/indian-express-bangla/media/media_files/2025/04/11/LkSbFXbE6EB6qyvAwA5J.jpg)
News in West bengal : গুরুত্বপূর্ণ খবরের টাটকা আপডেট জানুন।
Kolkata News Updates: আগামীকাল এসএসএসি ভবনের ডাক চাকরিহারা শিক্ষকদের একাংশের। ইতিমধ্যে এবিষয়ে অনুমতি চাওয়া হয়েছে বিধাননগর পুলিশের কাছে। যদিও এবিষয়ে কোন অনুমতি মেলেনি। পাশাপাশি চাকরিহারাদের অভিযান নিয়ে বিস্ফোরক দাবি বিধাননগর পুলিশের। সাংবাদিক বৈঠক বিধাননগর পুলিশ কমিশনারেটের তরফে দাবি করা হচ্ছে, আগামীকাল পুলিশকে লক্ষ্য করে সকেট বোমা ছোঁড়া হতে পারে। হিংসাত্মক আন্দোলনের পরিকল্পনা করা হয়েছে চাকরিহারাদের তরফে। পুলিশকে বোমা মারা, পাথর ছোঁড়ার পরিকল্পনা করা হয়েছে আন্দোলন থেকে। সাংবাদিক বৈঠকে দাবি বিধাননগর পুলিশ কমিশনারেটের। ইতিমধ্যে এবিষয়ে একটি মামলা রুজু করা হয়েছে বলেও জানানো হয়েছে পুলিশের তরফে। চাকরিহারা অধিকার মঞ্চের প্রতিনিধি সুমন বিশ্বাসের বিরুদ্ধে ইতিমধ্যে আইনানুগ ব্যবস্থা নেওয়ার পথে বিধাননগর পুলিশ কমিশনারেট।
আরও পড়ুন- ফের রাজ্যে অভয়া মৃত্যুর ছায়া! নার্সের রহস্যমৃত্যুতে পরিবারের 'বিস্ফোরক' অভিযোগ, উত্তাল রাজ্য-রাজনীতি
মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার বলেন, "এটা গুরুতর উদ্বেগের বিষয় যে কিছু দল এবং নেতারা বিহারে SIR সম্পর্কে ভুল তথ্য ছড়াচ্ছেন। বিহার SIR-তে অনিয়মের অভিযোগের এখনও ১৫ দিন বাকি। বাস্তবতা উপেক্ষা করে বিভ্রান্তি ছড়ানোর চেষ্টা করা হচ্ছে। নির্বাচন কমিশনের দরজা সকলের জন্য সমানভাবে উন্মুক্ত। বুথ স্তরের কর্মকর্তা এবং এজেন্টরা স্বচ্ছভাবে একসাথে কাজ করছেন। ভোট চুরির মতো ভুল শব্দ ব্যবহার করে জনগণকে বিভ্রান্ত করার ব্যর্থ চেষ্টা করা হয়, তাহলে এটি ভারতের সংবিধানের অবমাননা ছাড়া আর কী হতে পারে?"
ভিন রাজ্যে বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলাদেশি বলে অপমান করা হচ্ছে বলে ইতিমধ্যে বিজেপি শাসিত রাজ্যগুলির বিরুদ্ধে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস। একাধিক ঘটনা নিয়ে মামলা চলছে কলকাতা হাইকোর্টে। এরই মধ্যে ফের মৃত্যুর খবর মিলল এক বাঙালি পরিযায়ী শ্রমিকের। এবারের ঘটনাস্থল অন্ধ্র প্রদেশ। পরিবারের দাবি, বেশ কিছুদিন ধরেই নিখোঁজ ছিলেন মুর্শিদাবাদের ফরাক্কার বাসিন্দা কাদির শেখ (৩২)। অবশেষে তাঁর মৃতদেহ উদ্ধার হয়েছে রেল লাইন থেকে। পরিবারের অভিযোগ, তাঁকে পিটিয়ে খুন করে রেললাইনে ফেলে দেওয়া হয়েছে। শনিবার এই খবর জানতে পারে পরিবার। শোকে ভেঙে পড়েছে গোটা এলাকা।
আরও পড়ুন- অস্ত্রসজ্জার বহর চমকে দেবে! চিন-পাকিস্তানের বুক কাঁপিয়ে সেনার হাতে অত্যাধুনিক ফ্রন্টলাইন ফাইটার জেট
SIR-এর প্রতিবাদে তৃণমূলের বাইক মিছিল। সেই মিছিলকে লক্ষ্য করে হামলার অভিযোগ। যার জেরে ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পালটা বিজেপি পার্টি অফিসে তান্ডব চালানোর অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। উত্তপ্ত হুগলির খানাকুল। চলে ইটবৃষ্টি। পুলিশের লাঠিচার্জ। দফায় দফায় পথ অবরোধ। একেবারে অগ্নিগর্ভ পরিস্থিতির সৃষ্টি হয়েছে। টায়ার জ্বালিয়ে পথ আবরোধ। গোটা ঘটনায় চূড়ান্ত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।
