Toto registration:এবার ঘরে বসেই হবে টোটোর রেজিস্ট্রেশন, কীভাবে? খরচ কত? জানুন বিশদে

How to register Toto online: আগামী ৩০ নভেম্বরের মধ্যেই রাজ্যজুড়ে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। ৩০ নভেম্বরের পর নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না।

How to register Toto online: আগামী ৩০ নভেম্বরের মধ্যেই রাজ্যজুড়ে টোটোর রেজিস্ট্রেশন প্রক্রিয়া সেরে ফেলতে হবে। ৩০ নভেম্বরের পর নম্বর প্লেট ছাড়া টোটো চালানো যাবে না।

author-image
IE Bangla Web Desk
New Update
Toto registration  ,West Bengal Toto registration,  Online Toto registration process,  Parivahan Toto registration,  TTEN portal registration,  Transport Department West Bengal,  Toto registration fees,  How to register Toto online,  West Bengal e-rickshaw registration  ,Toto subsidy scheme  ,QR code for registered Toto,  Illegal Toto crackdown  ,West Bengal transport rules 2025,টোটো রেজিস্ট্রেশন  ,পশ্চিমবঙ্গ টোটো রেজিস্ট্রেশন,  টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়া , অনলাইনে টোটো রেজিস্ট্রেশন,  টোটো রেজিস্ট্রেশন ফি  ,পরিবহন দপ্তর পশ্চিমবঙ্গ , parivahan.gov.in টোটো রেজিস্ট্রেশন  ,টোটো রেজিস্ট্রেশন TTEN  ,টোটো রেজিস্ট্রেশন কিউআর কোড,  টোটো সাবসিডি প্রকল্প,  টোটো রিনিউয়াল ফি  ,মালিকানা নথি টোটো , বেআইনি টোটো নিয়ন্ত্রণ

Toto registration: টোটোর রেজিস্ট্রেশনের সহজ উপায় জেনে নিন।

Toto registration: রাজ্যজুড়ে বেআইনি টোটো চলাচল রুখতে পশ্চিমবঙ্গ সরকার টোটো রেজিস্ট্রেশন প্রক্রিয়াকে আরও সহজ ও অনলাইনমুখী করেছে। রাজ্যের পরিবহণ দপ্তরের নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে প্রতিটি টোটো মালিককে তাদের যানটির রেজিস্ট্রেশন করাতে হবে নির্দিষ্ট আরটিও (RTO) অফিস বা অনলাইন পোর্টাল parivahan.gov.in–এর মাধ্যমে।

Advertisment

নতুন নিয়ম অনুযায়ী, রেজিস্ট্রেশনের জন্য কী কী প্রয়োজন? 

১. টোটো কেনা সংক্রান্ত নথি (বিক্রয় বিল বা ইনভয়েস)

২. টোটো মালিকের ভোটার কার্ড বা আধার কার্ড

৩. ঠিকানার প্রমাণপত্র,বৈধ বিদ্যুৎ বিল

৪. তিনটি সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।

প্রথমে আবেদনকারীকে স্থানীয় RTO অফিসে বা অনলাইনে ফর্ম জমা দিতে হবে। যাচাইয়ের পর একটি রেজিস্ট্রেশন নম্বর দেওয়া হবে। একইসঙ্গে টোটোর ফিটনেস সার্টিফিকেট এবং ইন্স্যুরেন্সও বাধ্যতামূলক করা হয়েছে।

আরও পড়ুন- West Bengal news Live Updates:দুর্গাপুরে চিকিৎসক ছাত্রীকে গণধর্ষণ, ঘটনার পুনর্নির্মাণ পুলিশের, আজই জবানবন্দি নির্যাতিতার

Advertisment

পরিবহণ দপ্তরের এক কর্তা বলেছেন, “রাজ্যে প্রায় ২.৫ লক্ষ টোটো চলছে, যার মধ্যে অনেকগুলিই এখনও অবৈধ। রেজিস্ট্রেশন বাধ্যতামূলক হলে মালিকরা সরকারি সুবিধা যেমন সাবসিডি, ব্যাটারি পরিবর্তন প্রকল্প, এবং দুর্ঘটনা বিমার সুবিধা পাবেন।” সরকারি সূত্রে জানা গেছে, টোটো রেজিস্ট্রেশনের পর প্রতিটি গাড়িকে ইউনিক কিউআর কোড স্টিকার দেওয়া হবে, যা স্ক্যান করে মালিক ও রেজিস্ট্রেশনের তথ্য জানা যাবে।

কীভাবে হবে টোটোর রেজিস্ট্রেশন?

