West Bengal News Updates: বিহার ভোট নিয়ে বড় ঘোষণা, কী জানালেন মুখ্য নির্বাচন কমিশনার

West Bengal News Updates 05 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

West Bengal News Updates 05 October 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং খেলার জগতের সব বড় খবর সবার আগে জানুন। এক ক্লিকেই পেয়ে যান সব আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Bihar draft voter list 2025, ECI SIR exercise Bihar, Claims and objections voter roll, Bihar Assembly polls 2025, voter name deletion Bihar, electoral roll update, Bihar CEO, final voter roll Bihar election

News in Bengal : গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।

West Bengal New Updates: আগামী বিহার বিধানসভা নির্বাচনের প্রস্তুতি খতিয়ে দেখল ভারতের নির্বাচন কমিশন (ECI)। রবিবার নির্বাচন কমিশনের তরফে রাজ্যের ভোট প্রস্তুতি পর্যালোচনা করা হয়। উল্লেখ্য, বিহার বিধানসভার মেয়াদ শেষ হচ্ছে আগামী ২২ নভেম্বরের মধ্যেই, তার আগেই হবে ভোটগ্রহণ। জানিয়ে দিল কমিশন।

Advertisment

সংবাদ সম্মেলনে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার জানান, “বিহার বিধানসভা নির্বাচনে প্রতি বুথে সর্বাধিক ১,২০০ জন ভোটারকে ভোট দেওয়ার অনুমতি দেওয়া হবে।”

মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার রবিবার পাটনায় জানিয়েছেন, বিহার বিধানসভা নির্বাচনের ঘোষণা ও ভোটের পর্যায় (ফেজ) সংক্রান্ত সিদ্ধান্ত খুব শীঘ্রই নেওয়া হবে।

Advertisment

রেড রোডে শুরু পুজো কার্নিভাল ২০২৫। অংশ নিয়েছে ১১৬টি বারোয়ারি। সুসজ্জিত ট্রেলারে নিয়ে আসা হচ্ছে একের পর এক প্রতিমা। বৃষ্টি মাথায় কার্নিভাল দেখতে উপচে পড়া ভিড়। রেড রোডের দুপাশে অতিথি ও দর্শকদের বসার জায়গা করা হয়েছে। নাচে-গানে উৎসবে মাতোয়ারা শহর কলকাতা। জায়ান্ট এলইডি স্ক্রিনে চলছে সরাসরি সম্প্রচার। 

বিপর্যস্ত উত্তরবঙ্গ। দুর্যোগে বিপর্যস্তদের পাশে থাকার বার্তা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। তিনি এক্স হ্যান্ডেলে এক পোস্টে লিখেছেন, "অবিরাম বৃষ্টিপাত ও ভূমিধসের জেরে দার্জিলিং, কালিম্পং ও জলপাইগুড়ির কিছু অংশে ব্যাপক ধ্বংসযজ্ঞের খবরে আমি গভীরভাবে মর্মাহত। এই প্রাকৃতিক বিপর্যয়ে একাধিক মানুষের মৃত্যু অত্যন্ত দুঃখজনক। বিশেষ করে মিরিক, জোরবাংলো সুখিয়াপোখরি এবং ফালাকাটা এলাকাগুলি এই দুর্যোগে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা জানাই। রাজ্য বিপর্যয় মোকাবিলা দফতর, দার্জিলিং জেলা প্রশাসন এবং স্থানীয় স্বেচ্ছাসেবকরা একযোগে ত্রাণ ও উদ্ধারকার্য চালাচ্ছেন। তারা নিরলসভাবে দুর্গত এলাকায় কাজ করে চলেছেন।এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত সকলকে জানাতে চাই — আপনারা একা নন। আমি সকল @AITCofficial স্বেচ্ছাসেবীদের আহ্বান জানাচ্ছি, তারা যেন সহমর্মিতা ও দায়িত্ববোধ নিয়ে দুর্গতদের পাশে দাঁড়ান, সাহায্য ও সহযোগিতা করেন। আমাদের ঐক্যবদ্ধ প্রচেষ্টা ও মা দুর্গার আশীর্বাদে আমরা একসঙ্গে এই সংকট কাটিয়ে উঠব — এই আমার দৃঢ় বিশ্বাস" ।

