Bihar election 2025:বিহার বিধানসভা নির্বাচন: BJP-র প্রথম প্রার্থী তালিকায় দুরন্ত চমক! ৭১ জনের নাম ঘোষণা

Bihar Assembly Election 2025:বিজেপি বিহার বিধানসভা নির্বাচনের জন্য ৭১ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে, যার মধ্যে তারাপুরের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং লক্ষীসরাইয়ের মন্ত্রী বিজয় কুমার সিনহাও রয়েছেন।

Bihar Assembly Election 2025:বিজেপি বিহার বিধানসভা নির্বাচনের জন্য ৭১ জন প্রার্থীর প্রথম তালিকা ঘোষণা করেছে, যার মধ্যে তারাপুরের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী এবং লক্ষীসরাইয়ের মন্ত্রী বিজয় কুমার সিনহাও রয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Bihar Assembly Election 2025, BJP candidate list, BJP first list, Samrat Choudhary, Vijay Kumar Sinha, Nitin Nabin, Renu Devi, Shreyasi Singh, Bihar politics, Bihar election dates, BJP women candidates, Bihar Vidhan Sabha election, BJP 71 seats, Bihar election news, Bihar poll 2025, বিহার নির্বাচন ২০২৫, বিজেপি প্রার্থী তালিকা, সম্রাট চৌধুরী, বিজয় কুমার সিংহ, নিতিন নবীন, রেণু দেবী, শ্রেয়সী সিং, বিহার বিধানসভা ভোট, বিহার রাজনীতি, বিজেপি মহিলা প্রার্থী, বিহার বিধানসভা নির্বাচন তারিখ, বিজেপি ৭১ আসনের তালিকা, বিহার ভোট ২০২৫

Bihar Assembly Election 2025: বিহার বিধানসভা ভোটে প্রথম প্রার্থী তালিকা ঘোষণা BJP-র।

Bihar poll 2025-BJP first list:বিহার বিধানসভা নির্বাচনের আগে BJP তাদের প্রথম দফার প্রার্থী তালিকা ঘোষণা করেছে। মোট ৭১টি আসনের প্রার্থীর নাম প্রকাশ করা হয়েছে। এর মধ্যে উপমুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরীর নামও রয়েছে। তিনি এবার তারাপুর বিধানসভা আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এই আসনটি ২০২১ সালের উপনির্বাচনে জেডিইউ-র রাজীব কুমার সিং জয় করেছিলেন।

Advertisment

কৃষিমন্ত্রী ও উপমুখ্যমন্ত্রী বিজয় কুমার সিংহ এবারও তাঁর নিজের লখিসরাই আসন থেকে নির্বাচনী লড়াইয়ে নামবেন। পথ নির্মাণমন্ত্রী নিতিন নবীনকে আবারও বাঁকিপুর আসন থেকে প্রার্থী করা হয়েছে। ভাগলপুরে বিজেপির টিকিট পেয়েছেন রোহিত পাণ্ডে, আর বেগুসরাই থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন কুন্দন কুমার। উল্লেখ্য, ২০২০ সালের নির্বাচনে রোহিত পাণ্ডে ভাগলপুর আসনে কংগ্রেস নেতা অজিত কুমারের কাছে পরাজিত হয়েছিলেন।

আরও পড়ুন- Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে

Advertisment

প্রথম তালিকায় ৯ জন মহিলা প্রার্থী:

বিজেপির প্রথম প্রার্থী তালিকায় মোট নয়জন মহিলা প্রার্থীর নাম রয়েছে। পশুপালন ও মৎস্যসম্পদ দপ্তরের মন্ত্রী রেণু দেবীকে বেতিয়াহ আসন থেকে প্রার্থী করা হয়েছে।

অন্যান্য মহিলা প্রার্থীরা হলেন —

সুইটি সিং (কিশনগঞ্জ)

গায়ত্রী দেবী (পরিহার)

দেবান্তি যাদব (নরপতগঞ্জ)

আরও পড়ুন-West Bengal news Live Updates:আপাতত কড়া পদক্ষেপ করতে পারবে না পুলিশ, অর্জুন সিংকে রক্ষাকবচ হাইকোর্টের

রামা নিশাদ (ঔরাই)

নিশা সিং (প্রণপুর)

কবিতা দেবী (কোর্হা)

আরুণা দেবী (বরসালিগঞ্জ)

শ্রেয়সী সিং (জমুই)

BJP-র এই তালিকা প্রকাশের মধ্য দিয়ে বিহারে নির্বাচনী লড়াইয়ের উত্তাপ আরও বেড়ে গেল। সামনের মাসেই অর্থাৎ নভেম্বরেই বিহারে বিধানসভা নির্বাচন অনুষ্ঠিত হতে চলেছে।

আরও পড়ুন-EPFO’র নতুন নীতি: বিশেষ পরিস্থিতিতে জমানো টাকা তুলুন, কীভাবে? জানুন বিশদে

মোট দুই দফায় হবে বিহার ভোট। আগামী ৬ এবং ১১ নভেম্বর বিহারের মোট ২৪৩টি আসনে ভোট গ্রহণ হবে। প্রথম দফায় বিহারে ১২১টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে। দ্বিতীয় দফায় ভোট গ্রহণ হবে বাকি ১২২টি আসনে। বিহারে বিধানসভা ভোটের ফল ঘোষণা হবে আগামী ১৪ নভেম্বর।

Candidate List bjp Bihar Assembly Polls 2025