/indian-express-bangla/media/media_files/2025/09/03/kolkata-metro-2025-09-03-10-29-11.jpg)
Kolkata Metro: কলকাতা মেট্রো।
Kolkata Metro: ভাইফোঁটার দিন অর্থাৎ ২৩ অক্টোবর, বৃহস্পতিবার, মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ ব্লু লাইন ও গ্রীন লাইন-এ বিশেষ মেট্রো পরিষেবা চালাবে। ওই দিন অন্যান্য দিনের তুলনায় কিছু কম সংখ্যক মেট্রো চলবে।
ব্লু লাইন (দক্ষিণেশ্বর – শহীদ ক্ষুদিরাম)
২৩ অক্টোবর, বৃহস্পতিবার ব্লু লাইনে মোট ১৮২টি মেট্রো (৯১ আপ ও ৯১ ডাউন) চালানো হবে, যা সাধারণ দিনের ২৭২টি পরিষেবা-র তুলনায় কম।
প্রথম মেট্রো:
সকাল ৬:৫০ – নোয়াপাড়া থেকে শহীদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)
সকাল ৬:৫৪ – শহীদ খুদিরাম থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
সকাল ৬:৫৫ – মহানায়ক উত্তমকুমার থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
সকাল ৬:৫৫ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)
আরও পড়ুন-Bhai Phonta 2025: মুখ্যমন্ত্রীর বাড়ির ভাইফোঁটায় বড় চমক! এবার কারা থাকছেন আমন্ত্রিতদের তালিকায়?
শেষ মেট্রো:
রাত ৯:২৮ – দক্ষিণেশ্বর থেকে শহীদ ক্ষুদিরাম (অপরিবর্তিত)
রাত ৯:৩২ – শহীদ ক্ষুদিরাম থেকে দক্ষিণেশ্বর (অপরিবর্তিত)
রাত ৯:৪৪ – শহীদ ক্ষুদিরাম থেকে দমদম (অপরিবর্তিত)
আরও পড়ুন-Travel:পাহাড়ের কোলে শান্তির নীড়, প্রকৃতি প্রেমীদের 'স্বর্গরাজ্য' পাহাড়ি এই প্রান্ত
গ্রীন লাইন (হাওড়া ময়দান – সল্টলেক সেক্টর V)
ওই দিন গ্রীন লাইনে মোট ১৪৮টি মেট্রো (৭২ আপ ও ৭২ ডাউন) চালানো হবে, যা সাধারণ দিনের ২২৬টি পরিষেবা-র পরিবর্তে কম সংখ্যক।
প্রথম মেট্রো:
সকাল ৬:৩০ – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)
সকাল ৬:৩২ – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (সাধারণত ৬:৩৯-এর পরিবর্তে আগে চলবে)
আরও পড়ুন-Adhir Chowdhury:'বাংলায় ভোট মানে ছাপ্পা-লুঠ-বেমাবাজি সবই হবে', SIR নিয়ে দলের অবস্থান স্পষ্ট অধীরের
শেষ মেট্রো:
রাত ৯:৪৫ – হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ (অপরিবর্তিত)
রাত ৯:৪৭ – সল্টলেক সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান (অপরিবর্তিত)
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us