২২ অগাস্ট নতুন মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীকে পাঠানো নিমন্ত্রণপত্রে শুধু আমন্ত্রণই নয়, পশ্চিমবঙ্গে চলমান একাধিক রেল প্রকল্পের বিস্তারিত খতিয়ানও তুলে ধরা হয়েছে। রেলমন্ত্রক জানাচ্ছে, কোন কোন প্রকল্পে কাজ চলছে এবং প্রতিটি ক্ষেত্রে কত টাকা অনুমোদন দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসেব নিমন্ত্রণপত্রের সঙ্গেই পাঠানো হয়েছে। ২২ অগস্ট কলকাতায় তিনটি নতুন মেট্রো স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন পরিষেবা চালু হলে শহরের যাতায়াত মসৃণ ও সুবিধাজনক হবে বলে আশা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স-এ পোস্ট করে জানান, প্রধানমন্ত্রী শিয়ালদহ–এসপ্ল্যানেড গ্রিন লাইন, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি ক্রসিং)–বেলেঘাটা অরেঞ্জ লাইন এবং নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) ইয়েলো লাইন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে ইয়েলো লাইনের যশোর রোড মেট্রো স্টেশনে। পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন করবেন।
আরও পড়ুন- মৃত্যুর দায় মুখ্যমন্ত্রীকেই নিতেই হবে',মমতাকে 'আগুনে আক্রমণ' প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের
রাজ্য সরকার সোমবারই সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশনের নির্দেশে ভোটার তালিকায় জালিয়াতির অভিযোগে পাঁচ সরকারি আধিকারিকের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে কি না। নির্বাচন কমিশন রাজ্য সরকারকে (ECI) ওই পাঁচজনের বিরুদ্ধে সাময়িক বরখাস্ত এবং এফআইআর দায়েরের নির্দেশ দিয়েছিল।
আরও পড়ুন- SIR-এর বিরুদ্ধে আজ পথে রাহুল, নির্বাচনের আগে শুরু ‘ভোটার অধিকার যাত্রা’
সূত্রের খবর, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সোমবার মুখ্যসচিব মনোজ পন্থের সঙ্গে বৈঠক করবেন। একই দিনে মন্ত্রিসভা বৈঠকও ডাকা হয়েছে। এর পরেই উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। ফলে ২০ বা ২১ আগস্টে তিনি ফেরার আগেই কমিশনের নির্ধারিত সময়সীমা শেষ হয়ে যাবে। তাই সোমবারই এবিষয়ে সিদ্ধান্ত হতে পারে বলে মনে করা হচ্ছে।
গত বুধবার দিল্লিতে বৈঠকের পর কমিশন মুখ্যসচিবকে সাত দিনের মধ্যে চারজন আধিকারিককে বরখাস্ত, এক জন ডেটা এন্ট্রি অপারেটরকে সরানো এবং পাঁচজনের বিরুদ্ধে এফআইআর দায়ের করার নির্দেশ দেয়। তবে রাজ্য সরকার এখনও এই বিষয়ে কোনও পদক্ষেপ নেয়নি। কমিশনের নির্দেশের পর মুখ্যসচিব দিল্লিতে গিয়ে মুখ্য নির্বাচন কমিশনারের সঙ্গে এক ঘণ্টার বৈঠক করেন। বৈঠকে তিনি জানান, অভিযুক্ত আধিকারিকদের বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে এবং রিপোর্ট অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। সরকারি সূত্রে খবর, সোমবারের বৈঠকে মুখ্যমন্ত্রী ও মুখ্যসচিব আইনি পরামর্শও নেবেন এবং সেখানেই ঠিক হবে পরবর্তী পদক্ষেপ।
