West Bengal News Highlights: 'বিরলের মধ্যে বিরলতম অপরাধ', ফুটপাতবাসী সাত মাসের শিশুকন্যাকে ধর্ষণ-খুনের চেষ্টায় ফাঁসির সাজা

West Bengal News Updates Today 18 Feb, 2025:পশ্চিমবঙ্গ ও দেশ সম্পর্কিত গুরুত্বপূর্ণ কিছু খবরের টাটকা আপডেট জেনে নিন। রাজনীতির দুনিয়া থেকে শিল্প-সংস্কৃতির গুরুত্বপূর্ণ খবর এক ঝলকে জেনে নিন।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
Pocso Court Punished Accused

'বিরলের মধ্যে বিরলতম অপরাধ', ফুটপাতবাসী সাতমাসের শিশুকন্যাকে ধর্ষণ-খুনের চেষ্টায় ফাঁসির সাজা Photograph: (ফাইল ছবি)

Latest West Bengal News Updates: শিশুকন্যার উপর পাশবিক অত্যাচার চালানো হয়েছে তা বিরলের মধ্যে বিরলতম অপরাধ মত নগর দায়রা আদালতের বিচারকের। ফুটপাতবাসী সাত মাসের শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ-খুনের চেষ্টা অভিযুক্ত রাজীব ঘোষ বিরুদ্ধে। ৭৮ দিনের মধ্যে রায় ঘোষণা করে বিশেষ পকসো আদালতের। এই ঘটনায় রাজীব ঘোষ নামে মূল অভিযুক্তকে গোপীবল্লভপুর গত ৪ঠা ডিসেম্বর গ্রেফতার করা হয়। এছাড়াও আদালত এদিন তার রায়ে নির্যাতিত শিশুটির পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।

Advertisment

"আমি বিধানসভায় কোনও আসবাব ভাঙচুর করিনি। সেই সময় আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল। আমি একটা জিনিসেও হাত দিইনি। আমাকে ঢুকতে না দেওয়ায় দল উত্তেজিত হয়েছিল। যিনি হিন্দু ধর্মের কথা বলছেন... আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁর কাছ থেকে এই শিক্ষা।" মঙ্গলবার বিধানসভায় ভাষণে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে বাম আমলে বিধানসভা ঢুকে ভাঙচুরের অভিযোগ এনেছিলেন। এদিন সেই অভিযোগ সরাসরি খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী।

বজবজে সিভিক ভলেন্টিয়ারকে কোপ। সিভিক ভলেন্টিয়ারকে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের। জানা গিয়েছে তার নাম উত্তম চন্দ্র প্রামাণিক। হামলাকারীকে আটক করেছে বজবজ থানার পুলিশ। উদ্ধার হয়েছে  হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র। কী কারণে হামলা? খতিয়ে দেখছে পুলিশ। আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই সিভিক ভলেন্টিয়ার।   

শুভেন্দু অধিকারীকে নিয়ে বিধানসভায় নিত্যদিন চর্চা যেন বেড়েই চলেছে। গতকাল বিধানসভায় কাগজ ছুঁড়েছিলেন তিনি। তুমুলল হট্টগোলের জেরে শুভেন্দু অধিকারী-সহ চার বিজেপি বিধায়ককে সাসপেন্ড করেছিলেন অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়। এরপর গতকাল বিধানসভা থেকে বেরিয়ে শুভেন্দু অধিকারী সাংবাদিক সম্মেলন করে যে মন্তব্য করেছিলেন তা দুর্ভাগ্যজনক বলে মনে করেন অধ্যক্ষ্য বিমান বন্দ্যোপাধ্যায়। শুভেন্দুর সেই বক্তব্যের পরিপ্রেক্ষিতে বিরোধী দলনেতার বিরুদ্ধে স্বাধিকার ভঙ্গের নোটিশ জারি করেছেন রাজ্য বিধানসভার অধ্যক্ষ্য।

Advertisment

ED-র মামলায় আগেই জামিন পেয়েছিলেন 'কালীঘাটের কাকু' ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। এবার নিয়োগ দুর্নীতির CBI-এর দায়ের করা মামলাতেও অন্তর্বর্তীকালীন জামিন পেলেন সুজয় কৃষ্ণ ভদ্র। শর্তসাপেক্ষে জামিন দেওয়া হয়েছে তাঁকে। মঙ্গলবার কলকাতা হাইকোর্টের ডিবিশন বেঞ্চ তাঁর অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছে। উচ্চ আদালত জানিয়ে দিয়েছে, চিকিৎসা সংক্রান্ত এবং মানবিক কারণেই অন্তর্বর্তীকালীন জামিন দেওয়া হয়েছে অভিযুক্তকে।

