Bengaluru Blast: বিকট শব্দে ভয়ঙ্কর বিস্ফোরণ, মৃত্যু...! স্বাধীনতা দিবসের দিন উত্তাল কাণ্ডে হুলস্থূল

Bengaluru Blast: বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় সাত-আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের পাঁচটি ভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

Bengaluru Blast: বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় সাত-আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের পাঁচটি ভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে।

author-image
IE Bangla Web Desk
New Update
cats

স্বাধীনতা দিবসের দিনেই বিকট শব্দে প্রবল বিস্ফোরণ!

Bengaluru Blast: স্বাধীনতা দিবসের দিনেই বিকট শব্দে প্রবল বিস্ফোরণ! মৃত্যু হল এক নাবালকের। আহত কমপক্ষে ৯ জন। ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় চারপাশে রীতিমত আতঙ্ক ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে খবর, বিস্ফোরণের তীব্রতা এতটাই ছিল যে প্রায় সাত-আটটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের পাঁচটি ভিন্ন হাসপাতালে চিকিৎসা চলছে বলে প্রশাসন সূত্রে খবর। পুলিশের সন্দেহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণের ফলেই ঘটে যায় এই ভয়ঙ্কর দূর্ঘটনা। বেঙ্গালুরুর উইলসন গার্ডেনে এই ঘটনার জেরে ছড়িয়ে পড়ে তুমুল চাঞ্চল্য। 

Advertisment

স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, আহত বহু, আর্তনাদ-হাহাকার হাসপাতালে!

বেঙ্গালুরু পুলিশ কমিশনার সীমন্ত কুমার সিং জানিয়েছেন, ধ্বংসস্তূপের নিচে কেউ আটকে আছে কি না তা নিশ্চিত করতে বোমা ডিসপোসাল স্কোয়াড, দমকল বাহিনী, এসডিআরএফ, ফরেনসিক টিম এবং স্থানীয় পুলিশ একযোগে উদ্ধারকাজ চালাচ্ছে। ডিসিপি (সাউথ ইস্ট) সারা ফাতিমা জানান, ঘটনাস্থলটি ঘনবসতিপূর্ণ হওয়ায় আহতের সংখ্যা আরও বাড়তে পারে। আহতদের দ্রুত উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে।

Advertisment

ট্রাফিক আইন থোড়াই কেয়ার! স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিলের দায় কার?

কর্ণাটকের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া ঘটনাস্থল পরিদর্শন করে জানান, “বিস্ফোরণের সঠিক কারণ এখনও জানা যায়নি, তবে ধারণা করা হচ্ছে গ্যাস সিলিন্ডার ফেটেই ঘটেছে বিস্ফোরণের ঘটনা। কয়েকটি বাড়ি ভেঙে পড়েছে। ক্ষতিগ্রস্ত বাড়িগুলি মেরামতের নির্দেশ দেওয়া হয়েছে। ঘটনায় এক শিশুর মৃত্যু হয়েছে এবং নয়জন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার যাবতীয় দায়ভার রাজ্য সরকার বহন করছে। নিহত শিশুর পরিবারের   জন্য ৫ লাখ টাকা ক্ষতিপূরণ ঘোষণা করা হয়েছে। 

bengaluru blast