/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/highcourt-759.jpg)
নিন্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ, আগামীকালই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে CBI Photograph: (ফাইল ছবি)
Latest West Bengal News Updates: নিন্ম আদালতের রায়কে চ্যালেঞ্জ, আগামীকালই সঞ্জয়ের ফাঁসির দাবিতে হাইকোর্টে যাচ্ছে সিবিআই। উল্লেখ্য সঞ্জয়ের ফাঁসির দাবিতে ইতিমধ্যে হাইকোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য। রাজ্যের আবেদনের পর এবার আগামীকালই হাইকোর্টের সঞ্জয়ের ফাঁসির আবেদনের দাবিতে হাইকোর্টের দ্বারস্থ হতে চলেছে। শিয়ালদা কোর্টে আর জি কর-কাণ্ডে সঞ্জয়ের আমৃত্যু কারাদণ্ডের নির্দেশ দিয়েছে। নিম্ন আদালতের রায় চ্যালেঞ্জ করে এবার হাইকোর্টে যাচ্ছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা, এমনই খবর সূত্রের।
আসানসোলে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে হামলা। আজ বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ এক যুবক এই হামলা চালায়। টেবিলের কাঁচ ভেঙে দেওয়া হয়। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল পুলিশ কমিশনরেটের গোয়ান্দারা।
ছোট্ট অশ্মিকাকে সুস্থ করাই এখন বড় চ্যালেঞ্জ! সাহায্যের হাত বাড়ালেন সাড়ে তিন লাখ মানুষ, জারি প্রাণপণ লড়াই
স্যালাইন কাণ্ডে সাসপেনশনের প্রতিবাদে আংশিক কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার সকালে থেকেই কাজে ফিরেছেন আন্দোলনকারী ডাক্তাররা। এদিকে, প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে সিআইডি। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পল্লবী চট্টোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক।
আরজি কর কাণ্ডে হাইকোর্টে রাজ্যের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। 'পরিবার এই মামলার কথা জানে?', রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। রাজ্য আদালতকে জানায়, 'পরিবার জানে না'। 'পরিবার ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব?', প্রশ্ন বিচারপতি বসাকের। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
BSF-র চোখে ধুলো দিয়ে সীমান্ত পেরিয়ে এদেশে, ফের গ্রেপ্তার বাংলাদেশি
অন্যদিকে, মঙ্গলবার রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্পর্কে যে মন্তব্য করলেন তা এখন বেশ চর্চায়। গত কয়েকবারের মতো মঙ্গলবারও বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে গরহাজির ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এমন গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজিরা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সুকান্ত মজুমদারকে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য এখন দারুণ চর্চায়।
-
Jan 22, 2025 17:51 IST
West Bengal News LIVE: আসানসোলে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে হামলা
আসানসোলে আইনমন্ত্রী মলয় ঘটকের বাড়ি-অফিসে হামলা। আজ বিকেল ৪.৪৫ মিনিট নাগাদ এক যুবক এই হামলা চালায়। টেবিলের কাঁচ ভেঙে দেওয়া হয়। ইতিমধ্যে গ্রেফতার করা হয়েছে অভিযুক্তকে। ঘটনার তদন্ত শুরু করেছে আসানসোল পুলিশ কমিশনরেটের গোয়ান্দারা।
-
Jan 22, 2025 17:36 IST
West Bengal News LIVE: পোস্টার দেখে যারপরনাই ক্ষুব্ধ মমতা!
'পাচারকারীদের গুলি করে মারা হবে'। বুধবার আলিপুরদুয়ারে প্রশাসনিক বৈঠকের যাওয়ার আগে এমনই একটি পোস্টারের ছবি নিজের মোবাইলে তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রশাসনিক বৈঠকে সেই পোস্টারের ছবি তুলে ধরে মুখ্যমন্ত্রী যারপরনাই ক্ষোভ প্রকাশ করেছেন। সরকারি জমিতে এমন পোস্টার দেওয়ার যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের রোষের মুখে পড়েছে বনদপ্তর।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee: 'পাচারকারীদের গুলি করে মারা হবে', সরকারি জমিতে এমন পোস্টারে যারপরনাই ক্ষুব্ধ মমতা!
