Kolkata weather Update: নভেম্বরেও নেই শীতের দেখা! দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের

West Bengal Weather Update 3 November 2025: নভেম্বরের শুরুতেই শীত নয়, ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হতে পারে। কলকাতায় আপাতত পরিষ্কার আকাশ, শীত পড়বে কবে থেকে?

West Bengal Weather Update 3 November 2025: নভেম্বরের শুরুতেই শীত নয়, ফের দক্ষিণবঙ্গে বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। বঙ্গোপসাগরে তৈরি নিম্নচাপের জেরে সপ্তাহের মাঝামাঝি বৃষ্টি হতে পারে। কলকাতায় আপাতত পরিষ্কার আকাশ, শীত পড়বে কবে থেকে?

author-image
IE Bangla Web Desk
New Update
West Bengal weather, Kolkata weather, Alipore weather office, rain forecast, November rain, low pressure in Bay of Bengal, South Bengal rain, North Bengal weather, fishermen warning, winter delay, Kolkata temperature, weather news India, cyclone watch,বাংলার আবহাওয়া, আলিপুর আবহাওয়া দপ্তর, নভেম্বর বৃষ্টি, নিম্নচাপ, বঙ্গোপসাগর, দক্ষিণবঙ্গের আবহাওয়া, উত্তরবঙ্গের আবহাওয়া, কলকাতার আবহাওয়া, মৎস্যজীবী সতর্কতা, ঘূর্ণাবর্ত, বৃষ্টি পূর্বাভাস, শীতের দেরি, আবহাওয়া আপডেট

Kolkata weather Update: কলকাতায় সকাল থেকে পরিষ্কার আকাশ। বেলা গড়ালেই হাওয়া বদল?

low pressure: নভেম্বর মাস শুরু হলেও এখনও পর্যন্ত রাজ্যে সেভাবে শীতের দেখা মেলেনি। বরং নতুন সপ্তাহের শুরুতেই ফের একবার বৃষ্টির ইঙ্গিত দিল আলিপুর আবহাওয়া দপ্তর। বঙ্গোপসাগরে তৈরি হয়েছে নতুন একটি নিম্নচাপ অঞ্চল, যার জেরেই দক্ষিণবঙ্গে ফের বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। প্রশ্ন উঠেছে—তাহলে কবে থেকে নামবে কাঙ্ক্ষিত শীত?

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়া

আলিপুর আবহাওয়া দপ্তরের সর্বশেষ রিপোর্ট অনুযায়ী, বঙ্গোপসাগরের বুকে একটি সুস্পষ্ট নিম্নচাপ অঞ্চল সৃষ্টি হয়েছে। সেই নিম্নচাপকে ঘিরে তৈরি হয়েছে একটি ঘূর্ণাবর্ত, যার প্রভাবে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে ফের একবার বৃষ্টি হতে পারে। 
আবহাওয়া দপ্তর সূত্রে খবর, সপ্তাহের শুরুতে আবহাওয়া তুলনামূলকভাবে স্বাভাবিক থাকলেও সপ্তাহের মাঝামাঝি—বুধবার ও বৃহস্পতিবার—দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন- 'ইতিহাস গড়ল দেশ, স্যালুট', আইসিসি মহিলা ক্রিকেট বিশ্বকাপে ভারতের জয়ে আপ্লুত মোদী

Advertisment

বিশেষ করে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, দুই মেদিনীপুর ও দুই ২৪ পরগনা জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। সমুদ্রও থাকবে উত্তাল, ফলে মৎস্যজীবীদের আগামী কয়েকদিন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। দক্ষিণ ২৪ পরগনায় মাঝে মাঝে ঝোড়ো হাওয়াও বয়ে যেতে পারে বলে সতর্ক করেছে হাওয়া অফিস।

আরও পড়ুন-TMC:'স্বামী, ভাই, শ্বশুরকে দিয়ে পঞ্চায়েতের কাজ চালানো যাবে না"', ক্ষুব্ধ তৃণমূল সাংসদ

কলকাতার আবহাওয়া

আজ সোমবার কলকাতার আকাশ বেশিরভাগ সময়ই পরিষ্কার থাকবে। আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আগামী কয়েকদিন শহর জুড়ে মনোরম আবহাওয়া বজায় থাকবে, তাপমাত্রা থাকবে স্বাভাবিকের কাছাকাছি। তবে সপ্তাহের মাঝামাঝি থেকে দক্ষিণবঙ্গের অন্যান্য জেলার সঙ্গে তাল মিলিয়ে শহরেও হালকা বৃষ্টি হতে পারে।

আরও পড়ুন-চলতি সপ্তাহেই প্রকাশিত হতে চলেছে স্কুল সার্ভিস কমিশনের ফলাফল? কবে নিয়োগ? রইল ব্রেকিং আপডেট

উত্তরবঙ্গের আবহাওয়া

উত্তরবঙ্গের ক্ষেত্রে সপ্তাহের প্রথম দিনে দার্জিলিং ও কালিম্পং জেলায় কিছু কিছু জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। তবে কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি ও মালদা-মুর্শিদাবাদে আবহাওয়া মূলত শুকনো থাকবে। আগামী কয়েকদিন উত্তরবঙ্গে ঝড়বৃষ্টির সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে হাওয়া অফিস।

rain weather Bengal Weather Bengal Weather Forecast