Classical Language: বাংলা ভাষাকে ধ্রুপদী ভাষার মর্যাদা পাওয়ার পর দাঁড়িভিটে দুই নিহত ছাত্রকে ভাষা শহীদ করার প্রস্তাব নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে চিঠি দিলেন রাজ্য সভাপতি এবং কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার ।
চিঠিতে তিনি লিখেছেন, "প্রধানমন্ত্রী তথা কেন্দ্রীয় সরকার আমাদের জন্য বড় উপহার দিয়েছেন। আমাদের প্রাণের ভাষা বাংলা ' ধ্রুপদী ' মর্যাদা পেয়েছে। এর জন্য কেন্দ্রীয় সরকারকে ধন্যবাদ জানানোর পাশাপাশি আপনার কাছে এক আরজি জানাচ্ছি। আপনার নিশ্চয় মনে আছে ২০১৮ সালে ইসলামপুর দাড়িভিট উচ্চবিদ্যালয়ে এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। পড়ুয়া ও পুলিশের মধ্যে তুমুল সংঘর্ষে দুই ছাত্রের মৃত্যু হয়। প্রয়োজন ছাড়াই উর্দু শিক্ষক নিয়োগকে কেন্দ্র করে ওই স্কুলে ভাষাগত ও সাংস্কৃতিক বিতর্ক তৈরি হয়। জোর করে উর্দু শিক্ষণ চাপিয়ে দেওয়ার প্রতিবাদে প্রতিবাদ রত পড়ুয়াদের উপর লাঠি ও গুলি চালায় পুলিশ। যার জেরে মৃত্যু হয় তাপস বর্মণ ও রাজেশ সরকার নামে দুই পড়ুয়ার। বাংলা ভাষার ধ্রুপদী স্বীকৃতি মেলার পর ওই দুই পড়ুয়াকে ভাষা শহীদ ঘোষণা করুক সরকার। পাশাপাশি দুই পড়ুয়ার নামে দাড়িভিটে তৈরি হোক স্মারক"।
আবারও বাংলার মুকুটে নয়াপালক। এবার বাংলাকে 'ধ্রুপদী ভাষা'র মর্যাদা দিল কেন্দ্রীয় সরকার। মোদী সরকারের এই সিদ্ধান্তের পরপরই গর্বের এই তথ্যটি সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। তবে বাংলার জন্য কেন্দ্রের এই পদক্ষেপের পিছনেও 'রাজনীতি' দেখছেন রাজনৈতিক কারবারিদের একাংশ।
বাংলা পেল ধ্রপদী ভাষার সম্মান। স্বভাবতই উচ্ছ্বসিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বাংলা ভাষার এমন স্বীকৃতিপ্রাপ্তির পর এক্স হ্যান্ডলে পোস্ট করে মুখ্যমন্ত্রী লিখেছেন, "অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে বাংলা/বাংলাকে অবশেষে ভারত সরকার একটি ধ্রুপদী ভাষার মর্যাদা দিয়েছে। আমরা সংস্কৃতি মন্ত্রক এই স্বীকৃতি নেওয়ার চেষ্টা করছিলাম। আমরা আমাদের দাবির সাপেক্ষে গবেষণা ফলাফলের তিনটি খণ্ডে জমা দিয়েছিলাম। কেন্দ্রীয় সরকার আমাদের সুগবেষিত দাবি মেনে নিয়েছে এবং আমরা অবশেষে ভারতে ভাষার মধ্যে সাংস্কৃতিক শীর্ষে পৌঁছেছি।"
এদিকে, ২০২৬ সালে রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে কেন্দ্রীয় সরকারের বাংলা নিয়ে এই সিদ্ধান্ত স্বভাবতই রাজনৈতিক বিতর্ক উসকে দিয়েছে। রাজনৈতিক মহলের একাংশের মতে, আগামী বিধানসভা নির্বাচনের আগে বাঙালি মননের আরও কাছে পৌঁছোতে এটা 'মাস্টারস্ট্রোক' মোদী সরকারের।
Most happy to share that Bengali/ Bangla has been finally accorded the status of a classical language by Government of India.
— Mamata Banerjee (@MamataOfficial) October 3, 2024
We had been trying to snatch this recognition from Ministry of Culture, GOI and we had submitted three volumes of research findings in favour of our…
এর আগে ২০২১-এর বিধানসভা নির্বাচনে এরাজ্যে বিপুল সাড়া জাগিয়েছিল BJP। দু'শোর বেশি আসন তারা পাবে বলে দাবি করেছিল। তবে নির্বাচনের ফল প্রকাশের পর দেখা যায়, মাত্র ৭৭টি আসনে জয় পেয়েছিল তারা। এই মুহূর্তে বিজেপির পাখির চোখ ২০২৬-এর বিধানসভা ভোট। বঙ্গ বিজেপির সেই লক্ষ্যে কেন্দ্রের এই পদক্ষেপ কতটা মাইলেজ জোগাতে পারবে তা অবশ্য সময় বলবে।
আরও পড়ুন- Vegetable Price Hike: অগ্নিমূল্য বাজার! পুজোর আগে হাঁসফাঁস অবস্থা মধ্যবিত্ত বাঙালির