WB Weather Update: আজই বঙ্গোপসাগরের বুকে ফের একটি নিম্নচাপ তৈরির প্রবল আশঙ্কা। এই নিম্নচাপের জেরেই পুজোর মুখে আবারও বৃষ্টির সম্ভাবনা বাড়ছে। নিম্নচাপ তৈরির জেরে সমুদ্র উত্তাল থাকবে। আগামী ২৪ ঘন্টা মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। আগামী কয়েক দিন রাজ্যের আবহাওয়া কেমন থাকবে? এসব নিয়ে রইল আজকের ওয়েদার আপডেট (Weather Update)।
পুজো ভাসাবে বৃষ্টি?
এখনই তেমন কোনও আশঙ্কার কথা শোনাচ্ছেন না আবহাওয়াবিদরা। নিম্নচাপের জেরে বৃষ্টির সম্ভাবনা তৈরি হলেও দুর্গাপুজোর দিনগুলিতে বিক্ষিপ্তভাবে কয়েকটি জায়গায় বৃষ্টি হলেও হতে পারে। এবারের পুজোয় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। সুতরাং পুজোর মুখে বৃষ্টি নিয়ে যারা বড্ড বেশি উদ্বেগে রয়েছেন, তাঁরা এ খবরে স্বস্তি বোধ করতেই পারেন।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর
শুক্রবার সকাল থেকে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় মেঘলা আকাশ। আজ মুর্শিদাবাদে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই সঙ্গে উপকূলবর্তী জেলাগুলিতেও বৃষ্টি চলবে। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে আগামিকাল পর্যন্ত।
কলকাতার ওয়েদার আপডেট
শুক্রবার সকাল থেকে তিলোত্তমা মহানগরীতে মেঘলা আকাশ। আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, কলকাতায় আজ হালকা বৃষ্টি হতে পারে। কোনও কোনও জায়গায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে।
আরও পড়ুন- Durga Puja 2024: হাতা-খুন্তি হাতে অসুর নিধনে দেবী দুর্গা! শিল্পীর অভূতপূর্ব ভাবনার ভূয়সী প্রশংসা
উত্তরবঙ্গের আবহাওয়ার খবর
উত্তরবঙ্গে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। মোটের উপর শুক্রবার উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই বৃষ্টি চলবে। ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিং এবং কালিম্পঙে। সেই সঙ্গে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে কোচবিহার, আলিপুরদুয়ার জেলায়।