  • Feb 18, 2025 19:11 IST

    West Bengal News Live: ফুটপাতবাসী সাতমাসের শিশুকন্যাকে ধর্ষণ-খুনের চেষ্টায় ফাঁসির সাজা

    শিশুকন্যাকে অপহরণ করে ধর্ষণ-খুনের চেষ্টা অভিযুক্ত রাজীব ঘোষ বিরুদ্ধে। ৭৮ দিনের মধ্যে রায় ঘোষণা করে বিশেষ পকসো আদালতের। এই ঘটনায় রাজীব ঘোষ নামে মূল অভিযুক্তকে গোপীবল্লভপুর গত ৪ঠা ডিসেম্বর গ্রেফতার করা হয়। এছাড়াও আদালত এদিন তার রায়ে নির্যাতিত শিশুটির পরিবারকে ১০ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ দিয়েছে।



  • Feb 18, 2025 17:52 IST

    West Bengal News Live: বজবজে সিভিক ভলেন্টিয়ারকে কোপ


    বজবজে সিভিক ভলেন্টিয়ারকে কোপ। সিভিক ভলেন্টিয়ারকে এলোপাথাড়ি কোপ দুষ্কৃতীদের। জানা গিয়েছে তার নাম উত্তম চন্দ্র প্রামাণিক। হামলাকারীকে আটক করেছে বজবজ থানার পুলিশ। উদ্ধার হয়েছে  হামলায় ব্যবহৃত ধারালো অস্ত্র। কী কারণে হামলা? খতিয়ে দেখছে পুলিশ। আইসিইউতে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি ওই সিভিক ভলেন্টিয়ার। 



  • Feb 18, 2025 16:27 IST

    West Bengal News Live: বিধানসভায় কোনও আসবাবপত্র ভাঙিনি: মমতা

    "আমি বিধানসভায় কোনও আসবাব ভাঙচুর করিনি। সেই সময় আমার দল উত্তেজিত হয়ে পড়েছিল। আমি একটা জিনিসেও হাত দিইনি। আমাকে ঢুকতে না দেওয়ায় দল উত্তেজিত হয়েছিল। যিনি হিন্দু ধর্মের কথা বলছেন... আমিও কিন্তু ব্রাহ্মণ পরিবারের মেয়ে। আমার বাবা স্বাধীনতা সংগ্রামী ছিলেন। তাঁর কাছ থেকে এই শিক্ষা।" মঙ্গলবার বিধানসভায় ভাষণে এমনই বলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর আগে শুভেন্দু অধিকারী তাঁর বিরুদ্ধে বাম আমলে বিধানসভা ঢুকে ভাঙচুরের অভিযোগ এনেছিলেন। এদিন সেই অভিযোগ সরাসরি খণ্ডন করেছেন মুখ্যমন্ত্রী।  



  • Feb 18, 2025 16:14 IST

    West Bengal News Live: শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার!

    নাম না করে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীকে এবার অলআউট আক্রমণে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে তোষণের রাজনীতির অভিযোগ এনেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারকে 'মুসলিমদের সরকার' বলে দাগিয়ে দিয়েছেন শুভেন্দু। মঙ্গলবার ভরা বিধানসভা থেকে নাম না করে বিরোধী দলনেতাকে ঝাঁঝালো আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

    বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'আমার সঙ্গে নাকি জঙ্গিদের যোগ, প্রমাণ করলে পদত্যাগ করব', শুভেন্দুকে চ্যালেঞ্জ মমতার!



  • Feb 18, 2025 15:49 IST

    West Bengal News Live: হাসপাতালে আগুন-আতঙ্ক

    হাসপাতালে আগুন-আতঙ্ক। ধোঁয়ায় ঢেকে গেল ওয়ার্ড। আতঙ্কে দৌড়াদৌড়ি রোগীদের। তুমুল আতঙ্ক ছড়িয়ে পড়ে হাসপাতালের চিকিৎসক থেকে শুরু করে নার্স এবং অন্য স্বাস্থ্যকর্মীদের মধ্যেও। প্রচণ্ড ধোঁয়ায় রোগী থেকে শুরু করে চিকিৎসক প্রত্যেকেরই রীতিমতো শ্বাসকষ্ট শুরু হয়ে যায়। যদিও কিছুক্ষণের মধ্যেই স্বাভাবিক হয় পরিস্থিতি। হাসপাতালের পাশে আবর্জনার স্তুপের আগুন থেকেই ছড়ায় এই আতঙ্ক। এদিকে খবর পেয়ে ততক্ষণে ঘটনাস্থলে এসে গিয়েছে দমকল। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনেন দমকলকর্মীরা। মঙ্গলবার মালদার হরিশ্চন্দ্রপুর গ্রামীণ হাসপাতালের এই ঘটনাকে কেন্দ্র করেই তুমুল চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। 