দেশের সবচেয়ে নিরাপদ শহরের খেতাব ফের পেল কলকাতা। ২০২৩ সালের ন্যাশনাল ক্রাইম রেকর্ডস ব্যুরো (এনসিআরবি)–র রিপোর্টে জানানো হয়েছে, প্রতি এক লক্ষ মানুষের হিসাবে কলকাতায় অপরাধের হার সবচেয়ে কম। শহরে অপরাধের হার প্রতি এক লক্ষে ৮৩.৯, যা দেশের ২০ লক্ষের বেশি জনসংখ্যার ১৯টি বড় শহরের মধ্যে সর্বনিম্ন। পুলিশের দাবি, উন্নত প্রযুক্তির ব্যবহার, নজরদারি বাড়ানো এবং কার্যকরী পুলিশি পদক্ষেপই এই সাফল্যের মূল চাবিকাঠি। অন্যদিকে সর্বাধিক অপরাধের শহর হিসাবে উঠে এসেছে  কোচি। সেখানে প্রতি এক লক্ষে অপরাধের হার ৩১৯২.৪। তালিকায় এরপর রয়েছে দিল্লি ও সুরাট। অন্যদিকে, নিরাপদ শহরের তালিকায় কলকাতার পাশাপাশি রয়েছে হায়দরাবাদ, পুনে ও মুম্বই।

আরও পড়ুন- গভীর রাতে তীব্র কম্পন, শক্তিশালী ভূমিকম্পে চূড়ান্ত আতঙ্ক, ঘরছাড়া মানুষজন

এনসিআরবি-র রিপোর্টে কলকাতা ফের দেশের ‘সবচেয়ে সুরক্ষিত শহর’ হিসাবে স্বীকৃতি পেয়েছে। তবে এই তথ্য নিয়ে উঠছে প্রশ্ন। আরজি কর ধর্ষণ ও খুন কাণ্ডে নিহত তরুণীর বাবা সরাসরি রিপোর্টের উপর আস্থা রাখতে নারাজ। তাঁর কথায়, “যাঁরা এই রিপোর্ট তৈরি করেছেন, তাঁরা বাস্তবে মাটিতে নেমে পরিস্থিতি দেখেননি। শুধুমাত্র কাগজপত্র আর যে তথ্য তাঁদের দেওয়া হয়েছে, সেটার ভিত্তিতেই রিপোর্ট বানানো হয়েছে।” তিনি আরও অভিযোগ করেন, “কলকাতায় যে সব ঘটনা ঘটে, তার প্রায় ৯০ শতাংশ ক্ষেত্রেই এফআইআর পর্যন্ত দায়ের হয় না। সেই সমস্ত অপরাধ পুলিশের খাতায় ওঠেই না। তাই রিপোর্টে শহরকে নিরাপদ বলা হলেও আসল ছবি একেবারেই আলাদা।”

আরও পড়ুন- রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল, যান চলাচলে নিয়ন্ত্রণ, বন্ধ থাকবে এই রাস্তাগুলি

অন্যদিকে, শনিবার অল ইন্ডিয়া তৃণমূল কংগ্রেস (AITC) জানিয়েছে, কলকাতা পরপর চতুর্থবার ভারতের ‘সবচেয়ে নিরাপদ শহর’-এর খেতাব অর্জন করেছে। দলের তরফে এক্স (X)-হ্যান্ডেলে এক পোস্টে জানানো হয়েছে “পরপর চার বছর ধরে কলকাতা ভারতের সবচেয়ে নিরাপদ শহর। সহানুভূতি, যত্ন ও মানবিকতার শহর — মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে গড়ে ওঠা এই কলকাতা প্রমাণ করছে, নিরাপত্তাই সেবার মূল চেতনা।” কলকাতা পুলিশ কমিশনার মনোজ কুমার বর্মা এই স্বীকৃতি নিয়ে সন্তোষ প্রকাশ করে বলেন, “অত্যন্ত ইতিবাচক খবর। কলকাতা পুলিশ ও পশ্চিমবঙ্গ পুলিশ সর্বদা চেষ্টা করে শহর ও রাজ্যকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখতে।” তিনি স্বীকার করেন, মাঝে মধ্যে ত্রুটি থাকতে পারে, তবে নাগরিকদের সহযোগিতা ও আধুনিক প্রযুক্তির ব্যবহারেই এই সাফল্য এসেছে। কমিশনার আরও জানান, এই অর্জনের কৃতিত্ব শুধুমাত্র উচ্চপদস্থ নয়, বরং মাঠপর্যায়ের পুলিশ কর্মীদেরও প্রাপ্য, যারা প্রতিদিন নজরদারি ও তৎপরতার মাধ্যমে শহরকে নিরাপদ রাখার কাজ করছেন"।

  • Oct 05, 2025 17:40 IST

    West Bengal News Live Updates: উত্তরবঙ্গের প্রতি সৎ মায়ের মত আচরণ, মুখ্যমন্ত্রীকে নিশানা শঙ্কর ঘোষের

