Bhoomi Pooja for the construction of Ram Mandir at Sagardighi in Murshidabad: এবার বাংলার বুকে রাম মন্দির (Ram Mandir) তৈরি হচ্ছে। মুর্শিদাবাদের সাগরদিঘিতে দুই বিঘা জমির উপর তৈরি হচ্ছে রাম মন্দির। বুধবার সেই রাম মন্দিরের ভূমি পুজো। রাম মন্দিরের ভুমি পুজোকে কেন্দ্র করে সাগরদিঘিতে (Sagardighi) সাজো সাজো রব পড়ে গিয়েছে।
উল্লেখ্য, মুর্শিদাবাদের ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর (Humayun Kabir) বাবরি মসজিদ (Babri Masjid) তৈরির ঘোষণা করেছিলেন। হুমায়ুনের সেই ঘোষণার পরের দিনই পাল্টা বঙ্গীয় হিন্দু সেনা মুর্শিদাবাদের বুকেই রাম মন্দির তৈরির ঘোষণা করেছিল। বঙ্গীয় হিন্দু সেনার প্রতিষ্ঠাতা সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছিলেন, তাঁরা মুর্শিদাবাদে রাম মন্দির বানাবেন। বঙ্গীয় হিন্দু সেনার ঘোষণা মতো সাগরদিঘিতে রাম মন্দির তৈরির জন্য জোরদার তৎপরতা শুরু হয়েছিল কয়েক মাস আগেই।
গত বছরের ২২ জানুয়ারি উত্তরপ্রদেশের অযোধ্যায় (Ayodhya) রাম মন্দিরে রামলালার (Ram lalla) প্রাণ প্রতিষ্ঠা হয়। সেই দিনটিকে মাথায় রেখেই বঙ্গীয় হিন্দু সেনা সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি অম্বিকানন্দ মহারাজ জানিয়েছিলেন, ওই ২২ জানুয়ারিই তাঁরা মুর্শিদাবাদের সাগরদিঘিতে রাম মন্দিরের ভূমি পুজোর অনুষ্ঠান করবেন।
আরও পড়ুন- West Bengal News LIVE: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা রাজ্যের, আজ শুনানি ডিভিশন বেঞ্চে
সেই মতো মুর্শিদাবাদের সাগরদিঘির অলঙ্কার গ্রামে প্রায় দুই বিঘা জমিতে রাম মন্দির তৈরি করার পরিকল্পনা নেওয়া হয়। আজ বুধবার সেই জমিতেই রাম মন্দির তৈরির ভূমি পূজো। বঙ্গীয় হিন্দু সেনার তরফে রাম মন্দির তৈরির ভূমি পুজোর অনুষ্ঠানে দেশের রাষ্ট্রপতি থেকে শুরু করে প্রধানমন্ত্রী, রাজ্যের মুখ্যমন্ত্রী সহ একাধিক রাজনৈতিক দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়েছে।
আরও পড়ুন- Malda News: বিরাট 'দুর্নীতি'র আঁচই পেলেন না মুখ্যমন্ত্রী? ধুলো উড়িয়ে চপার উড়তেই কপাল চাপড়ালেন 'কন্যাশ্রী'রা!