/indian-express-bangla/media/media_files/2024/11/14/SMUHfGrQyKihkaom3gaq.jpg)
News in Bengal Highlights: গুরুত্বপূর্ণ খবরের আপডেট জানুন।
Kolkata News Updates:এবার কলকাতা হাইকোর্টের রক্ষাকবচ পেয়ে গেলেন BJP নেতা তথা প্রাক্তন সাংসদ অর্জুন সিং। সূত্রের খবর, মঙ্গলবার বিভিন্ন থানায় অর্জুন সিংয়ের বিরুদ্ধে দায়ের হওয়া একগুচ্ছ FIR-এর ভিত্তিতে এই আইনি রক্ষাকবচ দেওয়া হয়েছে বিজেপি নেতাকে। সম্প্রতি তাঁর বিরুদ্ধে দায়ের হওয়া FIR গুলিকে চ্যালেঞ্জ করে উচ্চ আদালতের দ্বারস্থ হয়েছিলেন অর্জুন সিং। আজ হাইকোর্টে সেই মামলার শুনানি ছিল।
সেই শুনানিতে ব্যারাকপুরের প্রাক্তন সংসদকে আইনি রক্ষাকবচ দান করলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি শম্পা দত্ত। আগামী ১০ নভেম্বর এই মামলার পরবর্তী শুনানি। আপাতত ওই দিন পর্যন্ত অর্জুন সিংয়ের বিরুদ্ধে কোনও পদক্ষেপ করতে পারবে না পুলিশ।
আরও পড়ুন- Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার
দুর্গাপুরে মেডিকেল কলেজে ডাক্তারি পড়ুয়াকে গণধর্ষণে নয়া মোড়। ইতিমধ্যেই ঘটনায় জড়িত পাঁচজনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার ভোরে অভিযুক্তদের ঘটনাস্থলে নিয়ে গিয়ে ঘটনার পুনর্নির্মাণ করানো হয়েছে।
আরও পড়ুন- political tension: খুন হয়ে যাওয়ার আশঙ্কায় কাবু দাপুটে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী! দলেরই একাংশকে নিশানা
ঠিক যে এলাকায় তরুণীকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ সেখানেই নিয়ে যাওয়া হয়েছিল ধৃতদের। এদিকে পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের পোশাক বাজেয়াপ্ত করে ফরেনসিক পরীক্ষার জন্য পাঠানো হতে পারে।
- Oct 14, 2025 16:59 IST
Kolkata News Live Updates:ইউটিউবার বাবা-সহ ছেলে গ্রেফতার
উত্তর ২৪ পরগনার হাড়োয়ার মোহনপুর এলাকায় এক নাবালিকাকে ভিডিও ও রিলস বানানোর প্রলোভন দেখিয়ে তাকে ধর্ষণের অভিযোগে পুলিশ সোমবার একটি ইউটিউবার ও তার নাবালক ছেলেকে গ্রেফতার করেছে। অভিযুক্তরা হলেন মোহনপুরের পরিচিত ইউটিউবার অরবিন্দু মন্ডল ও তার নাবালক ছেলে।
বিস্তারিত পড়ুন- YouTuber Arrest: সোশ্যাল মিডিয়া ভিডিও-র অজুহাতে নাবালিকাকে ধর্ষণ, ইউটিউবার বাবা-সহ ছেলে গ্রেফতার
- Oct 14, 2025 16:58 IST
Kolkata News Live Updates:ত্রাণ তদারকিতে মুখ্যমন্ত্রী
দুর্গাপুজোর মিটতেই নজিরবিহীন প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত হয়ে পড়েছিল উত্তরবঙ্গ। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারের বিস্তীর্ণ এলাকা ঝড়-বৃষ্টি ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্যোগের পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে গিয়ে পরিস্থিতি পরিদর্শন করেন। এবার দ্বিতীয় দফার উত্তরবঙ্গ সফরে আবারও ত্রাণ ও পুনর্বাসন কাজের তদারকিতে রয়েছেন মুখ্যমন্ত্রী।
বিস্তারিত পড়ুন- Mamata Banerjee:উত্তরবঙ্গে ত্রাণ তদারকিতে মুখ্যমন্ত্রী, দুর্যোগ বিধ্বস্ত সুখিয়াপোখরিতে ক্ষতিগ্রস্তদের সঙ্গে কথা
- Oct 14, 2025 16:55 IST
Kolkata News Live Updates:ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন
রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল রুখতে পশ্চিমবঙ্গ সরকার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। রাজ্যের পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যানটির রেজিস্ট্রেশন করাতে হবে নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে।
বিস্তারিত পড়ুন- Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে
- Oct 14, 2025 11:50 IST
Kolkata News Live Updates:খুনের আশঙ্কায় কাবু দাপুটে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী!