    বিস্তারিত পড়ুন- Malda News: হাসপাতালে আগুন-আতঙ্কে হুলস্থূল, প্রাণভয়ে দৌড়াদৌড়ি রোগীদের



  • Feb 18, 2025 14:59 IST

    West Bengal News Live: গাড়ি থেকে একে একে নীল বাতি উধাও

    নবান্নের নির্দেশ অমান্য করে নীল বাতি লাগানো গাড়িতে চেপে দিব্যি ঘুরে বেড়াচ্ছিলেন বিডিও’রা। পূর্ব বর্ধমানের জামালপুর সহ জেলার একাধিক ব্লকের বিডিও’দের এভাবে 'ভিআইপি' সাজার কীর্তি ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলায় 'ফাঁস' হতেই তোলপাড় পড়ে যায় প্রশাসনিক মহলে। তারপর থেকেই 
    বিডিও’দের গাড়ি থেকে নীল বাতি উধাও হয়ে যাওয়া শুরু হয়ে গিয়েছে। জামালপুর ব্লকের বিডিও’র গাড়িতে এখন আর নীল বাতি দেখা যাচ্ছে না। 



  • Feb 18, 2025 14:54 IST

    West Bengal News Live: গাড়ি চাপা দিয়েই তৃণমূল নেতাকে খুন

    ঘাতক গাড়ির চালকের স্বীকারক্তিতে মঙ্গলকোটের তৃণমূল নেতাকে গাড়ি চাপা দিয়ে খুনের তত্ত্বেই সিলমোহর পড়ল। গত ১৭ ফেব্রুয়ারি দুর্ঘটনায় নয়, পরিকল্পনা করে গাড়ি চাপা দিয়ে পূর্ব বর্ধমানের মঙ্গলকোটের তৃণমূল নেতা লালু শেখকে খুন করা হয়। পুলিশি জেরায় ধৃত সঞ্জয় হাঁসদা এই স্বীকারক্তি দিয়েছে বলে দাবি সূত্রের। তার এই স্বীকারোক্তিতে তোলপাড় পড়ে গিয়েছে  মঙ্গলকোটে। নিহতের পরিবার এই খুনের ঘটনায় জড়িত প্রত্যেককে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক সাজার দাবি করেছেন। 



  • Feb 18, 2025 14:30 IST

    West Bengal News Live:কলেজছাত্রীকে অ্যাসিড হামলার হুমকি, মারধর

    বিয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করায় এক কলেজ পড়ুয়াকে অপহরণের অভিযোগ। চম্পাহাটির ওই তরুণীকে কলেজের সামনে থেকে স্কুটিতে তুলে নিয়ে অপহরণের অভিযোগ। তাঁকে অ্যাসিড মারার হুমকি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠল তিন যুবকের বিরুদ্ধে। অভিযোগ, দুটি স্কুটি করে এসে তুলে নিয়ে গিয়ে গৌড়দহ চার্জ সংলগ্ন মাঠে ফেলে মারধর করা হয়। তারপরে সন্ধ্যায় বাড়ির সামনে গিয়ে ফেলে দেওয়া হয় যুবতীকে। তাঁর শরীরের বিভিন্ন অংশে চোট লেগেছে। ওই তরুণী চম্পাহাটি সুশীলগড় কলেজের বি এ দ্বিতীয় বর্ষের ছাত্রী। রাতেই যুবতীর পরিবারের লোকজন তাঁকে উদ্ধার করে জখম অবস্থায় বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যায়। বারুইপুর থানায় অভিযুক্ত যুবক শ্বাসত বৈদ্য সহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে। 



