Success Story: দুঃসাধ্য সংগ্রামে অসাধ্য সাধন! বাংলার প্রত্যন্ত জেলা থেকে সর্বভারতীয় স্তরে বিরাট কৃতিত্ব, উচ্ছ্বাসে ভাসছে আপামোর বাঙালি

Success Story: এর আগেও দু’বার তিনি UGC NET JRF পরীক্ষায় বসেছিলেন। কিন্তু আশানুরূপ ফল হয়নি। তা বলে তিনি থেমে থাকেন নি। আরও বেশি করে পড়াশুনা করে নিজেকে তৈরি করেন। তাতেই সাফল্য মিলেছে।

Success Story: এর আগেও দু’বার তিনি UGC NET JRF পরীক্ষায় বসেছিলেন। কিন্তু আশানুরূপ ফল হয়নি। তা বলে তিনি থেমে থাকেন নি। আরও বেশি করে পড়াশুনা করে নিজেকে তৈরি করেন। তাতেই সাফল্য মিলেছে।

author-image
Pradip Kumar Chattopadhyay
New Update
Nilufa Yasmin UGC NET JRF topper, All India Rank 1, East Bardhaman success story, Katwa girl makes Bengal proud, female topper India 2025, inspiration from small town, education success Bengal, Debdatta Maji, 100 percentile UGC JRF

নিলুফা ইয়াসমিন

Success Story: সর্বভারতীয় স্তরের কঠিন পরীক্ষায় ইতিপূর্বে বঙ্গ তনয়া দেবদত্তা মাঝি গর্বিত করেছিলেন বাংলাকে। এবার আরও এক বঙ্গ তনয়া নিলুফা ইয়াসমিনের সাফল্যে গর্বিত বাংলা। দেবদত্তা ও নিলুফা দু’জনেই পূর্ব বর্ধমানের কাটোয়ার বাসিন্দা। ২০২৩ সালের মাধ্যমিক পরীক্ষায় প্রথম হয়েছিলেন দেবদত্তা। এরপর সর্বভারতীর জয়ন্ট এন্ট্রান্স পরীক্ষাতেও দেবদত্তা তাক লাগানো রেজাল্ট করেন। জয়েন্ট এন্ট্রান্সের(JEE মেন) প্রথম সেশনের পর দ্বিতীয় সেশনেও ১০০-য় ১০০ পেয়ে দেবদত্তা প্রথম স্থান লাভ করেন। দেবদত্তার এই সাফল্যের পর তিন মাস কাটতে না কাটতে UGC NET JRF 2025 পরীক্ষায় ১০০ পার্সেন্টাইল নম্বর পেয়ে অল ইণ্ডিয়া র‍্যাঙ্ক ১ অর্জন করে নিলুফা ইয়াসমিন তাক লাগিয়ে দিয়েছেন। তার সাফল্য  খন অনেক তরুণ তরুণীকে প্রেরণা জোগাচ্ছে। 

Advertisment

আরও পড়ুন- জগন্নাথ মন্দিরের পর রাজ্যে ‘দুর্গাঙ্গন’! মমতাকে 'আগুনে আক্রমণ' শুভেন্দুর

নিলুফার এই সাফল্যে পরিবার পরিজনের মতোই খুশি তাঁর বসতি স্থান কাটোয়ার পালিটা রোড এলাকার বাসিন্দারা। নিলুফা জানিয়েছেন,এর আগেও দু’বার তিনি UGC NET JRF পরীক্ষায় বসেছিলেন। কিন্তু আশানুরূপ ফল হয়নি। তা বলে তিনি থেমে থাকেন নি। আরও বেশি করে পড়াশুনা করে নিজেকে তৈরি করেন। তাতেই সাফল্য মিলেছে। নিলুফা আরও বলেন,“প্রথম দু’বার ব্যর্থ হওয়ার পর মন খারাপ হয়েছিল ঠিকই,তবে  ভেঙে পড়িনি। বিশ্বাস ছিল আমি পারব। এবার শুধু পাশ করার দৃঢ় লক্ষ্য ছিলনা, ছিল শীর্ষে পৌঁছানোর লক্ষ্য" ।নিলুফা অল ইন্ডিয়া র‍্যাঙ্ক ১ হয়েছে দেখেখবুই আনন্দিত পরিবারের সদস্যরা। নিলুফার  মা-বাবা,শিক্ষক,প্রতিবেশী সবাই উচ্ছ্বাসে ভাসেছেন।ছোট শহর থেকে উঠে এসে সর্বোচ্চ র‍্যাংক অর্জন করাটা নিলুফার কাছে যেন এখন স্বপ্নের মতো লাগছে। 

Advertisment

আরও পড়ুন- ধনখড়ের পদত্যাগ নিয়ে 'বিস্ফোরক' মমতা, ৩০ কোটি 'বাঙালির অপমান', বিজেপিকে তুলোধোনা মুখ্যমন্ত্রীর

ছোট বয়সে স্কুল জীবনের শুরু থেকেই পড়াশুনায় অত্যন্ত মেধাবী ছিলেন নিলুফা।পরবর্তী সময়ে  স্নাতক ও স্নাতকোত্তর  স্তরেও নিলুফা তাঁর মেধার পরিচয় দিয়েছেন। শিক্ষকতাকে পেশা হিসেবে বেছে নেওয়ার আগ্রহ থেকেই নিলুফা UGC NET ও JRF-এর প্রস্তুতি শুরু করেন। চড়ান্ত সাফল্যও অর্জন করেন।  নিলুফা এখন কাটোয়ার তরুণ-তরুণীদের কাছে অনুপ্রেরণা। কেননা তিনি প্রমাণ করে দিয়েছেন প্রতিভা,পরিশ্রম ও সাহস থাকলে সীমাবদ্ধতা কোন বাধা হতে পারে না।বাংলাকে গর্বিত করা বঙ্গতনয়াদের সাফল্যের  তালিকায় এখন দেবদত্তা মাঝির মতোই জ্বলজ্বল করছে নিলুফা ইয়াসমিনের নাম । 

 

Success Story