালেও লোকসভায় নির্বাচিত হন। ২০০২ সালে তিনি রাজ্যসভায় নির্বাচিত হন, কিন্তু একই বছর দুমকা আসনে লোকসভা উপনির্বাচনে জয়ী হয়ে রাজ্যসভার পদ ছেড়ে দেন।

আরও পড়ুন- মালেগাঁও বিস্ফোরণ মামলায় মোদী-যোগীর নাম নেওয়ার জন্য চাপ, নির্যাতন!'বোমা' ফাটালেন সাধ্বী প্রজ্ঞা ঠাকুর

২০০৪ সালে তিনি মনমোহন সিং সরকারের কেন্দ্রীয় কয়লা মন্ত্রী হন। কিন্তু বহু পুরনো চিরুডিহ হত্যা মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হওয়ায় তাকে পদত্যাগ করতে হয়। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর, ঝাড়খণ্ডের শিক্ষামন্ত্রী রামদাস সোরেনও ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে দিল্লির অ্যাপোলো হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর অবস্থাও সংকটজনক বলে জানা গেছে।

এদিকে ঝাড়খন্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী শিবু সোরেনের মৃত্যুতে গভীর শোকপ্রকাশ তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দোপাধ্যায়। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন,“আদিবাসীদের কণ্ঠস্বর ও ঝাড়খণ্ডের আত্মার রূপকার ছিলেন তিনি। তাঁর রাজনৈতিক  যাত্রাপথ ছিল এক সাহস, ত্যাগ এবং জনগণের প্রতি অটল বিশ্বাসের প্রতীক। একেবারে তৃণমূল স্তর থেকে উঠে এসে তিনি জাতীয় রাজনীতিতে গুরুত্বপূর্ণ স্থান দখল করেছিলেন। তাঁর চলে যাওয়া ভারতী রাজনীতির এক অপূরণীয় ক্ষতি। তিনি ছিলেন এক মহান ব্যক্তিত্ব, যাঁর কণ্ঠস্বর আদিবাসী সমাজকে যুগের পর যুগ শক্তি জুগিয়েছে"।

পাশাপাশি শোকপ্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। তিনিও এক্স হ্যান্ডেলে এক পোস্টে প্রবীণ রাজনীতিকের মৃত্যুতে শোকবার্তায় লিখেছেন, "ঝাড়খণ্ডের ইতিহাসের একটি অধ্যায় আজ শেষ হল। ঝাড়খণ্ডের প্রাক্তন মুখ্যমন্ত্রী, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী এবং আদিবাসী সমাজের দিশম গুরু শিবু সোরেনজির প্রয়াণে আমি গভীরভাবে মর্মাহত। তিনি ছিলেন আমার আদিবাসী ভাই-বোনদের জন্য এক পথপ্রদর্শক, এক মহান নেতা।"  

  

আরও পড়ুন- বাংলাকে ‘বাংলাদেশি ভাষা’ বলে উল্লেখ! দিল্লি পুলিশের বিরুদ্ধে 'বিস্ফোরক' তৃণমূল

Shibu Soren Death