বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, জলের তলায় একাধিক রাস্তা। একটানা বৃষ্টিতে শহর কলকাতার জল ছবিটা ফের ফিরেছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়াতেই লাগাতার তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। শুক্রবারেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।
গতকাল রাত থেকে চলা বৃষ্টির জেরে ধাপা থেকে শুরু করে বালিগঞ্জ, ওদিকে মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর, মেডিকেল কলেজ চত্বর জলের তলায়। জলমগ্ন ক্যামাক স্ট্রিট, উডবার্ন লেন,মুক্তারাম বাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ।
টানা বৃষ্টিতে জল জমেছে ভবানীপুর চত্বরেও। একইভাবে উল্টোডাঙ্গা এলাকার একাধিক রাস্তা জলমগ্ন। কলকাতার চিৎপুর রেল ইয়ার্ডে জল জমে ফের একবার সাউথ সেকশনে সিগনালিংয়ের সমস্যা দেখা দিয়েছে। কলকাতার বেশ কিছু এলাকায় জল জমার জেরে গাড়ির গতি ধীর। একাধিক রাস্তায় যানজট তৈরি হয়েছে।
আরও পড়ুন- West Bengal News Live Update: স্কুলে প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত্যুমিছিলে হাহাকার, আটকে বহু, চূড়ান্ত চাঞ্চল্য
আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবারেও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।
আরও পড়ুন- migrant labour murder:ভিনরাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, নৃশংস হত্যার কারণ নিয়ে ধন্দ