/indian-express-bangla/media/media_files/2025/10/17/lop-2025-10-17-12-56-50.jpg)
Murshidabad News:পঞ্চায়েত প্রধানের স্বামী কালীকুমার মণ্ডল।
ভরতপুর গ্রাম পঞ্চায়েতে আবাস যোজনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। অভিযোগ উঠেছে, পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডলের স্বামী কালী কুমার মণ্ডল নূর হোসেন নামে এক উপভোক্তার কাছ থেকে সরাসরি ২০ হাজার টাকা ঘুষ দাবি করেছিলেন। টাকা না দেওয়ায় আবাস যোজনার ঘর তৈরি করা বন্ধ করা হয় এবং ওই উপভোক্তার নাম তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে।
স্থানীয়রা জানিয়েছে, যদিও আনুষ্ঠানিকভাবে পঞ্চায়েত প্রধান অনিতা মণ্ডল দায়িত্বে আছেন, কার্যত অফিসের সমস্ত কাজকর্ম পরিচালনা করছেন তাঁর স্বামী। নথিতে স্বাক্ষরও তিনি করছেন। অভিযোগ রয়েছে, এমন অনিয়মের তথ্য ব্লক অফিসের কর্মকর্তারাও জানেন, কিন্তু এখনও পর্যন্ত কোনও ব্যবস্থা নেওয়া হয়নি।
আরও পড়ুন- Kolkata News: রাজস্থানে খুন করে কলকাতায় আশ্রয়, রুদ্ধশ্বাস অভিযানে জালে ৩ দুষ্কৃতী, পলাতক ১
গ্রামবাসীর অভিযোগ, এভাবে স্বামীর দাপট এবং ঘুষের দাবি চলার ফলে পুরো এলাকায় ক্ষোভ ও গুঞ্জন ছড়িয়েছে। অনেকেই মনে করছেন, সাধারণ মানুষ পঞ্চায়েতের অফিসে তাদের অভিযোগ জানালেও সঠিক প্রতিকার পাচ্ছেন না।
আরও পড়ুন-সেনা ছাউনিতে ভয়াবহ হামলা, ফের পাক যোগ? দিওয়ালির আগে তোলপাড় ফেলা কাণ্ড
এই ঘটনায় স্থানীয় প্রশাসন কোনও মন্তব্য করেনি। তবে এলাকাবাসী আশা করছেন, বিষয়টি দ্রুত খতিয়ে দেখে উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে, যাতে সরকারি যোজনার সুবিধা প্রকৃত প্রাপকের কাছে পৌঁছায় এবং দুর্নীতি বন্ধ হয়। ভরতপুরের এই ঘটনা পুনরায় প্রশ্ন তুলেছে গ্রামীণ পঞ্চায়েত ব্যবস্থার স্বচ্ছতা ও জবাবদিহিতার ওপর।
আরও পড়ুন-আহমেদাবাদ এয়ার ইন্ডিয়ার বিমান দুর্ঘটনা,রিপোর্টে অসন্তুষ্ট পাইলটের বাবা গেলেন সুপ্রিম কোর্টে