/indian-express-bangla/media/media_files/2025/05/16/ppqDhAnCYZEpH3DqGpTb.jpg)
Kolkata news: প্রতীকী ছবি।
রাজস্থানের দিদওয়ানা জেলার কুচামান থানার খুনের মামলার তিন অভিযুক্তকে কলকাতায় গ্রেপ্তার করেছে ফুলবাগান থানার পুলিশ। বৃহস্পতিবার দুপুরে ধৃতদের উদ্ধার করা হয়েছে। তবে মোট চারজনের মধ্যে একজন এখনও পলাতক এবং তার খোঁজে তল্লাশি চলছে।
সূত্রের খবর, অভিযুক্তরা রাজস্থানের পুলিশকে এড়াতে কলকাতায় আশ্রয় নিয়েছিল। স্থানীয়রা ফুলবাগান এলাকায় তাদের সন্দেহজনক আচরণ লক্ষ্য করে পুলিশকে খবর দেন। এরপর শুরু হয় তল্লাশি ও দৌড়ঝাঁপ — প্রায় আধঘণ্টা ধরে চলা তল্লাশি অভিযানে তিনজন ধরা পড়ে, একজন পালিয়ে যায়।
আরও পড়ুন- Chandannagar lighting: চন্দননগরের জগদ্ধাত্রী উৎসবের আলোর জাদু এবার দক্ষিণেশ্বরে
প্রাথমিক জেরায় ধৃতরা নিজের পরিচয় গোপন করার চেষ্টা করলেও পরে সত্য সামনে আসে। তারা সকলেই কুচামান থানার বাসিন্দা এবং খুনের মামলার আসামি। পুলিশ জানিয়েছে, ধৃতদের সমস্ত তথ্য ও নথি রাজস্থানের পুলিশকে পাঠানো হয়েছে।
কলকাতা পুলিশের এক আধিকারিক বলেন, "স্থানীয়দের তৎপরতার কারণে বড় অপরাধীদের আমরা আটক করতে পেরেছি। রাজস্থান পুলিশের সঙ্গে যোগাযোগ ইতিমধ্যেই হয়েছে।" বর্তমানে ধৃতদের ফুলবাগান থানায় রাখা হয়েছে। পুলিশ তদন্ত করছে কীভাবে তারা কলকাতায় আশ্রয় নিয়েছিল এবং কারা বা কীভাবে তাদের সাহায্য করেছিল। এছাড়াও শহরে নিরাপত্তার কোথায় ফাঁক ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন-CBI raid:অতর্কিতে পুলিশের শীর্ষকর্তার বাড়িতে হানা CBI-এর, উদ্ধার টাকার পাহাড়