Kolkata News: রাজস্থানে খুন করে কলকাতায় আশ্রয়, রুদ্ধশ্বাস অভিযানে জালে ৩ দুষ্কৃতী, পলাতক ১

Rajasthan murder case: রাজস্থানের খুনের মামলার তিন অভিযুক্তকে কলকাতায় ফুলবাগান থানার পুলিশ গ্রেপ্তার করেছে, একজন এখনও পলাতক। পুলিশ তদন্ত করছে তারা কীভাবে শহরে আশ্রয় নিয়েছিল এবং কারা সাহায্য করেছিল।

Rajasthan murder case: রাজস্থানের খুনের মামলার তিন অভিযুক্তকে কলকাতায় ফুলবাগান থানার পুলিশ গ্রেপ্তার করেছে, একজন এখনও পলাতক। পুলিশ তদন্ত করছে তারা কীভাবে শহরে আশ্রয় নিয়েছিল এবং কারা সাহায্য করেছিল।

author-image
IE Bangla Web Desk
New Update
Rajasthan murder case Kolkata arrest, Three accused arrested Kolkata, Fugitive criminal search, Phoolbagan police action, Cross-state criminal investigation, Kolkata police news, Rajasthan-Kolkata crime, Arrest of murder suspects, Fugitive apprehension India, Police operation Kolkata,রাজস্থানের খুন মামলার গ্রেপ্তার, কলকাতায় তিন অভিযুক্ত গ্রেপ্তার, একজন পলাতক, ফুলবাগান পুলিশ অভিযান, রাজস্থান-কলকাতা অপরাধ, পুলিশ তল্লাশি, খুনের মামলার আসামি, কলকাতা পুলিশ সংবাদ, ফাঁকি দেওয়া অপরাধী, ক্রস-স্টেট তদন্ত

Kolkata news: প্রতীকী ছবি।

রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামান থানার খুনের মামলার তিন অভিযুক্তকে কলকাতায় গ্রেপ্তার করেছে ফুলবাগান থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের উদ্ধার করা হয়েছে। তবে মোট চারজনের মধ্যে একজন এখনও পলাতক এবং তার খোঁজে তল্লাশি চলছে।

Advertisment

সূত্রের খবর, অভিযুক্তরা রাজস্থানের পুলিশকে এড়াতে কলকাতায় আশ্রয় নিয়েছিল। স্থানীয়রা ফুলবাগান এলাকায় তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশকে খবর দেন। এরপর শুরু হয় তল্লাশি ও দৌড়ঝাঁপ — প্রায় আধঘণ্টা ধরে চলা তল্লাশি অভিযানে তিনজন ধরা পড়ে, একজন পালিয়ে যায়।

আরও পড়ুন- Chandannagar lighting: চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবের আলোর জাদু এবার দক্ষিণেশ্বরে

Advertisment

প্রাথমিক জেরায় ধৃতরা নিজের পরিচয় গোপন করার চেষ্টা করলেও পরে সত্য সামনে আসে। তারা সকলেই কুচামান থানার বাসিন্দা এবং খুনের মামলার আসামি। পুলিশ জানিয়েছে, ধৃতদের সমস্ত তথ্য ও নথি রাজস্থানের পুলিশকে পাঠানো হয়েছে।

আরও পড়ুন-West Bengal News Live Updates: সেনা ছাউনিতে গ্রেনেড হামলা, এক ঘন্টা ধরে চলল গুলিবর্ষণ, গুরুতর আহত ৩ সেনা

কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "স্থানীয়দের তৎপরতার কারণে বড় অপরাধীদের আমরা আটক করতে পেরেছি। রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ ইতিমধ্যেই হয়েছে।" বর্তমানে ধৃতদের ফুলবাগান থানায় রাখা হয়েছে। পুলিশ তদন্ত করছে কীভাবে তারা কলকাতায় আশ্রয় নিয়েছিল এবং কারা বা কীভাবে তাদের সাহায্য করেছিল। এছাড়াও শহরে নিরাপত্তার কোথায় ফাঁক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।

আরও পড়ুন-CBI raid:অতর্কিতে পুলিশের শীর্ষকর্তার বাড়িতে হানা CBI-এর, উদ্ধার টাকার পাহাড়

kolkata news Rajasthan murder case Bengali News Today