West Bengal News Updates:'ওদিক থেকে মোদী আসবেন, এদিক থেকে দিদি, ফোনে কথা শুরু', BJP-তৃণমূলকে তুলোধনা অধীরের

West Bengal News updates July 15, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

West Bengal News updates July 15, 2025: রাজনীতির দুনিয়া থেকে শুরু করে শিক্ষা, সংস্কৃতি এবং ক্রীড়া জগতের সব বড় খবর সবার আগে জানুন। দিনভর পান সব বড় খবরের টাটকা আপডেট।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Adhir Ranjan Chowdhury,  criticism of TMC  ,criticism of BJP,  trade union strike opposition,  July 21 Martyrs’ Day picnic remarks,  secularism drama accusation,  Left-Congress alliance  ,BJP-TMC tug of war,  controversial video clip  ,political slugfest,অধীর রঞ্জন চৌধুরী,  তৃণমূল সমালোচনা,  বিজেপি সমালোচনা  ,ধর্মঘট বিরোধিতা,  ২১ জুলাই শহিদ দিবস,  পিকনিক দিবস মন্তব্য,  ধর্মনিরপেক্ষ নাটক,  বাম-কংগ্রেস জোট,  তৃণমূল-বিজেপি টানাপোড়েন,  বিতর্কিত ভিডিও ক্লিপ

News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।

Kolkata News Updates:আবারও প্রাক্তন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরীর নিশানায় BJP-তৃণমূল। সাংবাদিক বৈঠকে এদিন অধীর চৌধুরী বলেছেন, "ভোটের মরশুম শুরু। ওদিক থেকে মোদী আসবেন, এদিক থেকে দিদি যাবেন। ফোনে ফোনে কথা শুরু। দিদি বলবেন, 'মোদীজি আপনার মূল শত্রু কংগ্রেস, আমি কংগ্রেসকে শুইয়ে দিয়েছি, এবার আমি-আপনি ভাগ-বাটরা করে নেব। বাংলায় আপনি কিছু নিন, আমাকে কিছু দিন। এই বাংলায় আমিই আপনাকে জায়গা দিয়েছি, বড় করেছি। আমাকে নিয়ে কোনও চিন্তা নেই। আপনি দুর্গাপুরে আসুন, আমি বহরমপুর, হবিবপুর, কলকাতায় যাব। আপনি দুর্গাপুর থেকে আমার বিরুদ্ধে বলবেন, আমি কলকাতা থেকে আপনার বিরুদ্ধে বলব। খেলার মরশুম শুরু।' দিদি এক বছর আগে থেকে ময়দানে নেমেছেন, মোদীও নেমে পড়েছেন। মাঝে মাঝে দূরত্বও তৈরি হবে। আবার ভোটের পর সব ঠিক হয়ে যাবে।"

Advertisment

ইয়েমেন প্রশাসন কেরালার নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ড স্থগিত করেছে বলে জানা গেছে। সূত্র জানিয়েছে, ভারত সরকার এই মামলার শুরু থেকেই এই বিষয়ে সম্ভাব্য সকল সহায়তা করে চলেছে। সাম্প্রতিক দিনগুলিতে ওই নার্সের পরিবারকে অন্য পক্ষের সঙ্গে পারস্পরিক সম্মতিতে সমাধানে পৌঁছানোর জন্য আরও সময় দেওয়ার জন্য প্রচেষ্টা চালিয়ে গিয়েছে ভারত। ওই নার্সের পরিবার এবং আত্মীয়রা নিহত তালাল আবদো মেহেদির পরিবারের সঙ্গেও কথা বলেছেন। যাতে প্রিয়াকে শরিয়া আইনের অধীনে ক্ষমা করা যায়। সূত্রটি জানিয়েছে ভারতীয় কর্মকর্তারা ইয়েমেনের স্থানীয় কারা কর্তৃপক্ষ এবং ইয়েমেনের প্রসিকিউটর অফিসের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছেন। সূত্রের দাবি, ভারত সরকারের এই লাগাতার প্রচেষ্টাই আপাতত নার্স নিমিশা প্রিয়ার মৃত্যুদণ্ডে স্থগিতাদেশ মিলতে সাহায্য করেছে।   

আরও পড়ুন- Calcutta High Court:CBI তলবে বড়সড় আশঙ্কা? আগেভাগে জামিন চেয়ে হাইকোর্টের দ্বারস্থ তৃণমূলের দাপুটে বিধায়ক

