Bhatar school molestation case: শিক্ষাঙ্গনে ধুন্ধুমার! ছাত্রীর অভিযোগে তোলপাড়, শিক্ষকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগে উত্তাল

Bhatar school molestation case: ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল খোদ শিক্ষকের বিরুদ্ধে। আর তা নিয়েই মঙ্গলবার তুলকালাম বেধে যায় পূর্ব বর্ধমানের ভাতারের একটি স্কুলে।

Bhatar school molestation case: ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল খোদ শিক্ষকের বিরুদ্ধে। আর তা নিয়েই মঙ্গলবার তুলকালাম বেধে যায় পূর্ব বর্ধমানের ভাতারের একটি স্কুলে।

author-image
IE Bangla Web Desk
New Update
Bhatar school molestation case, West Bengal teacher accused, girl student complaint, East Bardhaman school protest, teacher misconduct, teacher locked in room, police lathicharge, student safety issue, Narayanpur High School, Bengal school controversy

শিক্ষাঙ্গনে ধুন্ধুমার! ছাত্রীর অভিযোগে তোলপাড়, শিক্ষকের বিরুদ্ধে ভয়ঙ্কর অভিযোগে উত্তাল

Bhatar school molestation case:  শিক্ষাঙ্গনে ছাত্রীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগ উঠল খোদ শিক্ষকের বিরুদ্ধে। আর তা নিয়েই মঙ্গলবার তুলকালাম বেধে যায় পূর্ব বর্ধমানের ভাতারের একটি স্কুলে। (নারায়ণপুর উচ্চ বিদ্যালয়ে।) লাটে ওঠে সাড়ে চারশো ছাত্রছাত্রীর পঠন পাঠন। গ্রামবাসীদের রোষের হাত থেকে বাচাঁতে অভিযুক্ত শিক্ষককে টিচার্স রুমে ঢুকিয়ে তালাবন্ধ করে রাখা হয়। ক্ষোভ বিক্ষোভ চরমে উঠলে ভাতার থানার পুলিশ স্কুলে পৌছায়। অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করে করে নিয়ে যায়। অভিযুক্ত শিক্ষককে উদ্ধার করতে গিয়ে পুলিশকে হিমসিম খেতে হয়। হেনস্থারও শিকার হন পুলিশ আধিকারিক ও কর্মীরা। এমনকি পুলিশকে লক্ষ্য করে  ইটপাটকেল ছোঁড়া শুরু হয়। তখনই পুলিশ লাঠি উঁচিয়ে বিক্ষোভকারীদের হটিয়ে দিয়ে পরিস্থিতি আয়ত্বে এনে অভিযুক্ত শিক্ষককে আটক করে থানায় নিয়ে যায়।

Advertisment

দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! বাংলার প্রত্যন্ত জেলা থেকে সর্বভারতীয় স্তরে বিরাট কৃতিত্ব, উচ্ছ্বাসে ভাসছে আপামোর বাঙালি

স্কুলের প্রধানশিক্ষক জানান, একটা বাজে ঘটনা ঘটেছে। স্কুলের মাস্টারমশাই ঘটিয়েছে বলে অভিযোগ উঠেছে। এক ছাত্রী বলছে তাকে 'ব্যাড টাচ' করা হয়েছে। অনেকেই এদিন অভিযোগে বলেন,“আগেও অনেকবার ওই শিক্ষকের বিরুদ্ধে শ্লীলতাহানির  অভিযোগ উঠেছে। যাঁদের শ্লীলতাহানি করা হয়েছিল তারা একটু বড় ক্লাসের ছিল তাই লজ্জায় তাঁরা প্রতিবাদ করতে পারেনি।এবার ছোট ক্লাসের একটি ছাত্রীকে শ্লীলতাহানি করায় সে বিষয়টি শিক্ষকদের জানায়। কিন্ত স্কুলের শিক্ষকরা কোনো ব্যবস্থা নেয় নি। উল্টে ঘটনা ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন।বাড়িতে কিছু জানালে টিসি দিয়ে দেওয়া হবে বলে হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। 

Advertisment

জগন্নাথ মন্দিরের পর রাজ্যে ‘দুর্গাঙ্গন’! মমতাকে 'আগুনে আক্রমণ' শুভেন্দুর

এদিন স্কুলে বিক্ষোভে অংশ নেওয়া অভিভাবক ও গ্রামবাসীদের কথায় জানা গিয়েছে,বিদ্যালয়ের  এক ছাত্রী সোমবার ছুটির পর বাড়িতে গিয়ে তাঁর অভিভাবকদের জানায় স্কুলের এক শিক্ষক তাঁর সঙ্গে অশালীন আচরণ করেছে। ছাত্রীর বাবা মা  মঙ্গলবার ঘটনার কথা প্রতিবেশীদের কাছে জানান। ছাত্রীর বাবা মা পাড়া প্রতিবেশীদের কাছে ঘটনার কথা বলে মঙ্গলবার দুপুর বারোটা নাগাদ স্কুলে যান। ততক্ষণে গ্রামের অন্যান্য পাড়ায় খবর চলে যায়। বিভিন্ন পাড়া থেকে লোকজন ভিড় করেন স্কুলে।ওই শিক্ষককে চেপে ধরেন গ্রামবাসীরা। তখন স্কুলের প্রধান শিক্ষক অভিযুক্ত শিক্ষককে রক্ষা করতে টিচার্স রুমে আটকে তালা লাগিয়ে দেন। তা  নিয়ে স্কুলের বাইরে  একটানা বিক্ষোভ চলে। সেই খবর যায় পুলিশের কাছে। পুলিশ উত্তেজনাকর পরিস্থিতি সামাল দিয়ে বিকেল সাড়ে চারটে নাগাদ অভিযুক্ত শিক্ষককে স্কুল থেকে উদ্ধার করে নিয়ে যায়। পুলিশ জানিয়েছে, প্রতিবাদ বিক্ষোভে স্কুল উত্তাল হলেও এদিন সন্ধ্যা পর্যন্ত নির্দিষ্ট কোন অভিযোগ কেউ থানায় দায়ের করেনি।

Sexual harassment