TV Aactress:মানসিক ভারসাম্য হারিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরছিলেন, ভবঘুরে দশায় উদ্ধার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

Star Jalsha TV actress rescued: রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন ওই অভিনেত্রী। পরে রাস্তার পাশের একটি বিশ্রামাগারে ঢুকে পড়েছিলেন তিনি। স্থানীয়রা প্রথমটায় দেখে তাঁকে চিনতেও পারেননি।

Star Jalsha TV actress rescued: রাস্তায় ভবঘুরের মতো ঘুরে বেড়াচ্ছিলেন ওই অভিনেত্রী। পরে রাস্তার পাশের একটি বিশ্রামাগারে ঢুকে পড়েছিলেন তিনি। স্থানীয়রা প্রথমটায় দেখে তাঁকে চিনতেও পারেননি।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Sumi Hor Chowdhury mental imbalance,  Bardhaman actress wandering roads  ,Star Jalsha TV actress rescued,সুমী হর চৌধুরী মানসিক ভারসাম্য,  বর্ধমান রাস্তা অভিনেত্রী,  স্টার জলসার টিভি অভিনেত্রী উদ্ধার

Star Jalsha TV actress rescued: জনপ্রিয় অভিনেত্রীকে উদ্ধার পুলিশের।

TV actress rescued:মানসিক ভারসাম্য হারিয়ে বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি হর চৌধুরী এখন বনে গিয়েছেন ভবঘুরে। তাঁর এমন অসহায়তা দেখে দুঃখি বর্ধমানের মানুষজন। পরণে হাফ প্যান্ট আর ফুল হাতা জামা, পায়ে হাওয়াই চটি। এমন পোশাকে এক মাঝবয়সী মহিলাকে সোমবার বেলায় দেখতে পান পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজার এলাকার মানুষজন। বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মতো তিনি হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টি নামতেই তিনি আমিলা বাজারে থাকা বিশ্রামাগারে ঢুকে পড়েন। ওই মহিলাকে দেখে তাঁর পরিচয় জানার জন্য এলাকার সকলেই কৌতূহলী হয়ে পড়েন। 

Advertisment

আমিলা বাজার এলাকায় থাকা মানুষজন খুবই কৌতূহল নিয়ে মহিলার কাছে তাঁর পরিচয় জানতে চান। কখনও বাংলা আবার কখনও ইংরেজিতে অসাঞ্জস্যপূর্ণ কথাবার্তা বলার ফাঁকেই মহিলা বলেন, “আমি সুমি হর চৌধুরী। আমি টিভি সিরিয়ালের অভিনেত্রী।" স্টার জলসায় হওয়া ধারাবাহিকে অভিনয় করার কথাও মহিলা জানান। এরপরেই ওই নাম ধরে সোশ্যাল মিডিয়ায় প্রোফাইল ঘেঁটে কৌতূহলী মানুষজন নিশ্চিত হন, যে মানসিক ভারসাম্য খুইয়ে ফেলা এই মহিলা মিথ্যা বলছেন না। তিনি যে আদতেই টিভি সিরিয়ালে অভিনয় করছেন, সেই ব্যাপারেও সোশ্যাল মিডিয়া ঘেঁটে নিশ্চিত হন আমিলা বাজার এলাকার মানুষজন। 

অভিনেত্রীর এমন অবস্থা কী করে হল? সেই ব্যাপারে আমিলা বাজার এলাকার মানুষজন জানার চেষ্টা করেন। তবে সেই ব্যাপারে মহিলার কাছ থেকে পরিস্কার কিছু তাঁরা জানতে পারেননি। একই ভাবে মহিলার কাছে তাঁর বাড়ি কোথায় 
জানতে চেয়েও সঠিক উত্তর পাননি আমিলা বাজার এলাকার মানুষজন।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Updates: ধর্মতলায় আজ একুশের মঞ্চ বাঁধার খুঁটি পুজো, হাইকোর্টে শহিদ সভা নিয়ে মামলা

তারা জানান, ওই মহিলা কখনও জানান তাঁর বাড়ি কলকাতায়। আবার কখনও তিনি জানান যে তিনি বোলপুর থেকে এখানে এসেছেন। সঠিক কোথা থেকে তিনি এলেন? কেনই বা তিনি উদ্ভ্রান্তের মতো রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছেন? অনেক চেষ্টা করেও এই সব প্রশ্নের উত্তর মহিলার কাছ থেকে উদ্ধার করতে পারেননি আমিলা বাজারের কৌতূহলী মানুষজন। 

আরও পড়ুন- Bengal heavy rain Alert: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির জোরালো সতর্কতা, বর্ষার ভয়াল রূপ দেখবে বাংলা! দুর্যোগ চলবে কতদিন?

মহিলাকে অবশ্য আর একা ছাড়েননি আমিলা বাজার এলাকার মানুষজন। তারা মহিলার বিষয়ে খণ্ডঘোষ থানায় খবর দেন। সোমবার বিকেলে আমিলা বাজারের ওই বিশ্রামাগার থেকে মহিলাকে উদ্ধার করেন পুলিশকর্মীরা, তাঁকে খণ্ডঘোষ থানায় নিয়ে যাওয়া হয়। বর্ধমান দক্ষিণ মহকুমা পুলিশ আধিকারিক ( এসডিপিও ) অভিষেক মণ্ডল বলেন, "মহিলাকে হোমে পাঠানো হয়েছে। কলকাতার বেহালা থানাতেও এই মহিলার বিষয়ে খবর পাঠানো হয়েছে। মহিলার পরিবারের সঙ্গেও যোগাযোগ করার চেষ্টা চলছে।"

police TV Actress Purba Bardhaman Rescue