Advertisment

দিল্লি, ওড়িশা, মধ্যপ্রদেশের পর এবার ছত্তিশগড়েও জোর করে পশ্চিমবঙ্গের পরিযায়ী শ্রমিকদের আটকে রাখার অভিযোগ পুলিশের বিরুদ্ধে। কৃষ্ণনগরের তৃণমূল সাংসদ মহুয়া মৈত্র তাঁর এক্স হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিও-য় অভিযোগ জানিয়ে বলেছেন, উপযুক্ত সমস্ত নথিপত্র থাকা সত্ত্বেও ৯ বাঙালি পরিযায়ী শ্রমিককে জোর করে আটকে রাখা হয়েছে। ছত্তিশগড়ের কোন্দগাঁও জেলার একটি স্কুলে রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন ওই শ্রমিকরা। আচমকাই তাঁদের সেখানকার ঠিকানা থেকে তুলে নিয়ে গিয়েছে পুলিশ। ফোন কেড়ে নেওয়ার ফলে পরিবারের সঙ্গেও যোগাযোগ করতে পারেননি তাঁরা। মহুয়া মৈত্রের আরও অভিযোগ, আইনি সহায়তা ছাড়াই আটকে রাখা হয়েছে ওই ৯ বাঙালিকে। 

আরও পড়ুন- Dilip ghosh:'ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন', দিলীপের চাঁচাছোলা নিশানায় কারা?

  • Jul 15, 2025 19:21 IST

    Kolkata News live updates: ক্ষুব্ধ মমতা

    X হ্যান্ডলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, "খবরে প্রকাশ যে, বাংলাদেশের ময়মনসিংহ শহরে সত্যজিৎ রায়ের ঠাকুরদা, স্বয়ং স্বনামধন্য সাহিত্যিক-সম্পাদক উপেন্দ্রকিশোর রায়চৌধুরীর স্মৃতিজড়িত তাঁদের পৈতৃক বাড়িটি নাকি ভেঙে ফেলা হচ্ছে। ভাঙার কাজ শুরু হয়ে গিয়েছিল বলে খবর প্রকাশিত।এই সংবাদ অত্যন্ত দুঃখের। রায় পরিবার বাংলার সংস্কৃতির অন্যতম ধারক ও বাহক। উপেন্দ্রকিশোর বাংলার নবজাগরণের একজন স্তম্ভ। তাই আমি মনে করি, এই বাড়ি বাংলার সাংস্কৃতিক ইতিহাসের সঙ্গে অঙ্গাঙ্গীভাবে জড়িত। আমি বাংলাদেশ সরকার ও ওই দেশের সমস্ত শুভবুদ্ধিসম্পন্ন মানুষের কাছে আবেদন করব, এই ঐতিহ্যশালী বাড়িটিকে রক্ষা করার জন্য। ভারত সরকার বিষয়টিতে নজর দিন।"



  • Jul 15, 2025 16:09 IST

    Kolkata News Live Updates:৩ বাংলাদেশি গ্রেফতার

    আবারও গ্রেফতার বাংলাদেশি। নদী পেরিয়ে বাংলাদেশ থেকে ভারতে ঢোকার পরেও শেষ রক্ষা হল না। পুলিশ গ্রেফতার করেছে অবৈধভাবে মুর্শিদাবাদের রঘুনাথগঞ্জ থানা এলাকায় ঢুকে পড়া তিন বাংলাদেশিকে। ধৃতদের মঙ্গলবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, সোমবার রাতে রঘুনাথগঞ্জের কুতুবপুর ঘাট এলাকা থেকে ওই তিন বাংলাদেশিকে গ্রেফতার করে রঘুনাথগঞ্জ থানার পুলিশ।

    বিস্তারিত পড়ুন- Murshidabad News: নদী পেরিয়ে ঘাটে এসে উঠেছিল ওরা, তৎপক্ষণাৎ হানা দেয় পুলিশ, তারপর?



  • Jul 15, 2025 13:56 IST

    Kolkata News Live Updates: সল্টলেকে বিজেপির বিক্ষোভ

    রাস্তার বেহাল দশা সল্টলেকে। বিধাননগর বিজেপির তরফ থেকে ৯ নম্বার ট্যাংক আইল্যান্ডে চলে বিক্ষোভ প্রদর্শন। রাস্তার গর্তে কই মাছ ছেড়ে বিক্ষোভ বিজেপি কর্মীদের। পুলিশ এসে তাদের রাস্তা থেকে সরিয়ে দেয়। সল্টলেকের ৯ নম্বার আইল্যান্ডের রাস্তার বেহাল দশা, সেখানে জমে রয়েছে জল। দীর্ঘদিন ধরে একই অবস্থা রয়েছে বলে দাবি বিজেপির। মঙ্গলবার সকালে বিধাননগর বিজেপির তরফ থেকে সেখানে বিক্ষোভ শুরু হয়। বিধান নগর পূর্ব থানার পুলিশ ঘটনাস্থলে এসে তাদের সরিয়ে দেয়। অবিলম্বে রাস্তা সারাইয়ের দাবি বিজেপি কর্মীদের।