আরও পড়ুন- হাওড়া থেকে সরাসরি সেক্টর ফাইভ, অফিস যাত্রীদের জন্য দুরন্ত উদ্যোগ কলকাতা মেট্রোর, আগামী সপ্তাহেই উদ্বোধন
২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার বুলা চৌধুরীর চুরি যাওয়া মেডেল, গ্রেফতার ১
প্রখ্যাত সাঁতারু তথা পদ্মশ্রী সম্মানপ্রাপ্ত বুলা চৌধুরীর হিন্দমোটরের বাড়িতে চুরির ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই সাফল্য পেল পুলিশ। উদ্ধার হল খোয়া যাওয়া অধিকাংশ মেডেল। গ্রেফতার হয়েছে এক অভিযুক্ত। শুক্রবার সামনে আসে চুরির ঘটনা। জানা যায়, বুলা চৌধুরীর হিন্দমোটরের দেবাইপুকুরের বাড়ি ‘সুন্দর বাড়ি’ থেকে একাধিক মেডেল ও পদ্মশ্রী পদক চুরি যায়। অভিযোগ দায়ের হওয়ার পরই তদন্তে নামে পুলিস। শনিবারই উদ্ধার হয় চুরি যাওয়া মেডেল। পুলিস সূত্রে খবর, কসবার বাসিন্দা বুলা চৌধুরীর ওই বাড়িটি তালাবন্ধই থাকে। আগেও ওই বাড়িতে চুরির ঘটনা ঘটেছিল। চুরির পর সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখেই পুলিস তদন্ত শুরু করে। শেষ পর্যন্ত গ্রেফতার হয় এক অভিযুক্ত এবং উদ্ধার হয় পদ্মশ্রী-সহ বুলা চৌধুরীর মূল্যবান মেডেল।
- Aug 17, 2025 14:17 IST
West Bengal NEWS LIVE:'আমরা বিহারের নির্বাচন চুরি হতে দেব না', 'ভোটার অধিকার যাত্রা'-তে গর্জে উঠলেন রাহুল গান্ধী
বিহারে শুরু হল কংগ্রেসের ‘ভোটার অধিকার যাত্রা’। রবিবার সাসারাম থেকে এই কর্মসূচির সূচনা করেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। প্রায় ২৫টি জেলা অতিক্রম করার পর আগামী ১ সেপ্টেম্বর এই যাত্রা শেষ হবে পাটনায় একটি মহাসমাবেশের মাধ্যমে।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিজেপি এবং আরএসএস-এর বিরুদ্ধে সরাসরি আক্রমণ শানান রাহুল গান্ধী। তাঁর অভিযোগ, “এটি সংবিধান বাঁচানোর লড়াই। বিজেপি ও আরএসএস দেশে দেশে সংবিধান ধ্বংস করছে। যেখানে নির্বাচন হচ্ছে, সেখানেই কারচুপি করে বিজেপি জিতছে।” "সারা ভারতে বিধানসভা নির্বাচন এবং লোকসভা নির্বাচনে ভোট চুরি হচ্ছে এবং বিজেপির শেষ ষড়যন্ত্র হল বিহারের SIR -এর নামে ভোট চুরি করা। আমরা তাদের ভোট চুরি করতে দেব না।"
- Aug 17, 2025 11:23 IST
West Bengal NEWS LIVE: পরপর কোপ, মৃত্যু
মাঝরাতে অপরিচিত যুবকদের বাইকে করে ঘোরাঘুরি করতে দেখে বচসা, বসসা থেকে হাতাহাতি, পরে ছুরির আঘাতে মৃত্যু হলো এক যুবকের, ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরে। শনিবার রাত প্রায় সাড়ে বারোটা নাগাদ বারুইপুর থানার মাদারাট গ্রাম পঞ্চায়েতের টগরবেরিয়া প্রাথমিক বিদ্যালয়ের সামনেই তিন যুবকের বাইক আটকায় স্থানীয় বতিন যুবক। এত রাতে পাড়ার রাস্তায় তারা কি করছে? তা জিজ্ঞাসা করার পাশাপাশি বাইকের চাবিও খুলে নেয়। শুরু হয় বচসা। তারপরে হাতাহাতি এবং অবশেষে স্থানীয় জগায়, অরূপ ও ভূত নামে তিনজন মিলে আক্রমণ করে ও বাইক আরোহী শুভঙ্কর মন্ডলকে ছুরি মারতে শুরু করে বলে পুলিশকে জানাই মৃত বাইক আরোহীর দুই সঙ্গী। শুভঙ্কর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয় তিন যুবক সেখান থেকে পালিয়ে যায়। রক্তাক্ত অবস্থায় শুভঙ্কর কে বাইকে করে তার দুই সঙ্গী বারুইপুর মহকুমা হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে। বাড়িপুর থানার পুলিশ এসে মৃত শুভঙ্করের সঙ্গে থাকা এক নাবালক ও বাবাই নামে আরো একজনকে আটক করেছে। রাতে ঘটনাস্থলে আসে বারুইপুর থানার পুলিশ। যদিও অভিযুক্ত তিন যুবক পলাতক। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।
