facebook instagram youtube and many sites are block at nrs hospital and stop free wifi service: এবার ইন্টারনেট ব্যবহারের ক্ষেত্রে কড়া বিধি-নিষেধ চালু করে দিল কলকাতার স্বনামধন্য সরকারি হাসপাতাল। এবার থেকে হাসপাতালে অন ডিউটি চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের মোবাইল ফোনের ব্যবহারে রাশ টানতে নজিরবিহীন কড়া পদক্ষেপ করেছে NRS হাসপাতাল কর্তৃপক্ষ। এবার থেকে রাজ্য সরকারি এই মেডিকেল কলেজ হাসপাতালে আর যথেচ্ছভাবে ফ্রি ওয়াইফাই-এর পরিষেবার সুবিধা নেওয়া যাবে না।
যুগান্তকারী সিদ্ধান্ত কলকাতার নীলরতন সরকার মেডিকেল কলেজ হাসপাতালের। এবার থেকে হাসপাতাল চত্বরের মধ্যে ব্লক করা হল facebook, instagram, youtube সহ নানা সোশ্যাল মিডিয়া সাইট। শুধু তাই নয় প্রাপ্তবয়স্কদের জন্য কিছু ওয়েবসাইট থেকে শুরু করে সিনেমা, ওয়েব সিরিজের প্ল্যাটফর্ম নেটফ্লিক্স, অ্যামাজন প্রাইম এমনকী জোম্যাটো ও সুইগির মতো ফুড ডেলিভারি অ্যাপগুলিও বন্ধ করে দেওয়া হল।
এনআরএস মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে এবার থেকে হাসপাতালের ইন্টারনেট পরিষেবা শুধুমাত্র প্রশাসনিক এবং শিক্ষামূলক কাজেই ব্যবহার করা যাবে। প্রয়োজনীয় ওয়েবসাইট যেমন whatsapp, gmail এবং ভিডিও কনফারেন্সের প্রয়োজনে ব্যবহৃত সাইটগুলি ব্যবহার করা যাবে।
আরও পড়ুন- West Bengal News Live: সাংঘাতিক তথ্য ED-র হাতে? রেশন দুর্নীতি মামলায় দুরন্ত অভিযানে কেন্দ্রীয় সংস্থা
এছাড়াও রাজ্য এবং কেন্দ্রীয় সরকারি ওয়েবসাইটগুলোও ব্যবহার করা যাবে। বাকি সব সাইট ব্লক করে দেওয়া হবে। জানা গিয়েছে, এনআরএস মেডিকেল কলেজ হাসপাতালে নতুন করে ইন্টারনেটের Firewire সিস্টেম বসানো হচ্ছে।
আরও পড়ুন- North Bengal: উত্তরবঙ্গে যাতায়াত এবার আরও মসৃণ! অভূতপূর্ব পরিকল্পনার বাস্তবায়ন শীঘ্রই, জানাল কেন্দ্র