বাংলায় অবশেষে শুরু SIR-এর প্রস্তুতি, দিনক্ষণ চূড়ান্ত করল কমিশন

সামনেই বিধানসভা ভোট। তার এগেই বাংলায় SIR-এর প্রস্তুতি চূড়ান্ত করতে তৎপর নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতায় আসছেন কমিশনের বিশেষ প্রতিনিধিদল।

সামনেই বিধানসভা ভোট। তার এগেই বাংলায় SIR-এর প্রস্তুতি চূড়ান্ত করতে তৎপর নির্বাচন কমিশন। মঙ্গলবার কলকাতায় আসছেন কমিশনের বিশেষ প্রতিনিধিদল।

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal news,  Kolkata news live  ,28 October 2025 news updates  ,Cyclone Montha update  ,West Bengal weather alert  ,Alipore weather office  ,Kolkata rain forecast,  SIR process West Bengal  ,Voter list revision West Bengal,  Supreme Court 100 days work order  ,Abhishek Banerjee statement  ,Mamata Banerjee government news  ,Andhra Pradesh cyclone impact  ,North Bengal rainfall,  Election Commission West Bengal , Political developments in Bengal,  Heavy rain warning Bengal  ,Fishermen alert Bay of Bengal,পশ্চিমবঙ্গ খবর,  কলকাতা নিউজ লাইভ  ,২৮ অক্টোবর ২০২৫ আপডেট  ,ঘূর্ণিঝড় মন্থা আপডেট,  পশ্চিমবঙ্গের আবহাওয়া,  আলিপুর আবহাওয়া দপ্তর  ,কলকাতায় বৃষ্টির পূর্বাভাস  ,এসআইআর প্রক্রিয়া শুরু,  ভোটার তালিকা সংশোধন  ,সুপ্রিম কোর্ট ১০০ দিনের কাজ রায়,  অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য,  মমতা বন্দ্যোপাধ্যায় সরকার  ,অন্ধ্রপ্রদেশ উপকূলে ল্যান্ডফল,  দক্ষিণবঙ্গের বৃষ্টি,  উত্তরবঙ্গ আবহাওয়া আপডেট  ,নির্বাচন কমিশনের ঘোষণা  ,রাজনৈতিক আপডেট পশ্চিমবঙ

দুর্গাপূজো মিটতেই বাংলায় শুরু SIR-এর প্রস্তুতি।

বাংলায় অবশেষে শুরু SIR-এর প্রস্তুতি , ৮ অক্টোবর কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করবেন উপ-নির্বাচন কমিশনার। সামনেই বিধানসভা ভোট। তার এগেই বাংলায় SIR-এর প্রস্তুতি চূড়ান্ত করতে তৎপর নির্বাচন কমিশন। 

Advertisment

দুর্গাপূজো মিটতেই বাংলায় শুরু SIR-এর প্রস্তুতি। সামগ্রিক পরিস্থিতি পর্যালোচনা করতে উপ-নির্বাচন কমিশনার জ্ঞানেশ ভারতী এবং সীমা খান্না কলকাতায় আসছেন আগামী সপ্তাহেই। ৮ অক্টোবর নির্বাচনী আধিকারিকদের সঙ্গে একটি ভিডিও কনফারেন্স করবেন তারা। কমিশন  বুথ-স্তরের কর্মকর্তাদের নিয়োগে নিয়ম লঙ্ঘনের বিষয়ে জেলা শাসকদের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়ে পাঠিয়েছে। 

আরও পড়ুন-৬ মাসের শিশু যে শহরে সুরক্ষিত নয়, সেই কলকাতা কী করে সবচেয়ে সুরক্ষিত? প্রশ্ন RG KAR কাণ্ডের নির্যাতিতা তরুণীর পরিবারের

Advertisment

মঙ্গলবার কলকাতায় আসছেন কমিশনের বিশেষ প্রতিনিধিদল। বাংলার দায়িত্বে থাকা উপ-নির্বাচন কমিশনার (DEO) জ্ঞানেশ ভারতী সহ কয়েকজন শীর্ষ কর্মকর্তা আগামী মঙ্গলবারই কলকাতায় আসবেন। কমিশন সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর ভিডিও কনফারেন্সিংয়ের মাধ্যমে নির্বাচন কর্মকর্তাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করবেন। সমস্ত জেলা নির্বাচন কর্মকর্তা এবং ERO-দের  সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে।

বুথ লেভেল অফিসার (বিএলও) নিয়োগে নিয়ম লঙ্ঘনের বিষয়ে জেলা শাসকদের কাছ থেকে প্রতিবেদন চেয়েছে নির্বাচন কমিশন। অভিযোগ, স্থায়ী সরকারি কর্মচারীর পরিবর্তে তৃণমূল নেতাদের মূলত এই পদগুলিতে নিয়োগ করা হয়েছে। কমিশন সমস্ত জেলা শাসকদের প্রতিটি বুথে বিএলওদের নিয়োগ প্রক্রিয়া যাচাই করার নির্দেশ দিয়েছে। প্রায় ৪,৫০০ বিএলও নিয়োগ নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠেছে। বিজেপির তরফে আরও অভিযোগ করা হয়েছে বিএলও নিয়োগে কমিশনের নিয়ম মানা হয়নি।

আরও পড়ুন- লাগাতার বৃষ্টিতে দার্জিলিংয়ে হুড়মুড়িয়ে ভেঙে পড়ল সেতু, মৃত্যু,বিচ্ছিন্ন যোগাযোগ ব্যবস্থা

কমিশনের এক শীর্ষ কর্মকর্তা জানিয়েছেন, কমিশনের সিনিয়র কর্মকর্তারা অক্টোবরের প্রথম সপ্তাহে বিহারে সফর করবেন এবং প্রত্যাশা করা হচ্ছে, দ্বিতীয় সপ্তাহে বিহারের নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে। এরপরই বাংলায় SIR-এর সময়সূচি ঘোষণা করা হবে।

election commission