Bhai Phonta 2025:ভাইফোঁটায় বিশেষ মেট্রো পরিষেবা, জানুন সময়সূচি

Kolkata Metro:ভাইফোঁটার দিনে (২৩ অক্টোবর ২০২৫) কলকাতা মেট্রো ব্লু ও গ্রীন লাইনে চলবে বিশেষ সার্ভিস। দেখুন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি, এবং অন্যান্য লাইনগুলোতে স্বাভাবিক পরিষেবা।

Kolkata Metro:ভাইফোঁটার দিনে (২৩ অক্টোবর ২০২৫) কলকাতা মেট্রো ব্লু ও গ্রীন লাইনে চলবে বিশেষ সার্ভিস। দেখুন প্রথম ও শেষ মেট্রোর সময়সূচি, এবং অন্যান্য লাইনগুলোতে স্বাভাবিক পরিষেবা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata Metro 2025  ,Bhatri Dwitiya Metro Schedule,  Kolkata Metro Special Services  ,Blue Line Metro Kolkata  ,Green Line Metro Kolkata  ,Kolkata Metro Timings,  23 October Metro Kolkata,Bhai Phonta 2025,কলকাতা মেট্রো ২০২৫  ,ভাইফোঁটা মেট্রো সময়সূচি,  ব্লু লাইন মেট্রো কলকাতা,  গ্রীন লাইন মেট্রো কলকাতা  ,মেট্রো বিশেষ সার্ভিস  ,২৩ অক্টোবর মেট্রো  ,কলকাতা মেট্রো পরিষেবা,  ভাইফোঁটার দিনে মেট্রো,  শহীদ ক্ষুদিরাম মেট্রো  ,সল্টলেক সেক্টর ফাইভ মেট্রো

Kolkata Metro: কলকাতা মেট্রো।

Kolkata Metro: ভাইফোঁটার দিন অর্থাৎ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ব্লু লাইন ও গ্রীন লাইন-এ বিশেষ মেট্রো পরিষেবা চালাবে। ওই দিন অন্যান্য দিনের তুলনায় কিছু কম সংখ্যক মেট্রো চলবে।

Advertisment

ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম)

২৩ অক্টোবর, বৃহস্পতিবার ব্লু লাইনে মোট ১৮২টি মেট্রো (৯১ আপ ও ৯১ ডাউন) চালানো হবে, যা সাধারণ দিনের ২৭২টি পরিষেবা-র তুলনায় কম।

প্রথম মেট্রো:

সকাল ৬:৫০ – নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)

সকাল ৬:৫৪ – শহীদ খুদিরাম থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

সকাল ৬:৫৫ – মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

সকাল ৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)

আরও পড়ুন-Bhai Phonta 2025: মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটায় বড় চমক! এবার কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়?

Advertisment

শেষ মেট্রো:

রাত ৯:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)

রাত ৯:৩২ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)

রাত ৯:৪৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (অপরিবর্তিত)

আরও পড়ুন-Travel:পাহাড়ের কোলে শান্তির নীড়, প্রকৃতি প্রেমীদের 'স্বর্গরাজ্য' পাহাড়ি এই প্রান্ত

গ্রীন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর V)

ওই দিন গ্রীন লাইনে মোট ১৪৮টি মেট্রো (৭২ আপ ও ৭২ ডাউন) চালানো হবে, যা সাধারণ দিনের ২২৬টি পরিষেবা-র পরিবর্তে কম সংখ্যক।

প্রথম মেট্রো:

সকাল ৬:৩০ – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)

সকাল ৬:৩২ – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (সাধারণত ৬:৩৯-এর পরিবর্তে আগে চলবে)

আরও পড়ুন-Adhir Chowdhury:'বাংলায় ভোট মানে ছাপ্পা-লুঠ-বেমাবাজি সবই হবে', SIR নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের

শেষ মেট্রো:

রাত ৯:৪৫ – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)

রাত ৯:৪৭ – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (অপরিবর্তিত)

kolkata news West Bengal News kolkata metro Bhai Phonta 2025