Bengal heavy rain Alert: রাজ্যজুড়ে ভারী বৃষ্টির জোরালো সতর্কতা, বর্ষার ভয়াল রূপ দেখবে বাংলা! দুর্যোগ চলবে কতদিন?

IMD alert Kolkata heavy rainfall 15 July 2025: ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও এক নিম্নচাপ। তারই জেরে একনাগাড়ে তুমুল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। জেলায়-জেলায় প্রবল বৃষ্টি মঙ্গলবার ভোররাত থেকেই।

IMD alert Kolkata heavy rainfall 15 July 2025: ভরা বর্ষায় বঙ্গোপসাগরে তৈরি হয়েছে আরও এক নিম্নচাপ। তারই জেরে একনাগাড়ে তুমুল দুর্যোগের আশঙ্কা তৈরি হয়েছে। জেলায়-জেলায় প্রবল বৃষ্টি মঙ্গলবার ভোররাত থেকেই।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
IMD alert Kolkata heavy rainfall 15 July 2025,  Kolkata very heavy rain warning IMD  ,IMD warning Kolkata 15 Jul 2025 thunderstorms  ,IMD Gangetic West Bengal heavy to very heavy rain alert,  Kolkata rain alert IMD July 2025  ,কলকাতা ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা ১৫ জুলাই ২০২৫,  কলকাতা IMD সতর্কতা ১৫/৭/২০২৫,  ওয়েষ্ট বেঙ্গল ভারী বৃষ্টি ইমডি এলার্ট,  কলকাতা বজ্রবিদ্যুৎ বৃষ্টি সতর্কতা,  IMD কলকাতা অতি ভারী বৃষ্টিপাত সতর্ক

Kolkata very heavy rain warning IMD: মঙ্গলবার শহর কলকাতাতেও ভারী বৃষ্টির সতর্কতা জারি।

IMD alert Kolkata heavy rainfall 15 July 2025: নিম্নচাপের জেরে নাগাড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গ জুড়ে। মঙ্গলবার ভোররাত থেকেই কলকাতার পাশাপাশি দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় তেড়েফুঁড়ে দফায় দফায় বৃষ্টি চলছে। বেলা যত পারবে বৃষ্টির পরিমাণ ততই বাড়বে বলে আশঙ্কা করা হচ্ছে। একটানা কতদিন পর্যন্ত চলবে এই দুর্যোগ? অন্যদিকে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও আজ ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়ে দিয়েছে হাওয়া অফিস।

Advertisment

দক্ষিণবঙ্গের আবহাওয়ার খবর 

ভরা বর্ষায় ফের এক নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গের সর্বত্র প্রবল বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দপ্তরের। আজ মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার পাশাপাশি পূর্ব এবং পশ্চিম বর্ধমানের মতো জেলাগুলিতে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি করা হয়েছে। এরই পাশাপাশি কলকাতা সহ হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগনা, নদিয়া, বাঁকুড়া, পুরুলিয়ার মতো জেলাগুলিতে আজ ভারী বৃষ্টির পূর্বাভাস হাওয়া অফিসের। কোনও কোনও জেলায় হতে পারে বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি।

Advertisment

আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে আপাতত দিন তিনেক পরিস্থিতির বিশেষ বদল হবে না। অর্থাৎ চরম বৃষ্টির প্রবল সতর্কতা দক্ষিণবঙ্গ জুড়ে। আগামী ৭২ ঘন্টার নাগাড়ে দফায় দফায় বৃষ্টির পূর্বাভাস আবহাওয়া দপ্তরের। এদিকে, একনাগাড়ে এমন প্রবস বৃষ্টি চলচে থাকলে নীচু এলাকাগুলিতে বন্যা পরিস্থিতি তৈরি হওয়ার প্রবল আশঙ্কা করা হচ্ছে। একটানা বৃষ্টিতে জলাধারগুলিতে জলস্তর বেড়ে গেলে পরিস্থিতি রীতিমতো বিপজ্জনক হতে পারে বলেও আশঙ্কা রয়েছে। ব্যারাজগুলি এক লপ্তে জল ছাড়ার পরিমাণ বাড়িয়ে দিলে নীচু এলাকা প্লাবিত হওয়ার প্রবল আশঙ্কা রয়েছে।

আরও পড়ুন- Suspicious Death: ঝমঝমিয়ে বৃষ্টির মধ্যে কবর খুঁড়ে তোলা হল ছাত্রীর মরদেহ, কারণ জানলে চমকে যাবেন!

উত্তরবঙ্গের আবহাওয়ার খবর 

নিম্নচাপের জেরে দক্ষিণবঙ্গজুড়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। দক্ষিণবঙ্গের পাশাপাশি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও। আজ মঙ্গলবার উত্তরবঙ্গের পার্বত্য জেলা দার্জিলিংয়ের পাশাপাশি জলপাইগুড়ি, কোচবিহারের মতো জেলাগুলিতে ভারী বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। এই বৃষ্টির জেরে পাহাড়ি বেশ কিছু এলাকায় ধস নামার প্রবল আশঙ্কা তৈরি হয়েছে।

আরও পড়ুন- new governor: হরিয়ানার রাজ্যপাল হলেন বঙ্গ BJP-র প্রাক্তন সভাপতি! গোয়া, লাদাখও পেল নয়া সাংবিধানিক প্রধান

rain Alipore Weather Office Kolkata Weather