Bidhannagar: নিউটাউনে কিশোরীকে ধর্ষণ-খুনের ঘটনা থেকে শিক্ষা! যুগান্তকারী পদক্ষেপ পুলিশের

Bidhannagar: নিউটাউনে কিশোরীকে ধর্ষণ করে খুনের ঘটনায় তোলপাড় পড়ে যায়। এক্ষেত্রে এক টোটোচালকের বিরুদ্ধে বর্বরোচিত ঘটনার অভিযোগ ওঠে। জেরায় দোষ কবুলও করেছে ওই টোটোচালক।

author-image
IE Bangla Web Desk
New Update
Bidhannagar Police Commissionerate is arranging to give identity cards to Toto drivers: টোটোচালকের শংসাপত্র দেবে বিধাননগর পুলিশ কমিশনারেট

প্রতীকী ছবি।

নিউটাউনে একা নাবালিকা খুন ও ধর্ষণের ঘটনার পর নড়েচড়ে বসেছে বিধান নগর পুলিশ কমিশনারেট। কমিশনারেট এলাকায় অপরাধ কমাতে এবার নজিরবিহীন পদক্ষেপ করা হচ্ছে। বিশেষ করে কমিশনারেট এলাকার আওতাধীন টোটো ও ই-রিক্সা চালকদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হচ্ছে। 

Advertisment

পুলিশ সূত্রে খবর, নিউ টাউনে যত টোটো ও ই-রিকশা চলে তাদের প্রত্যেককেই সচিত্র পরিচয়পত্র ও কালার ছবি জমা দিতে হবে পুলিশ কমিশনারেটে। পুলিশের তরফ থেকে একটি পরিচয় পত্র দেওয়া হবে তাঁদের। যে পরিচয় পত্রের এক কপি টোটোর গায়ে লাগানো থাকবে, এক কপি থাকবে পুলিশের কাছে। অন্য কপি যাবে পরিবহণ দফতরে। পুলিশ সূত্রে খবর, এই সমস্ত টোটো চালক ও রিক্সা চালকদের সম্পর্কে বিস্তারিতভাবে খোঁজ-খবর নেওয়া হবে। যদি কারও বিরুদ্ধে পুরনো অপরাধমূলক কেস থাকে তাহলে তাদেরকে এই সার্টিফিকেট দেওয়া হবে না। সেই সঙ্গে তারা টোটো ও ই-রিকশা চালাতেও পারবেন না।

পুলিশ সূত্রে আরও জানা গিয়েছে, স্থানীয় বাসিন্দা ছাড়াও বহু টোটো চালক যাঁরা বাইরে থেকে এসে এখানে ভাড়া নিয়ে থাকছেন। তাঁদের একটি বড় অংশ নিউ টাউন ও সংলগ্ন এলাকায় টোটো বা ই-রিক্সা চালাচ্ছেন। তাই বাইরে থেকে আসা মানুষজনের সম্পর্কে পুলিশের কাছে বিস্তারিত তথ্য থাকছে না। এবার যাতে এই সমস্ত টোটো চালক বা রিক্সা চালকদের দ্রুত চিহ্নিত করা যায় সেব্যাপারেই যথোপযুক্ত পদক্ষেপ করা হচ্ছে। 

আরও পড়ুন- West Bengal News Live: বাড়বে লক্ষীর ভাণ্ডারের টাকা? মহিলাদের জন্য বিরাট চমক আজকের বাজেটে?

Advertisment

উল্লেখ্য, দিন কয়েক আগে নিউটাউনে এক কিশোরীর অর্ধনগ্ন মৃতদেহ উদ্ধার ঘিরে তোলপাড় পড়ে যায়। ওই কিশোরীকে ধর্ষণ করে খুনের অভিযোগ ওঠে এক টোটো চালকের বিরুদ্ধে। তদন্ত নেমে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। জানা গিয়েছে ঘটনার রাতে কিশোরী টোটোয় ওঠার পর তিন ঘন্টা তাকে নিয়ে নিউটনের রাস্তায় ঘুরেছিল ওই টোটো চালক। টোটোর স্প্রিং গলায় পেঁচিয়ে কিশোরীকে শ্বাস শোধ করে খুন করে ওই টোটো চালক। খুনের পর তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ উঠেছে। তারপর কিশোরীর মৃতদেহ জঙ্গলের মধ্যে নিয়ে গিয়ে ফেলে দিয়ে চম্পট দেয় অভিযুক্ত।

আরও পড়ুন- NRS Medical College & Hospital: 'ফ্রি ওয়াইফাই' আর নয়! NRS-এ ব্লক ফেসবুক,ইউটিউব থেকে সুইগি জোম্যাটো

Newtown Bengali News Today Bidhannagar E toto news in west bengal news of west bengal