-
Jan 22, 2025 17:05 IST
West Bengal News LIVE: ব্যারাকপুরে শুটআউট!
ফের শুটআউট! উত্তর ২৪ পরগনার ব্যারাকপুরে ভরদুপুরে যুবককে লক্ষ্য করে পরপর গুলি চালায় দুষ্কৃতীরা। চিড়িয়া মোড়ের ব্যস্ত রাস্তায় ভরদুপুরে তিন দুষ্কৃতী বাইকে করে এসে গুলি চালায়। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে যুবক। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অফিস থেকে মাত্র কয়েক মিটার দূরত্বে রোমহর্ষক এই শুটআউট। দ্রুত আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
-
Jan 22, 2025 16:56 IST
West Bengal News LIVE: ফের খুন মালদায়!
মালদায় আবারও খুন। ভাড়া নিয়ে গণ্ডগোলের জেরে পুলিশ ফাঁড়ির অদূরেই টোটো চালককে হাঁসুয়া দিয়ে কুপিয়ে খুনের অভিযোগ কয়েকজন মদপ্যদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে মালদার ইংরেজবাজার থানার বেলবাড়ি ঘাট এলাকায়। এই ঘটনার খবর পেয়ে ওই এলাকায় তদন্তে পৌঁছায় ইংরেজবাজার থানার পুলিশ। যদি এখনও পর্যন্ত পুলিশ কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
বিস্তারিত পড়ুন- Malda News: ফের খুন মালদায়! ভাড়া নিয়ে বচসার জেরে টোটোচালককে কুপিয়ে খুন
-
Jan 22, 2025 15:39 IST
West Bengal News LIVE: সুপ্রিম কোর্টে পিছিয়ে গেল আরজি কর মামলার শুনানি
সুপ্রিম কোর্টে (Supreme Court) পিছিয়ে গেল আরজি কর মামলার (RG Kar Case) শুনানি। বুধবার বেলা দু'টো নাগাদ শীর্ষ আদালতে আরজি কর মামলার শুনানি হওয়ার কথা ছিল। আরজি কর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসককে ধর্ষণ করে খুনের ঘটনায় সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের সাজা দেওয়ার পর এই প্রথম সেই মামলার শুনানি ছিল সর্বোচ্চ আদালতে। তবে এদিন প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ এই মামলার শুনানি পিছিয়ে দেওয়ার কথা জানিয়েছে।
-
Jan 22, 2025 15:37 IST
West Bengal News LIVE: কর্মবিরতি তুলে কাজে ফিরলেন মেদিনীপুর মেডিক্যাল কলেজের জুনিয়র ডাক্তাররা
স্যালাইন কাণ্ডে সাসপেনশনের প্রতিবাদে আংশিক কর্মবিরতি তুলে নিয়েছেন জুনিয়র ডাক্তাররা। বুধবার সকালে থেকেই কাজে ফিরেছেন আন্দোলনকারী ডাক্তাররা। এদিকে, প্রসূতি মৃত্যুর ঘটনায় ১২ জন চিকিৎসকের বিরুদ্ধে অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করেছে সিআইডি। সেই মামলায় রক্ষাকবচ চেয়ে হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পল্লবী চট্টোপাধ্যায় নামে এক জুনিয়র চিকিৎসক।
-
Jan 22, 2025 15:24 IST
West Bengal News LIVE: ভাগাড়ের আবর্জনার স্তূপ থেকে উদ্ধার বালকের দেহ, চাঞ্চল্য টিটাগড়ে
ভাগাড়ে জমা আবর্জনার স্তূপের মধ্যে থেকে উদ্ধার হল এক নাবালকের দেহ। ঘটনাকে কেন্দ্র করে বুধবার সকালে চাঞ্চল্য ছড়াল উত্তর ২৪ পরগনার টিটাগড়ে। এদিন সকালে সাফাইকর্মীরা ওই ভাগাড় থেকে আবর্জনা সরানোর সময় দেখতে পান শিশুর দেহ। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় টিটাগড় থানায়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহটি উদ্ধার করে।
