নিম্নচাপের জেরে গতকাল রাত থেকে লাগাতার দফায় দফায় বৃষ্টি চলছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। একটানা বৃষ্টিতে শহর কলকাতার পাশাপাশি বিধাননগরের বিস্তীর্ণ এলাকায় জল জমে গিয়েছে। ভরা বর্ষায় কলকাতা ও সংলগ্ন এলাকার প্রতিবারের সেই চেনা দুর্ভোগের ছবিটাই বারবার সামনে এসেছে এবারও। শুক্রবার বিধাননগরের জলমগ্ন পরিস্থিতি নিয়ে স্থানীয় পুরনিগমকেই দায়ী করে বেনজির বিক্ষোভ BJP-র। রাস্তার জমা জলে সাঁতার কেটে অভিনব বিক্ষোভ দেখালেন বিজেপির কর্মীরা।
বৃষ্টিতে জমা জলে সাঁতার কেটে অভিনব বিক্ষোভ বিজেপির। সল্টলেকের নিকাশি ব্যবস্থার করুণ দশা বোঝাতেই পুর কর্তৃপক্ষের বিরুদ্ধে তাদের এই অভিনব প্রতিবাদ। বিজেপির অভিযোগ, সল্টলেকের দিকে দিকে বেআইনি প্রোমোটিং চলছে। এক্ষেত্রে বিধাননগর পুরনিগমের কর্তা-ব্যক্তিদের হেলদোলহীন মানসিকতাকেই দায়ী করেছেন তারা।
সল্টলেকের দিকে দিকে পুকুর ভরাট করে প্রোমোটিংয়ের অভিযোগ বিজেপি কর্মীদের। লাগাতার বৃষ্টিতে বিধাননগরের বিস্তীর্ণ এলাকা জনমগ্ন। সল্টলেকের এফডি ব্লক থেকে শুরু করে ইসি ব্লকের রাস্তায় কোথাও হাঁটু সমান কোথাও কোমর সমান জল জমে যায়।
শুক্রবার সকালে এফডি ব্লক এবং এসি ব্লকের জমা জলে সাঁতার কেটে বিক্ষোভ দেখিয়েছেন বিজেপি কর্মীরা। এরপরেই সেখানে পৌঁছে যায় পুলিশ। বিক্ষোভকারীদের সরিয়ে দেওয়া হয়। কয়েকজনকে আটক করা হয়েছে বলে বিজেপির দাবি। এদিন বিক্ষোভকারী এক বিজেপি কর্মী বলেন, "আমরা জনগণের কথা তুলে ধরছি, তাই আমাদের গ্রেফতার করছে পুলিশ।"
আরও পড়ুন- Kolkata heavy rain:লাগাতার বৃষ্টিতে দুর্ভোগের চেনা-ছবি কলকাতায়, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা
উল্লেখ্য, গতকাল রাত থেকে গোটা দক্ষিণবঙ্গ জুড়ে প্রবল বৃষ্টি শুরু হয়েছে দফায় দফায়। শহর কলকাতার পাশাপাশি লাগোয়া সল্টলেকের বিস্তীর্ণ এলাকায় বৃষ্টি চলেছে। শুক্রবারও দিনভর দফায় দফায় ভারী বৃষ্টি হয়েছে কলকাতা ও শহরতলি-সহ সল্টলেক চত্বরে।
আরও পড়ুন- West Bengal News Live Update: প্রবল বৃষ্টিতে বিরাট বিপর্যয় কলকাতায়, হুড়মুড়িয়ে ভেঙে পড়ল দুটি বাড়ির একাংশ
গতকাল রাত থেকে টানা বৃষ্টির জেরে মধ্যে কলকাতা মেডিকেল কলেজ চত্বরে জল জমে যায়। জলমগ্ন হয়ে পড়ে কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ চত্বর সহ বিস্তীর্ণ প্রান্ত। বেলার দিকে জল কিছুটা নামলেও দুপুরে ফের মুষলধারে বৃষ্টি হয়। তার জেরে আরও ভয়াবহ হতে পারে পরিস্থিতি।