West Bengal Weather Update:শীতের আগে ফের বৃষ্টির পূর্বাভাস জেলায়-জেলায়! আজ ভাইফোঁটায় কেমন থাকবে আবহাওয়া?

WB weather forecast 23 October 2025: তাপমাত্রার পারদ নামবে কবে থেকে? শীতের অনুভূতি মিলবে কবে? অক্টোবর মাস শেষ হতে চললেও এখনও আবহাওয়ায় বদল চোখে পড়ছে না।

WB weather forecast 23 October 2025: তাপমাত্রার পারদ নামবে কবে থেকে? শীতের অনুভূতি মিলবে কবে? অক্টোবর মাস শেষ হতে চললেও এখনও আবহাওয়ায় বদল চোখে পড়ছে না।

author-image
IE Bangla Web Desk
আপডেট করা হয়েছে
New Update
ভাইফোঁটা আবহাওয়া ২০২৫,  West Bengal Weather Update,  Kolkata Rain Forecast,  দক্ষিণবঙ্গ বৃষ্টি,  ভাইফোঁটার দিনে বৃষ্টি  ,Sikkim weather  ,আলিপুর আবহাওয়া দফতর,  শীতের আগমন দেরি,  Rain in Bengal on Bhaiphonta,  Weather Report Today  ,WB weather forecast 23 October 2025,  Kolkata temperature today,  Winter update West Bengal

Kolkata Weather Forecast: বেলা গড়ালেই কলকাতাতেও ঝেঁপে বৃষ্টি?

Kolkata Weather Update: আলিপুর আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে, আজ বৃহস্পতিবার রাজ্যে বৃষ্টির সম্ভাবনা খুবই কম। তবে মাসের শেষ দিকে আবারও রাজ্যের বিভিন্ন জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে দপ্তর।

Advertisment

আজ ভাইফোঁটার দিনে বৃষ্টি হওয়ার সম্ভাবনা তেমন নেই। তবে আগামীকাল, অর্থাৎ শুক্রবার দক্ষিণ ২৪ পরগনায় হালকা বৃষ্টি হতে পারে। শনিবারও বৃষ্টি অব্যাহত থাকবে বলে জানিয়েছে দপ্তর। সেদিন দুই ২৪ পরগনা ও দুই মেদিনীপুর জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। রবিবার এই জেলাগুলির পাশাপাশি পশ্চিমবঙ্গের আরও কয়েকটি জেলায় বৃষ্টি হতে পারে বলে পূর্বাভাস রয়েছে।

আরও পড়ুন- Bhai Phonta 2025:ভাইফোঁটায় বিশেষ মেট্রো পরিষেবা, জানুন সময়সূচি

Advertisment

উত্তরবঙ্গেও বৃষ্টির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। আজ ভাইফোঁটার দিন বাদ দিলে আগামীকাল ও শনিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ারসহ উত্তরবঙ্গের উপরের পার্বত্য জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। বিশেষ করে শনিবার উত্তরবঙ্গের প্রায় পাঁচটি জেলায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরও পড়ুন-Bhai Phonta 2025: মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটায় বড় চমক! এবার কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়?

সাধারণভাবে অক্টোবরের শেষ বা নভেম্বরের প্রথম সপ্তাহ থেকে রাজ্যের আবহাওয়ায় পরিবর্তনের ইঙ্গিত দেখা যায়। তবে আপাতত আগামী তিন দিনের মধ্যে তাপমাত্রার উল্লেখযোগ্য পতনের সম্ভাবনা নেই বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। কবে থেকে শীতের আমেজ শুরু হবে, সে বিষয়ে এখনও কোনও নির্দিষ্ট আপডেট মেলেনি।

Bhaiphonta Weather Bengal Weather Forecast Bengal Weather Alipore Weather Office