-
Jan 22, 2025 13:53 IST
West Bengal News LIVE: কামারহাটিতে বহুতল হেলে পড়ার ঘটনায় বিস্ফোরক পুরসভার চেয়ারম্যান
বাঘাযতীন, কসবা, কামারহাটির পর এবার ট্যাংরা, হেলে পড়া বহুতলের সংখ্যা বেড়েই চলেছে। তবে উত্তর ২৪ পরগনার বেলঘরিয়ার কামারহাটিতে নির্মীয়মাণ বহুতল আবাসন হেলে পড়াকে কেন্দ্র করে বিস্ফোরক মন্তব্য খোদ কামারহাটি পুরসভার চেয়ারম্যানেরই। "ওই জায়গায় কেউ কারও কথা শোনে না।" আপাতত হেলে পাড়া বাড়ির নির্মাণকাজ বন্ধ করে দিলেও চেয়ারম্যান গোপাল সাহার এই মন্তব্যে নয়া চর্চা।
-
Jan 22, 2025 13:32 IST
West Bengal News LIVE: পর পর মেট্রো বাতিল, দমদম স্টেশনে চরম বিশৃঙ্খলা
পর পর মেট্রো বাতিল। দমদম স্টেশনে চরম বিশৃঙ্খলা। মেট্রো কর্তৃপক্ষের তরফে ট্রেন বাতিলের কোনও কারণ জানানো হয়নি বলে ক্ষোভ যাত্রীদের। ধাক্কাধাক্কিতে পড়ে গিয়ে আহত এক মহিলা।
-
Jan 22, 2025 12:46 IST
West Bengal News LIVE: চকোলেট কিনতে গিয়ে 'ধর্ষিত' নাবালিকা, পলাতক মুদি দোকানদার, দোকান ভাঙচুর
চকোলেট কিনতে গিয়ে 'ধর্ষণের' শিকার নাবালিকা! এই ঘটনায় কাঠগড়ায় মুদি দোকানের মালিক। বুধবার সকালে এই ঘটনায় চাঞ্চল্য বীরভূমের সিউড়ি থানার একটি বাজারে। ঘটনায় ক্ষোভে মুদি দোকানে ভাঙচুর চালালেন স্থানীয় বাসিন্দারা। খবর পেয়ে ঘটনাস্থলে যায় সিউড়ি থানার পুলিশ। পলাতক অভিযুক্ত।
-
Jan 22, 2025 12:02 IST
West Bengal News LIVE: ছেলে-বউমার অত্যাচার সহ্য করতে না পেরে আত্মঘাতী অশীতিপর বৃদ্ধ
ছেলে এবং বউমার অত্যাচার সহ্য করতে না পেরে নিজেকে শেষ করার চরম সিদ্ধান্ত অশীতিপর বৃদ্ধের। বুধবার ঘর থেকে উদ্ধার হয় বৃদ্ধের দেহ। প্রতিবেশীদের অভিযোগ, ছেলে-বউমার অত্যাচারেই আত্মঘাতী হয়েছেন বৃদ্ধ। সোদপুরের ঘটনায় ছেলেকে আটক করেছে পুলিশ।
-
Jan 22, 2025 11:55 IST
West Bengal News LIVE: সঞ্জয়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে মামলা রাজ্যের, গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন সিবিআইয়ের
আরজি কর কাণ্ডে হাইকোর্টে রাজ্যের দায়ের করা মামলার গ্রহণযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলল সিবিআই। পরিবার এই মামলার কথা জানে? রাজ্যকে প্রশ্ন বিচারপতি দেবাংশু বসাকের। রাজ্য আদালতকে জানায়, পরিবার জানে না। পরিবার ছাড়া কি এই বিচারপ্রক্রিয়া চালানো সম্ভব? প্রশ্ন বিচারপতি বসাকের। আগামী সোমবার মামলার পরবর্তী শুনানি।
-
Jan 22, 2025 11:51 IST
West Bengal News LIVE: দিনহাটায় স্টেজ শো-তে গাইতেই গাইতেই হঠাৎ অসুস্থ মোনালি ঠাকুর
স্টেজ শো করতে গিয়েই অঘটন! গায়িকা মোনালি ঠাকুর নাকি অনুষ্ঠান করতে করতেই অসুস্থ হয়ে পড়েন? তাঁর পারফরমেন্সের ভিডিও ভাইরাল হলেও এই খবর সত্যিই। মঙ্গলবার দিনহাটায় অনুষ্ঠান করতে গিয়েই তাঁর সঙ্গে এই ঘটনা ঘটে। ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন তাঁর ভক্তরা।
-
Jan 22, 2025 11:29 IST
West Bengal News LIVE: খাস কলকাতায় হেলে পড়ল বিরাট বহুতল, আতঙ্ক চরমে!
