Kolkata heavy rain:লাগাতার বৃষ্টিতে দুর্ভোগের চেনা-ছবি কলকাতায়, জলমগ্ন বিস্তীর্ণ এলাকা

kolkata waterlogging: বৃহস্পতিবার রাত থেকে শহর কলকাতায় লাগাতার বৃষ্টি, জলমগ্ন মহানগরীর বিস্তীর্ণ প্রান্ত।

kolkata waterlogging: বৃহস্পতিবার রাত থেকে শহর কলকাতায় লাগাতার বৃষ্টি, জলমগ্ন মহানগরীর বিস্তীর্ণ প্রান্ত।

author-image
IE Bangla Web Desk
New Update
Kolkata heavy rain 25 July 2025 waterlogging  ,Jodhpur Park waterlogged Taltala South City Mall drainage,  IMD Kolkata low pressure waterlogging July 2025  ,Kolkata traffic delays waterlogged roads 25 July   KMC drainage appeal Jodhpur Park Kolkata,কলকাতা ভারী বৃষ্টি ২৫ জুলাই ২০২৫ জলাবদ্ধতা   জোধ্যপুর পার্ক জলমগ্ন রাস্তা  ,তালতলা–সাউথ সিটি জল জমা কলকাতা  ,কলকাতা জলাবদ্ধ যানজট ২৫ জুলাই  ,কলকাতা KMC ড্রেনেজ আবেদন

Kolkata heavy rain 25 July 2025 waterlogging: বৃষ্টিতে জলমগ্ন কলকাতা।

বৃহস্পতিবার রাত থেকে শুক্রবার সকাল পর্যন্ত দফায় দফায় বৃষ্টিতে জলমগ্ন শহর কলকাতার বিস্তীর্ণ প্রান্ত। কলকাতার উত্তর থেকে দক্ষিণ, জলের তলায় একাধিক রাস্তা। একটানা বৃষ্টিতে শহর কলকাতার জল ছবিটা ফের ফিরেছে। বঙ্গোপসাগরের নিম্নচাপ শক্তি বাড়াতেই লাগাতার তুমুল বৃষ্টি কলকাতা-সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায়। শুক্রবারেও দক্ষিণবঙ্গের প্রায় সর্বত্র ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা জারি হয়েছে।

Advertisment

গতকাল রাত থেকে চলা বৃষ্টির জেরে ধাপা থেকে শুরু করে বালিগঞ্জ, ওদিকে মধ্য কলকাতার আমহার্স্ট স্ট্রিট, ঠনঠনিয়া কালীবাড়ি চত্বর, মেডিকেল কলেজ চত্বর জলের তলায়। জলমগ্ন ক্যামাক স্ট্রিট, উডবার্ন লেন,মুক্তারাম বাবু স্ট্রিট, কলেজ স্ট্রিট, সেন্ট্রাল অ্যাভিনিউ।

টানা বৃষ্টিতে জল জমেছে ভবানীপুর চত্বরেও। একইভাবে উল্টোডাঙ্গা এলাকার একাধিক রাস্তা জলমগ্ন। কলকাতার চিৎপুর রেল ইয়ার্ডে জল জমে ফের একবার সাউথ সেকশনে সিগনালিংয়ের সমস্যা দেখা দিয়েছে। কলকাতার বেশ কিছু এলাকায় জল জমার জেরে গাড়ির গতি ধীর। একাধিক রাস্তায় যানজট তৈরি হয়েছে।

Advertisment

আরও পড়ুন- West Bengal News Live Update: স্কুলে প্রার্থনা চলাকালীন হুড়মুড়িয়ে ভেঙে পড়ল ছাদ, মৃত্যুমিছিলে হাহাকার, আটকে বহু, চূড়ান্ত চাঞ্চল্য

আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, শুক্রবারেও দিনভর কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দফায়-দফায় ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। তাই পরিস্থিতি আরও ভয়াবহ রূপ নেওয়ার আশঙ্কা করা হচ্ছে।

আরও পড়ুন- migrant labour murder:ভিনরাজ্যে খুন বাংলার পরিযায়ী শ্রমিক, নৃশংস হত্যার কারণ নিয়ে ধন্দ

kolkata rain waterlogged Waterlogged street