- Aug 17, 2025 11:22 IST
West Bengal NEWS LIVE: ফের খেলার মাঠে দাদাগিরি, শিক্ষককে মার
তৃণমূল নেতার ভাইপোর ফের খেলার মাঠে শাসক নেতার 'দাদাগিরি'। মেদিনীপুরের পর শিরোনামে ভাঙড়। খেলার মাঠে শাসক নেতার দাদাগিরি। অভিযুক্ত সওকত মোল্লার ঘনিষ্ঠ খায়রুল ইসলাম। অভিযোগ বিডিও-র সামনেই শিক্ষকের চড় মারেন সওকত ঘনিষ্ঠ নেতা ও তার দলবল। হাতিশালার সরোজিনী হাই মাদ্রাসার শিক্ষককে মারধরের ঘটনায় ইতিমধ্যে উত্তর কাশীপুর থানায় দায়ের হয়েছে লিখিত অভিযোগ।
- Aug 17, 2025 11:20 IST
West Bengal NEWS LIVE: ২২ অগাস্ট রাজ্যে মোদী
২২ অগাস্ট নতুন মেট্রো রুটের উদ্বোধনী অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আমন্ত্রণ জানালেন রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। জানা গিয়েছে, ওই দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী স্বয়ং অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। মুখ্যমন্ত্রীকে পাঠানো নিমন্ত্রণপত্রে শুধু আমন্ত্রণই নয়, পশ্চিমবঙ্গে চলমান একাধিক রেল প্রকল্পের বিস্তারিত খতিয়ানও তুলে ধরা হয়েছে। রেলমন্ত্রক জানাচ্ছে, কোন কোন প্রকল্পে কাজ চলছে এবং প্রতিটি ক্ষেত্রে কত টাকা অনুমোদন দেওয়া হয়েছে, তার পূর্ণাঙ্গ হিসেব নিমন্ত্রণপত্রের সঙ্গেই পাঠানো হয়েছে। ২২ অগস্ট কলকাতায় তিনটি নতুন মেট্রো স্টেশন উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। নতুন পরিষেবা চালু হলে শহরের যাতায়াত মসৃণ ও সুবিধাজনক হবে বলে আশা। বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার এক্স-এ পোস্ট করে জানান, প্রধানমন্ত্রী শিয়ালদহ–এসপ্ল্যানেড গ্রিন লাইন, হেমন্ত মুখোপাধ্যায় (রুবি ক্রসিং)–বেলেঘাটা অরেঞ্জ লাইন এবং নোয়াপাড়া–জয় হিন্দ (বিমানবন্দর) ইয়েলো লাইন উদ্বোধন করবেন। উদ্বোধনী অনুষ্ঠান হবে ইয়েলো লাইনের যশোর রোড মেট্রো স্টেশনে। পাশাপাশি প্রধানমন্ত্রী হাওড়া মেট্রো স্টেশনের সাবওয়েরও উদ্বোধন করবেন।
- Aug 17, 2025 11:19 IST
West Bengal NEWS LIVE: জম্মুতে ফের মেঘভাঙা বৃষ্টি
জম্মুর কাঠুয়ায় মেঘ ভাঙা বৃষ্টিতে ব্যাপক ধ্বংসযজ্ঞ, ৪ জনের মৃত্যু, ধ্বংসস্তূপের নিচে আটকে বহু বাড়ি। জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় মেঘ ভাঙা বৃষ্টি ও হড়পা বানে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। অনেক বাড়ি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং জম্মু-পাঠানকোট জাতীয় সড়কের একটি অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে। এখনও পর্যন্ত ৪ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।