এবার খাস কলকাতা শহরে হেলে পড়ল নির্মীয়মাণ বহুতল। বাঘাযতীন, কামারহাটির পর এবার ট্যাংরা। ট্যাংরার ক্রিস্টোফার রোডে একটি নির্মীয়মাণ বহুতল হেলে পড়ে। কলকাতা পুরসভার ৫৮ নম্বর ওয়ার্ডের এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। স্থানীয় কাউন্সিলর বিষয়টি পুরসভার বিল্ডিং বিভাগকে জানিয়েছেন। বড় বিপদ এড়াতে তাঁর তরফে প্রয়োজনীয় সব ব্যবস্থা তিনি নিচ্ছেন বলে জানিয়েছেন। এলাকার বাসিন্দাদের একাংশের অভিযোগ, জলা জায়গা ভরাট করে বহুতলটি নির্মাণ করা হয়েছে।
-
Jan 22, 2025 10:37 IST
West Bengal News LIVE: বিদায়ের আগে বাংলা কাঁপাতে নতুন করে কোমর বাঁধছে শীত?
পরপর পশ্চিমী ঝঞ্ঝার কোপে শীতের আমেজ বেশ ফিকে রাজ্যে। বিশেষ করে রাজ্যের দক্ষিণবঙ্গের জেলাগুলিতে গত কয়েকদিনে প্রায় আড়াই ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বেড়েছে। ভরা মাঘে শীতের জমাটি মেজাজ টের পাওয়া যায়নি এখনও পর্যন্ত। আবহাওয়া দপ্তরের তরফে জানা গিয়েছে, আপাতত দিন কয়েক আবহাওয়া এমনই থাকবে। তবে এরই মধ্যে বৃষ্টির সম্ভাবনা রয়েছে কয়েকটি জেলায়। তবে শেষবেলায় ফের একবার শীতের দুরন্ত কাম ব্যাক হতে পারে। আবারও এক ধাক্কায় বেশ খানিকটা নামতে পারে পারদ।
-
Jan 22, 2025 09:50 IST
West Bengal News LIVE: সইফের হামলাকারী শরিফুলের বিরুদ্ধে খুন-ছিনতাইয়ের অভিযোগ বাংলাদেশে
বলিউড অভিনেতা সইফ আলি খানের উপর প্রাণঘাতী হামলায় অভিযুক্ত মহম্মদ শরিফুল ইসলামের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ মুম্বই পুলিশের। জানা গিয়েছে, সইফ আলি খানের উপর হামলায় মূল অভিযুক্ত ধৃত শরিফুল বাংলাদেশের একজন কুখ্যাত দুষ্কৃতী। তাঁর বিরুদ্ধে খুন-ছিনতাইয়ের অভিযোগ রয়েছে। একাধিক মামলায় অভিযুক্ত বাংলাদেশি নাগরিক। গ্রেফতারি এড়াতে তিনি বাংলাদেশ থেকে পালান। তাহলে কি স্রেফ চুরি-ডাকাতি নয়, আরও ভয়ঙ্কর উদ্দেশ্য নিয়ে অভিনেতার বাড়িতে ঢুকেছিলেন শরিফুল? উঠছে প্রশ্ন।
-
Jan 22, 2025 09:18 IST
West Bengal News LIVE: মুর্শিদাবাদে রাম মন্দিরের ভুমিপুজো ঘিরে সাজ সাজ রব
মুর্শিদাবাদের সাগরদিঘিতে ২ বিঘা জমির ওপর তৈরি হচ্ছে রাম মন্দির। আজ, বুধবার সেই মন্দিরের ভূমিপুজো হবে। অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়েছে, ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং মুখ্য়মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আমন্ত্রিত বিভিন্ন রাজনৈতিক দলের নেতা-নেত্রীরাও। সম্প্রতি, মুর্শিদাবাদে তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর বাবরি মসজিদ তৈরির ঘোষণা করার পরদিনই, পাল্টা রাম মন্দির তৈরির ঘোষণা করে বঙ্গীয় হিন্দু সেনা।
