IMD Weather Update Today February 18: বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব জেলাতেই বুধবার থেকেই বৃষ্টির দাপট শুরু হয়ে যাবে। বৃষ্টির এই রেশ চলবে আগামী রবিবার পর্যন্ত। সেই সঙ্গে বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপটও। মোটের উপর আগামী কয়েকদিন কেমন থাকবে গোটা রাজ্যের আবহাওয়া? জেনে নিন ওয়েদার আপডেট।
দক্ষিণবঙ্গে কবে থেকে কোন কোন জেলায় বৃষ্টি?
আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। বৃষ্টির এই রেশ থাকবে বৃহস্পতিবারেও। সেদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের শনি ও রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের।
উত্তরবঙ্গের কবে থেকে কোন কোন জেলায় বৃষ্টি?
ঝেঁপে বৃষ্টি চলবে উত্তরবঙ্গের একাধিক জেলায়। সেই সঙ্গে দার্জিলিঙের উঁচু এলাকায় হালকা তুষারপাতেরও সম্ভাবনা কথা জানিয়েছে আবহাওয়া দফতর। আগামী বুধবার হালকা বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পঙে। বৃহস্পতি থেকে রবিবার পর্যন্ত উত্তরবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে। কোনও কোনও জেলায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিঙে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দফতর। দার্জিলিঙের পাশাপাশি দুই দিনাজপুর, মালদাতেও থাকবে কুয়াশার দাপট।
আরও পড়ুন- West Bengal News Live:ফের কলকাতায় ভয়াবহ অগ্নিকাণ্ড, বিধ্বংসী আগুনে ভস্মীভূত বাড়ি, ঝলসে মৃত্যু প্রৌঢ়ের
সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে রাজ্যের আবহাওয়ায় বড়সড় বদল চোখে পড়তে শুরু করেছে। গতকালও একাধিক জেলায় ছিল আংশিক মেঘলা আকাশ। সেই পরিস্থিতি বহাল থাকবে আজ অর্থাৎ মঙ্গলবারেও। দিনভর মেঘ-রোদের লুকোচুরির খেলা চলবে। আগামিকাল থেকে আবহাওয়ায় বড় বদল চোখে পড়বে। কাল থেকেই বৃষ্টির পূর্বাভাস রয়েছে জেলায়-জেলায়। আগামী কয়েকদিনে তাপমাত্রা বৃদ্ধি পাবে। কোনও কোনও জেলায় ২ থেকে ৪ ডিগ্রি পর্যন্ত চড়তে পারে পারদ।
আরও পড়ুন- Malda Crime News: বাবার দ্বিতীয় বিয়ের প্রতিবাদের মাশুল, চরম পরিণতি হল যুবকের, বিচার চেয়ে পুলিশের দ্বারস্থ মামা