Fatal road accident :ট্রাফিক আইন থোড়াই কেয়ার! স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিলের দায় কার?

road accident: স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

road accident: স্বাধীনতা দিবসের সকালেই মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যুমিছিল। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

author-image
Joyprakash Das
New Update
15 August 2025,  Bardhaman  ,Phagupur,  Fatal road accident  ,10 dead  ,Many injured , National Highway accident  ,Illegal truck parking,  Pilgrim bus,  Police investigation,১৫ অগাস্ট ২০২৫,  বর্ধমান,  ফাগুপুর  ,ভয়াবহ পথ দুর্ঘটনা,  মৃত ১০,  আহত বহু , জাতীয় সড়ক দুর্ঘটনা,  বেআইনি ট্রাক পার্কিং,  পূণ্যার্থী বোঝাই বাস,  পুলিশ তদন্ত

Fatal road accident: ছবির বাঁদিকে দুর্ঘটনার পরের মুহূর্তেই ঘটনাস্থলে আর্তনাদ যাত্রীদের। ডানদিকে, দুর্ঘটনাস্থল জল দিয়ে ধুয়ে দিচ্ছেন দমকলকর্মীরা।

National Highway accident:বর্ধমানের ফাগুপুরে ভয়াবহ পথ দুর্ঘটনায় ১০ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন ৩৫ জন। জানা গিয়েছে, জাতীয় সড়কের পাশে বেআইনি ভাবে ট্রাক দাঁড়িয়ে থাকা ট্রাককে ধাক্কা মারে বাসটি। এই বেআইনি পার্কিং নিয়েই একাধিক প্রশ্ন উঠেছে। স্থানীয়রা জানিয়েছে, এভাবে রাস্তার পাশে প্রায়শই ট্রাক দাঁড়িয়ে থাকে। জাতীয় সড়কের পাশে এভাবে ট্রাক দাঁড়িয়ে থাকার ফলে নানা ক্ষেত্রে দুর্ঘটনার সম্ভাবনা কয়েকগুন বেড়ে যায়। তবু কোনও নজরদারি থাকে না বলে অভিযোগ সাধারণের। 

Advertisment

জাতীয় সড়কের কোথাও কোথাও ট্রাক পার্কিং করার ব্য়বস্থ আছে। সাড়ি সাড়ি ট্রাক আইনত দাঁড়িয়ে থাকার ব্যবস্থা করা আছে। কিন্তু অনেক ক্ষেত্রে দেখা যায় অবিবেচকের মতো বেআইনি ভাবে জাতীয় সড়কের গা ঘেঁষে ট্রাক দাঁড় করিয়ে রাখা হয়।

এই বেআইনি পার্কিংয়ের জন্য় অধিকাংশ ক্ষেত্রে দুর্ঘটনাও ঘটে। যত্রতত্র এই বেআইনি পার্কিংয়ে নজরদারি থাকে না পুলিশ প্রশাসনের। বেলগাছিয়া এক্সপ্রেস ওয়েতে একটা সময় এভাবে সাড়ি ট্রাক দাঁড়িয়ে থাকতো। একবার সেখানে দুর্ঘটনার পর ধুন্ধুমার কাণ্ডও ঘটেছিল।

Advertisment

আরও পড়ুন- Road Accident: স্বাধীনতা দিবসে ভয়াবহ দুর্ঘটনায় মৃত্যুমিছিল, আহত বহু, আর্তনাদ-হাহাকার হাসপাতালে!

বর্ধমানের ফাগুপুরে এদিন ১৯ নম্বর জাতীয় সড়কের পাশে ট্রাকটি দাঁড়িয়ে ছিল বলে জানা গিয়েছে। ওই ট্রাকেই ধাক্কা মারে পুন্যার্থী বোঝাই বাসটি। বড়সড় এই দুর্ঘটনায় মৃত্য়ু হয়েছে ১০ জনের। স্থানীয়দের দাবি, বেআইনি ভাবে পার্কিং করা ছিল ট্রাকটি।

আরও পড়ুন- Independence Day 2025:জন্মভূমিতেই অবহেলিত আজাদ হিন্দ বাহিনীর প্রতিষ্ঠাতা রাসবিহারী বসু

প্রশ্ন উঠেছে, এক্ষেত্রে পুলিশ প্রশাসনের কি নজরদারির অভাব ছিল? দিনের পর দিন এভাবে জাতীয় সড়ক ঘেঁষে ট্রাক পার্কিং চলে বলে অভিযোগ। তবে দীর্ঘ যাত্রার জেরে এক্ষেত্রে ওই বাসটির চালকেরও চোখ জুড়িয়ে এসেছিল কিনা তা নিয়েও চর্চা বাড়ছে। যদিও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখছে পুলিশ। 

আরও পড়ুন-West Bengal News Live Updates: 'প্রথমবার চাকরিতে ঢুকলেই ১৫ হাজার টাকা', স্বাধীনতা দিবসে বিরাট ঘোষণা মোদীর

অভিজ্ঞ মহলের মতে, জাতীয় সড়কে বিশেষ অনুষ্ঠানের দিনগুলিতে পুলিশের আনাগোনা চোখে পড়ে। সে সামাজিক হোক বা রাজনৈতিক কর্মসূচি হোক। একাধিক ছোট-বড় পুলিশ কর্তা সকাল থেকেই জাতীয় সড়কে যান নিয়ন্ত্রণে নেমে পড়েন। জাতীয় সড়কের পাশে বেআইনি ট্রাক পার্কিংয়ের দিকে নজরজারি বাড়ানোর দাবি করেছেন স্থানীয়রা।

bus accident Purba Bardhaman Independence Day 2025