  • Feb 18, 2025 14:26 IST

    West Bengal News Live:ছাত্রীকে লোহার রড দিয়ে মারধর

    অষ্টম শ্রেণির ছাত্রীকে লোহার রড দিয়ে মারধরের অভিযোগ। ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার মাঝেরহাট এলাকায়। অভিযোগ, বাড়ি থেকে বন্ধুর বাড়িতে সাইকেল নিয়ে যাচ্ছিল অষ্টম শ্রেণির ছাত্রী। বারুইপুর থানার আশ্রম মাঠ ও মাঝেরহাটের মাঝে বাইক নিয়ে দুই ব্যক্তি এসে কিশোরীর মাথায় লোহার রড দিয়ে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে ওই অষ্টম শ্রেণির ছাত্রী। তখনই বাইক নিয়ে পালিয়ে যায় ওই দুই ব্যক্তি। স্থানীয় মানুষজন পরিবারকে খবর দিলে ঘটনাস্থলে আসেন ছাত্রীর বাবা। তিনি মেয়েকে নিয়ে বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসা করিয়ে বারুইপুর থানায় অভিযোগ দায়ের করেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।



  • Feb 18, 2025 13:52 IST

    West Bengal News Live:বাংলা থেকে আরও বেশি কুম্ভমেলা স্পেশাল ট্রেন

    ১৪৪ বছর পর প্রয়াগরাজে মহাকুম্ভের বিরল-সংযোগ তৈরি হয়েছে। মহাকুম্ভ মেলা প্রাঙ্গণ এখন যেন মিনি ভারত। কোটি-কোটি পুণ্যার্থী একটানা গত কয়েক সপ্তাহ ধরে পুণ্যস্নান সেরে চলেছেন। গোটা দেশের বিভিন্ন প্রান্ত থেকে কাতারে কাতারে পুণ্যার্থী ফি দিন ঢল নামাচ্ছেন প্রয়াগরাজে। বিদেশ থেকেও পুণ্যার্থীদের দল আসছে মহাকুম্ভ মেলায়। আগামী ২৬ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে পুণ্যস্নান। দেশের বিভিন্ন প্রান্তের পাশাপাশি এরাজ্য থেকেও বিপুল পরিমাণে পুণ্যার্থী ছুটে যাচ্ছেন প্রয়াগরাজের উদ্দেশে। এবার বাংলার পুণ্যার্থীদের সুবিধার্থে আরও বেশি স্পেশাল ট্রেনের তথ্য দিল রেল। 

    বিস্তারিত পড়ুন- Mahakumbh Special Train:প্রয়াগরাজে মহাকুম্ভে পুণ্যস্নানে যাবেন? বাংলা থেকে ছুটছে আরও স্পেশাল ট্রেন, জানুন বিশদে



  • Feb 18, 2025 12:54 IST

    West Bengal News Live:বিধানসভায় আজ 'বক্সিং ডে'

    বিধানসভায় আজ 'বক্সিং ডে'। রাজ্যপালের ভাষণের উপর বক্তৃতা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। শুভেন্দু অধিকারীরও বক্তৃতা রাখার কথা ছিল। সাসপেন্ড হওয়ায় তা আর হচ্ছে না। তবে বিধানসভার বাইরে শুরুতেই সুর সপ্তমে তুললেন বিরোধী দলনেতা। আজ মমতা বন্দ্যেপাধ্যায়ের বক্তব্য শুরুর সঙ্গে সঙ্গে বিধানসভার বাইরে বক্তব্য রাখবেন শুভেন্দু অধিকারী। তার আগেও শুভেন্দু এদিন বললেন, "কেন সরস্বতী পুজোর জন্য হাইকোর্টে যেতে হবে। আমাদের সাসপেনশন হিন্দুরা ভালোভাবে নেয়নি। তোষণের রাজনীতি করছে তৃণমূল সরকার, এটা প্রমাণিত। আমাদের লড়াই কোনও সম্প্রদায়ের বিরুদ্ধে নয়। আমাদের লড়াই পুলিশ ও সরকারের বিরুদ্ধে।"



  • Feb 18, 2025 12:30 IST

    West Bengal News Live:ফের আগুন

    আবারও কলকাতা শহরে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল। এবার ঘটনাস্থল সল্টলেকের ডিএ ব্লক। সোমবার রাতে আচমকা ওই এলাকার একটি দোতলা বাড়িতে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে গোটা বাড়িতে আগুন ছড়িয়ে পড়ে। দমকলের তিনটি ইঞ্জিন বেশ কিছুক্ষণের চেষ্টায় সেই আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বিরাট বিপর্যয় ঘটে গিয়েছিল। আগুনে ঝলসে মৃত্যু হয়েছিল ওই বাড়ির কর্তা দেবর্ষি গঙ্গোপাধ্যায়ের। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান, সম্ভবত সিগারেটের ছাই থেকেই ঘরের ভিতরে আগুন লেগে যায়।