     উত্তরবঙ্গে মৃত্যুমিছিল। ঘরছাড়া মানুষজন, আর মুখ্যমন্ত্রী রেড রোডে পুজো কার্নভালে ব্যাস্ত। এটা উত্তরবঙ্গের প্রতি এক সৎ মায়ের মত আচরণ। ফটোশ্যুট করার জন্য উনি উত্তর বঙ্গে আসে। মুখ্যমন্ত্রীকে নিশানা বিজেপি বিধায়ক শঙ্কর ঘোষের। তিনি আরও বলেন,"প্রধানমন্ত্রী থেকে শুরু করে স্বরাষ্ট্রমন্ত্রী, সাংসদ সকলেই দুর্গতদের পাশে রয়েছেন। আমরা আশা করব রাজ্য সরকারও ক্ষতিগ্রস্থ মানুষের পাশে মানবিক মুখ নিয়ে দাঁড়াবে"। 



  • Oct 05, 2025 17:09 IST

    West Bengal News Live Updates: বাংলার দুর্যোগে শোকপ্রকাশ রাষ্ট্রপতির

    উত্তর বঙ্গের দুর্যোগে শোকপ্রকাশ রাষ্ট্রপতির। এক্স হ্যান্ডেলে তিনি লিখেছেন,দার্জিলিংয়ে ভারী বৃষ্টি ও ভূমিধসের কারণে প্রাণহানির ঘটনা অত্যন্ত দুঃখজনক। শোকসন্তপ্ত পরিবারগুলির প্রতি আমার আন্তরিক সমবেদনা। উদ্ধার ও ত্রাণ কার্যক্রমের সাফল্য কামনা করি এবং আহতদের দ্রুত আরোগ্য কামনা করছি।



  • Oct 05, 2025 10:55 IST

    West Bengal News Live Updates: রাজ্য সরকারের উদ্যোগে আয়োজিত পুজো কার্নিভালক বয়কট দাপুটে তৃণমূল বিধায়কের

    রায়গঞ্জের বিধায়ক কৃষ্ণ কল্যাণী কি আবার বিজেপিতে? রাজ্য সরকারের উদ্যোগেই কলকাতা সহ জেলায় জেলায় পুজো কার্নিভাল। আর সেই পুজো কার্নিভালকে বয়কট খোদ তৃণমূল বিধায়কের। আর তা নিয়েই শুরু হয়েছে জোর রাজনৈতিক তরজা। 

    রায়গঞ্জের তৃণমূল কংগ্রেস বিধায়ক কৃষ্ণ কল্যাণী শনিবার সন্ধ্যায় দুর্গা পুজো কার্নিভাল থেকে নিজেকে সরিয়ে রাখার  সিদ্ধান্ত নেন। তিনি তার এই সিদ্ধান্তের কথা সোশ্যাল মিডিয়াতেও পোস্ট করেছেন। শহরের উন্নয়ন ও প্রশাসনিক ব্যবস্থাপনায় ত্রুটির অভিযোগেই কার্নিভাল বয়কটের ডাক শাসক বিধায়কের।



  • Oct 05, 2025 08:59 IST

    West Bengal News Live Updates: রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল

    রবিবার রেড রোডে দুর্গাপুজোর কার্নিভাল। শহর ও শহরতলির সেরার সেরা প্রতিমাগুলি দেখে নেওয়ার সুযোগ মিলবে।

    পুজো শেষেও পুজোর আনন্দ! রবিবার ৫ অক্টোবর কলকাতার রেড রোডে, এবারের দুর্গাপুজোর কার্নিভাল অনুষ্ঠিত হতে চলেছে। শহর কলকাতা ও শহরতলির সেরার সেরা পুজোগুলি এই কার্নিভালে অংশ নেবে। যাদের কলকাতা ও কলকাতার আশেপাশের সেরা প্রতিমাগুলি দেখার সৌভাগ্য হয়নি, তারা এবার রেড রোডের এই পুজো কার্নিভালে এসে সেই সব প্রতিমা একেবারে সামনে থেকে দেখার সুযোগ পাবেন।



  • Oct 05, 2025 08:40 IST

    West Bengal News Live Updates: 'তুফানি তাণ্ডবের' আশঙ্কা, জারি হাই অ্যালার্ট

    বছরের প্রথম ঘূর্ণিঝড় ‘শক্তি’ (Cyclone Shakti) আরব সাগরে সৃষ্টি হয়ে ক্রমে প্রবল আকার ধারণ করছে। শক্তিশালী ঘূর্ণিঝড়ের প্রভাবে মহারাষ্ট্র উপকূলে জারি করা হয়েছে হাই অ্যালার্ট। মুম্বই, রত্নাগিরি, রায়গড়, থানে, সিন্ধুদুর্গ ও পালঘর জেলায় ৭ অক্টোবর পর্যন্ত হাই অ্যালার্ট ঘোষণা করা হয়েছে। 



durga puja carnival Durgapuja Suvendu CM Mamata news of west bengal kolkata IMD Kolkata