Travel: কলকাতার আশেপাশে ৫ নতুন সমুদ্র সৈকতে বেড়ানোর ষোলোআনা মজা নিন। দিন দুয়েকের ছুটি পেলেই কেল্লাফতে। নিরিবিলি সমুদ্র সৈকতে পছন্দের মানুষগুলিকে নিয়ে কাটিয়ে আসুন কয়েকবেলা। বিশেষ এই প্রতিবেদনে কলকাতার কাছে ৫ নিরিবিলি-নির্জন সমুদ্র সৈকতের হদিশ মিলবে। কোলাহলমুক্ত-অপরূপ সেই সব সমুদ্র সৈকতগুলি ক্রমেই জনপ্রিয় হচ্ছে।
বগুড়ান জলপাই
নিরিবিলি এই সাগরপাড়ের অভূতপূর্ব প্রাকৃতিক পরিবেশ বেড়ানোর ষোলআনা মজা এনে দেবে। কলকাতা থেকে ট্রেন বা বাসে পূর্ব মেদিনীপুরের কাঁথি পৌঁছে যান। সেখান থেকে গাড়িতে চলে যান বগুড়ান জলপাইয়ে। অপূর্ব নির্জন এই সমুদ্র সৈকতে মিলবে হৃদয়ের স্বস্তি।
যমুনাশোল
কলকাতা থেকে ২৩৩ কিলোমিটার দূরে রয়েছে নতুন আরও একটি সমুদ্র সৈকত যমুনাশোল। ট্রেনে গেলে আপনাকে পাস্তায় নামতে হবে। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে যান যমুনাশোলে। থাকার জন্য এখানে পেয়ে যাবেন নেচার স্টে ক্যাম্প। যার ফোন নম্বর হল, 9903517090।
লালগঞ্জ
কলকাতা থেকে ১২০ কিলোমিটার দূরে রয়েছে বঙ্গোপসাগরের এই পাড়। ট্রেনে নামখানা পৌঁছে যান। সেখান থেকে টোটো বা অটোতে করে সোজা চলে যান লালগঞ্জে। থাকার জন্য এখানে সমুদ্রপাড়ে কয়েকটি ক্যাম্প পেয়ে যাবেন।
আরও পড়ুন- Indian Railways: ট্রেনে কনফার্ম টিকিট আপনার, সিটে অন্য কেউ? সহজ এই কাজেই আসনের দখল নিন
ধুবলাগড়ি
কলকাতা থেকে এই সমুদ্র সৈকতের দূরত্ব ২৪৫ কিলোমিটারের মতো। ট্রেনে বালাসোরে পৌঁছে যান। সেখান থেকে গাড়ি ভাড়া করে নিয়ে পৌঁছে দিতে পারবেন ধুবলাগড়িতে। থাকার জন্য এখানে ক্যাম্প রয়েছে। তেমনই একটি ক্যাম্পের ফোন নাম্বর হল, 99063352423।
আরও পড়ুন- Travel: কলকাতা থেকে সকালে বেরিয়ে সন্ধেয় বাড়ি ফিরুন! কোলাহলমুক্ত অপূর্ব নদীপাড় মন শীতল করবে
দাগাড়া
বিশেষ এই প্রতিবেদনের সর্বশেষ সমুদ্র সৈকতটির নাম হল দাগাড়া। কলকাতা থেকে ট্রেনে চলে যান জলেশ্বর। সেখান থেকে অটো বা ছোট গাড়িতে দাগাড়া। থাকার জন্য এখানে দাগাড়া নেচার ক্যাম্প পেয়ে যাবেন। তার ফোন নম্বরটি হল, 7438877466।
আরও পড়ুন- পাহাড়-নদীর অপরূপ মেলবন্ধন! উত্তরবঙ্গের এপ্রান্তের চিত্তাকর্ষক শোভা ভাষায় প্রকাশ কঠিন