  • Jul 15, 2025 13:11 IST

    Kolkata News Live Updates:একজোটে বিক্ষোভে বাম, তৃণমূল, কংগ্রেস

    ত্রিপুরায় স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্তের বিরুদ্ধে রাজ্যে বিরোধী সিপিআইএম, কংগ্রেস ও তৃণমূল কংগ্রেস দলের জোর আন্দোলনের মুখে রাজ্যে সরকারের হয়ে বিরোধীদের দিকে সোমবার অভিযোগের আঙুল তুলে বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ বলেন, "সাধারণ মানুষকে উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্ত করার চক্রান্ত করছে বিরোধীরা।" তিনি আরও জানান, গত সাত বছরের BJP শাসনে যেখানে ২৪.৯ শতাংশ বিদ্যুৎ মাশুল বৃদ্ধি হয়েছে, বাম আমলের শেষ সাত বছরে সেখানে ১১৬ শতাংশ বিদ্যুৎ মাসুল বৃদ্ধি হয়েছিল। এদিকে ত্রিপুরার বিভিন্ন জেলায় আজ স্মার্ট মিটার চালু করার সিদ্ধান্তের বিরুদ্ধে জোর বিক্ষোভ দেখিয়েছে বিরোধী দলগুলি।

    বিস্তারিত পড়ুন- smart meter:স্মার্ট মিটার নিয়ে একজোটে বিক্ষোভে বাম, তৃণমূল, কংগ্রেস, বিভ্রান্তি ছড়ানোর অভিযোগ BJP-সরকারের



  • Jul 15, 2025 13:10 IST

    Kolkata News Live Updates:হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত ব্রিজ

    গুজরাটে এক সপ্তাহের মধ্যে দ্বিতীয়বারের মতো সেতু বিপর্যয়ের ঘটনা ঘটল। মঙ্গলবার সকালে জুনাগড় জেলায় মেরামতের কাজ চলাকালীন একটি পুরাতন সেতুর একটি অংশ ভেঙে পড়ে। এতে নির্মাণ শ্রমিক এবং বড়বড় যন্ত্রপাতি নদীতে পড়ে যায়। তবে সৌভাগ্যবশত, কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

    বিস্তারিত পড়ুন- Bridge Collapse:ফের বড়সড় সেতু বিপর্যয়, সংস্কারের কাজ চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল আস্ত ব্রিজ



  • Jul 15, 2025 13:09 IST

    Kolkata News Live Updates:দিলীপের নিশানায় কারা?

    দিন কয়েক ধরেই দিলীপ ঘোষকে নিয়ে নতুন করে চর্চা বেড়েছে। ডাকাবুকো BJP নেতা তৃণমূলে যোগ দিতে পারেন বলেও জল্পনা চলছিল। তবে আপাতত সেই সব জল্পনায় জল ঢেলেছেন দিলীপ নিজেই। সামনেই তৃণমূলের ২১ জুলাইয়ের শহিদ সভা। তৃণমূলের এই মেগা ইভেন্টের আগে তৃণমূল থেকে বিজেপিতে যাওয়া দলেরই একাংশের নেতাদের নিশানা করেছেন প্রাক্তন বিজেপি সাংসদ।

    বিস্তারিত পড়ুন- Dilip ghosh:'ওখানে ডিম ভাত খেয়ে এখানে এসেছেন', দিলীপের চাঁচাছোলা নিশানায় কারা?



  • Jul 15, 2025 09:48 IST

    Kolkata News Live Updates:রাজ্যজুড়ে ভারী বৃষ্টির জোরালো সতর্কতা

    নিম্নচাপের জেরে নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার ভোররাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তেড়েফুঁড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। বেলা যত পারবে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একটানা কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

    বিস্তারিত পড়ুন- Bengal heavy rain Alert: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির জোরালো সতর্কতা, বর্ষার ভয়াল রূপ দেখবে বাংলা! দুর্যোগ চলবে কতদিন?



  • Jul 15, 2025 09:47 IST

    Kolkata News Live Updates:ভবঘুরে দশায় উদ্ধার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী

    মানসিক ভারসাম্য হারিয়ে বাংলা টিভি সিরিয়ালের অভিনেত্রী সুমি হর চৌধুরী এখন বনে গিয়েছেন ভবঘুরে। তাঁর এমন অসহায়তা দেখে দুঃখি বর্ধমানের মানুষজন। পরণে হাফ প্যান্ট আর ফুল হাতা জামা, পায়ে হাওয়াই চটি। এমন পোশাকে এক মাঝবয়সী মহিলাকে সোমবার বেলায় দেখতে পান পূর্ব বর্ধমানের খণ্ডঘোষের আমিলা বাজার এলাকার মানুষজন। বর্ধমান-আরামবাগ রাজ্য সড়ক ধরে উদ্ভ্রান্তের মতো তিনি হেঁটে যাচ্ছিলেন। বৃষ্টি নামতেই তিনি আমিলা বাজারে থাকা বিশ্রামাগারে ঢুকে পড়েন। ওই মহিলাকে দেখে তাঁর পরিচয় জানার জন্য এলাকার সকলেই কৌতূহলী হয়ে পড়েন। 

    বিস্তারিত পড়ুন- TV Aactress:মানসিক ভারসাম্য হারিয়ে উদ্ভ্রান্তের মতো ঘুরছিলেন, ভবঘুরে দশায় উদ্ধার বাংলা সিরিয়ালের জনপ্রিয় অভিনেত্রী



Calcutta High Court Bengali News Today news of west bengal