এবার খুন হয়ে যাওয়ার আশঙ্কা করছেন রাজ্যের মন্ত্রী সাবিনা ইয়াসমিনের অনুগামী মহিলা তৃণমূল নেত্রী পঞ্চায়েত প্রধান শামসুন নেহার। দলেরই একাংশের ষড়যন্ত্রে খুন হতে পারেন এমনই আশঙ্কার কথা সাংবাদিক বৈঠক করে জানান মালদা কালিয়াচক ২ নং ব্লকের রথবাড়ি গ্রাম পঞ্চায়েতের প্রধান শামসুন নেহার।
বিস্তারিত পড়ুন-political tension: খুন হয়ে যাওয়ার আশঙ্কায় কাবু দাপুটে মন্ত্রীর ঘনিষ্ঠ নেত্রী! দলেরই একাংশকে নিশানা
- Oct 14, 2025 11:23 IST
Kolkata News Live Updates:EPFO’র নতুন নীতি
প্রায় ৩০ কোটি কর্মচারীর জন্য Employees’ Provident Fund Organisation (EPFO)–এর তহবিল তুলে নেওয়ার শর্তে বড় পরিবর্তন আনা হয়েছে। মঙ্গলবার EPFO-এর Central Board of Trustees (CBT)–এর ২৩৮তম বৈঠকে প্রভিডেন্ট ফান্ডের টাকা তোলার জন্য তিনটি ক্যাটাগরি নির্ধারণ করা হয়েছে। সেগুলি হল, ১) প্রয়োজনীয় খরচ (রোগ, শিক্ষা, বিবাহ),
২) বাসস্থানের জন্য ৩) বিশেষ পরিস্থিতি।বিস্তারিত পড়ুন- EPFO’র নতুন নীতি: বিশেষ পরিস্থিতিতে জমানো টাকা তুলুন, কীভাবে? জানুন বিশদে
- Oct 14, 2025 10:55 IST
Kolkata News Live Updates: শিশু মৃত্যুতে চিকিৎসক গ্রেফতার
মধ্যপ্রদেশের ছিন্দওয়ারা জেলায় একাধিক শিশুমৃত্যুর ঘটনায় গ্রেফতার হওয়া চিকিৎসক ড. প্রবীণ সোনির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উঠেছে। রাজ্য পুলিশের তদন্তে জানা গেছে, তিনি শিশুদের জন্য যে কোল্ডরিফ (Coldrif) নামে কফ সিরাপটি লিখে দিতেন, সেই ওষুধের জন্য তিনি প্রস্তুতকারক সংস্থার কাছ থেকে ১০ শতাংশ কমিশন পেতেন।
বিস্তারিত পড়ুন- cough syrup deaths:মধ্যপ্রদেশে শিশু মৃত্যুতে চিকিৎসক গ্রেফতার, কাফ সিরাপ প্রেসক্রাইবে মোটা টাকা কমিশনের অভিযোগ
- Oct 14, 2025 10:01 IST
Kolkata News Live Updates: সময়ের আগেই বঙ্গে শীত?
অন্যান্য বারের চেয়ে এ বছর হাত খুলে ব্যাটিং করেছে বর্ষা। লম্বা ইনিংস খেলে আপাতত পাততাড়ি গুটিয়ে এবারের মতো বাংলা থেকে বিদায় নিয়েছে বর্ষাকাল। স্থানীয়ভাবে দু'এক জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টি হলেও নতুন করে প্রবল বৃষ্টির সম্ভাবনা খুবই ক্ষীণ।
বিস্তারিত পড়ুন- West Bengal weather Update:লম্বা ইনিংস খেলে শেষমেষ বর্ষার বিদায়! সময়ের আগেই বঙ্গে শীত? উত্তুরে হাওয়ায় কাঁপুনি কবে থেকে?
- Oct 14, 2025 10:00 IST
Kolkata News Live Updates: প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার
প্রয়াত বর্ষীয়ান বামপন্থী নেতা তথা অবিভক্ত মেদিনীপুর জেলার সিপিএমের তৎকালীন জেলা সম্পাদক দীপক সরকার। সোমবার রাত ১১ঃ১৫ মিনিট নাগাদ মেদিনীপুর শহরের বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বর্ষীয়ান এই রাজনীতিবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
বিস্তারিত পড়ুন- Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার