/indian-express-bangla/media/media_files/2025/08/17/cats-2025-08-17-12-22-19.jpg)
তৃণমূল নেতার ভাইপোর ফের খেলার মাঠে শাসক নেতার 'দাদাগিরি'।
TMC Leader Assault Teacher: ফের খেলার মাঠে শাসক নেতার দাদাগিরি। গতকাল মেদিনীপুরের পর এবার ঘটনাস্থল ভাঙ্গড়। সওকত ঘনিষ্ঠ নেতার বিরুদ্ধে বিডিও-এর সামনেই শিক্ষককে মারধরের ভয়ঙ্কর অভিযোগ। আর এই ঘটনা সামনে আসতেই হুলস্থূল পড়ে গিয়েছে। ভগবানপুর হাইস্কুলের সঙ্গে হাতিশালা সরোজিনী হাইমাদ্রাসার খেলাকে কেন্দ্র করে বচসা শুরু হয়।
আরও পড়ুন- 'মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতেই হবে',মমতাকে 'আগুনে আক্রমণ' প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
তৃণমূল নেতার ভাইপোর ফের খেলার মাঠে শাসক নেতার 'দাদাগিরি'। মেদিনীপুরের পর শিরোনামে ভাঙড়। খেলার মাঠে শাসক নেতার দাদাগিরি। অভিযুক্ত সওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। অভিযোগ বিডিও-র সামনেই শিক্ষকের চড় মারেন সওকত ঘনিষ্ঠ নেতা ও তার দলবল। হাতিশালার সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষককে মারধরের ঘটনায় ইতিমধ্যে উত্তর কাশীপুর থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।
জানা গিয়েছে এক্সট্রা টাইমে বহিরাগত প্লেয়ার নামানোকে কেন্দ্র করে বচসা বাধে। অভিযোগ শিক্ষক প্রতিবাদ করলে সওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম দলবল নিয়ে ওই শিক্ষকের উপর চড়াও হন। এলোপাথাড়ি কিল-চড়-ঘুসি-লাথি মারার অভিযোগ ওঠে শাসক নেতার বিরুদ্ধে।
আরও পড়ুন- রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী মোদী, তড়িঘড়ি কেন আমন্ত্রণ জানানো হল মমতাকে? তুঙ্গে জল্পনা
এবিষয়ে শিক্ষক নাসিরুদ্দিন জানান, খেলা চলাকালীন ভগবানপুর হাইস্কুলের সভাপতি খয়রুল ইসলামের ঘনিষ্ঠ কয়েকজন আমার উপর চড়াও হয়। বেধড়ক মারধর করা হয়। ঘটনার সময় বেশ কয়েকজন নামি-দামি ফুটবলার ও প্রশাসনের বেশ কয়েকজন মাঠে উপস্থিত ছিলেন। যদিও এই ঘটনা প্রসঙ্গে অভিযুক্ত শাসক নেতার কোন প্রতিক্রিয়া মেলেনি।