  • Feb 18, 2025 10:05 IST

    West Bengal News Live:চাকরিপ্রার্থীদের CBI জিজ্ঞাসাবাদ

    প্রাথমিকে নিয়োগ দুর্নীতির তদন্তে উদ্ধার হওয়া এমন বেশ কিছু নথিতে কয়েকজন প্রকাশালীর নাম উঠে এসেছে। তাঁদের সুপারিশে অনেকের চাকরি হয়েছিল বলে দাবি। সেই তালিকায় নাম আছে শুভেন্দু অধিকারীর ভাই দিব্যেন্দু অধিকারী থেকে শুরু করে প্রাক্তন আইপিএস অফিসার ও বর্তমানে BJP নেত্রী ভারতী ঘোষ, তৃণমূল সাংসদ মমতা বালা ঠাকুর, তৃণমূল বিধায়ক শওকত মোল্লাদের। তৎকালীন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে চাকরির জন্য নামের সুপারিশ করেছিলেন এঁরা, এমনই দাবি সূত্রের। এবার এঁদের সুপারিশে চাকরি পাওয়া ব্যক্তিদের একাংশকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে CBI।



  • Feb 18, 2025 08:54 IST

    West Bengal News Live:কলকাতায় ভয়াবহ ডাকাতি

    এবার দক্ষিণ কলকাতার মোর এভিনিউ এলাকার দাশানি স্টুডিওর পাশে একটি ফ্ল্যাটে দুঃসাহসিক ডাকাতির ঘটনা ঘটল। আগে থেকে কোনওভাবে ফ্ল্যাটের ভিতরে এসে লুকিয়েছিল দুই দুষ্কৃতী। গৃহকর্ত্রী দরজা খুলে ভেতরে ঢুকতেই তাঁকে আক্রমণ করে দুষ্কৃতীরা। এরপর তাকে অস্ত্র দেখিয়ে ভয় দেখিয়ে মুখ-হাত-পা বেঁধে ফেলে দুষ্কৃতীরা। বাড়িতে অবাধে লুঠপাট চালিয়ে তারা চম্পট দেয়।



  • Feb 18, 2025 08:53 IST

    West Bengal News Live:BJP কর্মীকে মারধর

    বিজেপি করার জন্য এক ব্যক্তিকে মারধরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। ক্যানিং পূর্ব বিধানসভা এলাকার জীবনতলার ঘটনা। বাপন মণ্ডল ও তাঁর পরিবারের উপর হামলার অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। হামলার জেরে আহত একই পরিবারের পাঁচ সদস্য। আহতদের উদ্ধার করে ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অভিযোগ এলাকার তৃণমূল কর্মীরা পরিকল্পনা করে এই হামলা চালিয়েছে বাপন মণ্ডলের বাড়িতে। পুলিশের সামনেই প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ। পুলিশ কোনও ব্যবস্থা নেয়নি বলে অভিযোগ বিজেপি কর্মীদের।



  • Feb 18, 2025 08:46 IST

    West Bengal News Live: প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়

    বৃষ্টির পূর্বাভাস রাজ্যজুড়ে। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ, প্রায় সব জেলাতেই বুধবার থেকেই বৃষ্টির দাপট শুরু হয়ে যাবে। বৃষ্টির এই রেশ চলবে আগামী রবিবার পর্যন্ত। সেই সঙ্গে বেশ কিছু জেলায় থাকবে কুয়াশার দাপটও। আলিপুর আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, আগামী বুধবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে কলকাতা সহ হাওড়া, হুগলি, দুই ২৪ পরগনা এবং বাঁকুড়া জেলায়। বৃষ্টির এই রেশ থাকবে বৃহস্পতিবারেও। সেদিন দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী শুক্রবার দুই ২৪ পরগনা এবং পূর্ব মেদিনীপুর জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সপ্তাহান্তের শনি ও রবিবার কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গেই বৃষ্টির পূর্বাভাস আলিপুর আবহাওয়া দফতরের। বৃষ্টির পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গেও।

    বিস্তারিত পড়ুন- Kolkata Weather Today:প্রবল বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়, তুমুল দুর্যোগ শুরু কবে থেকে? চলবে কতদিন?



Suvendu Adhikari Bengali News Today CM Mamata banerjee news in west bengal news of west bengal