-
Jan 22, 2025 08:46 IST
West Bengal News LIVE: 'বড় লড়াইয়ের জন্য প্রস্তত', নির্যাতিতার বাড়ি গিয়ে বললেন শুভেন্দু
আরজি কর মামলায় শাস্তি ঘোষণার পরদিন অর্থাৎ মঙ্গলবার নির্যাতিতার পরিবারের সঙ্গে দেখা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। প্রায় ৩০ মিনিট তাঁদের মধ্যে কথা হয়। নির্যাতিতার বাবা-মা তাঁর উপর ভরসা রেখেছেন বলে জানিয়েছেন। শুভেন্দু জানিয়েছেন, 'আমি নিজেকে তাঁদের পরিবারের একজন বলে ভাবি। আমি তাঁদের সঙ্গে রয়েছি। যেভাবে সহযোগিতা চাইবেন, সেভাবে আমি সাধ্যমতো ওঁদের সাহায্য করব। আমার ব্যক্তিগত মত, এটা বিরলতম ঘটনা। অনেক বড় লড়াই হবে, পরিবার তার প্রস্তুতি নিচ্ছে।'
-
Jan 22, 2025 08:35 IST
West Bengal News LIVE: দলীয় বৈঠকে গরহাজির শুভেন্দু, সুকান্তর মন্তব্যে তুমুল জল্পনা
মঙ্গলবার রাজ্য বিজেপির সাংগঠনিক বৈঠক শেষে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার (Sukanta Majumdar) বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) সম্পর্কে যে মন্তব্য করলেন তা এখন বেশ চর্চায়। গত কয়েকবারের মতো মঙ্গলবারও বঙ্গ বিজেপির সাংগঠনিক বৈঠকে গরহাজির ছিলেন শুভেন্দু অধিকারী। বিরোধী দলনেতার এমন গুরুত্বপূর্ণ বৈঠকে গরহাজিরা নিয়ে সাংবাদিকরা প্রশ্ন করেছিলেন সুকান্ত মজুমদারকে। সাংবাদিকদের সেই প্রশ্নের উত্তর দিতে গিয়ে সুকান্ত মজুমদারের মন্তব্য এখন দারুণ চর্চায়।
-
Jan 22, 2025 08:34 IST
West Bengal News LIVE: আরজি কর মামলার শুনানি সুপ্রিম কোর্টেও
বুধবার আরজি কর মামলায় সুপ্রিম কোর্টেও শুনানি রয়েছে. প্রধান বিচারপতি সঞ্জীব খান্না, বিচারপতি সঞ্জয় কুমার এবং বিচারপতি কেভি বিশ্বনাথনের বেঞ্চে হবে মামলার শুনানি। আরজি কর মামলায় শিয়ালদহ আদালত ধর্ষক-খুনি সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ডের আদেশ দেওয়ার পর এই প্রথম মামলার শুনানি হচ্ছে।
-
Jan 22, 2025 08:33 IST
West Bengal News LIVE: আরজি করের ধর্ষক-খুনি সঞ্জয়ের ফাঁসি চেয়ে রাজ্যের মামলা, আজ হাইকোর্টে শুনানি
আরজি কর (RG Kar Case) মামলায় আমৃত্যু কারাদণ্ডের সাজাপ্রাপ্ত সঞ্জয় রায়ের ফাঁসি চেয়ে হাইকোর্টে (Calcutta High Court) মামলা দায়ের করেছে রাজ্য সরকার। আজ, বুধবার সেই মামলায় রাজ্যের আবেদন শুনবে উচ্চ আদালত। বুধ সকালে বিচারপতি দেবাংশ বসাকের ডিভিশন বেঞ্চে হবে মামলার শুনানি। যদিও রাজ্যের এই পদক্ষেপে সায় নেই নির্যাতিতার মা-বাবার। নিহত চিকিৎসকের বাবা মুখ্যমন্ত্রীর উদ্দেশে বলেছেন, 'ওঁকে ওত ব্যস্ত হয়ে এগিয়ে এসে কিছু করতে হবে না। মুখ্যমন্ত্রী এতদিন যা করেছেন আর যেন উনি না করেন, এটাই আমাদের অনুরোধ মুখ্যমন্ত্রীর কাছে।'