১. প্রথমে টোটো মালিককে Toto Enrollment Number (TTEN WB IN)-এর অফিসিয়াল পোর্টালে যেতে হবে। সেখানে থাকা লিঙ্কে ক্লিক করে সরাসরি ইন্টারভিউ পোর্টালে যাওয়া যাবে।

আরও পড়ুন-EPFO’র নতুন নীতি: বিশেষ পরিস্থিতিতে জমানো টাকা তুলুন, কীভাবে? জানুন বিশদে

২. এরপর Toto Registration Portal-এ থাকা Apply for TTEN Now অপশনে ক্লিক করতে হবে।

৩. এরপর টোটো ড্রাইভারের মোবাইল নম্বর লিখে Send Otp অপশনে ক্লিক করতে হবে। এই কাজ হয়ে গেলে OTP বসিয়ে ভেরিফাই করতে হবে।

৪. এর পরের ধাপটি হলো Apply for TTEN-এ ক্লিক করা। টোটো ড্রাইভারের আধার কার্ডের নম্বর লিখে নিচের বক্সে গিয়ে Send Otp অপশনে ক্লিক করতে হবে। আধার কার্ডের সঙ্গে যে মোবাইল নম্বর যুক্ত সেখানেই এবার যাবে OTP। সেটা যথাস্থানে বসিয়ে ভেরিফাই করতে হবে।

আরও পড়ুন-লুধিয়ানায় আজতকের অঞ্জনা ওম কাশ্যপ, আরুণ পুরি ও ইন্ডিয়া টুডে গ্রুপের বিরুদ্ধে মামলা

৫. আধার কার্ড অনুযায়ী নাম, ঠিকানা ও ফটো ধাপে ধাপে চলে আসবে। Next অপশনে ক্লিক করতে হবে।

৬. পরবর্তী পেজ খুললে Toto-এর ডিটেলস দিতে হবে। অর্থাৎ কোম্পানির নাম, টোটোর গায়ের রং, মোটর নম্বর দিয়ে ফের Next-এ ক্লিক করুন।

৭. পরবর্তী পেজে টোটোটি কোন ডিলারের কাছ থেকে কেনা হয়েছে, তাঁর নাম ও ঠিকানা উল্লেখ করুন এবং Next-এ ক্লিক করুন।

৮. এবার টোটোর রশিদ আপলোড করতে হবে এবং ফাইনাল সাবমিট করে দিতে হবে। তাহলেই বেরিয়ে আসবে টোটোর রেজিস্ট্রেশন নম্বর।

৯. এরপর নির্দিষ্ট অঙ্কের টাকা পেমেন্ট করলে রেজিস্ট্রেশন হয়ে যাবে। এই রেজিস্ট্রেশনের পর দিন সাতেকের মাথায় সার্টিফিকেট মিলবে। এছাড়াও নির্দিষ্ট ওয়েবসাইটে গিয়ে লগইন করলে স্ট্যাটাসও দেখে নিতে পারবেন।

আরও পড়ুন-Dipak Sarkar passes away:বঙ্গ রাজনীতিতে শোকের ছায়া! প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা দীপক সরকার

টোটো রেজিস্ট্রেশনের খরচ কত?

টোটো রেজিস্ট্রেশনের জন্য এবং এক বছরের রিনিউয়াল ফি মোট ধরে পড়বে ১৭৪০ টাকা। অনলাইনে এই টাকাটা পে করতে হবে। এছাড়াও রেজিস্ট্রেশন এবং ১৮ মাসের রিনিউয়াল ফি সহ মোট ২৯৪০ টাকাও অনলাইন পেমেন্ট করতে পারেন। 

আদামী ৩০ নভেম্বরের মধ্যে রাজ্যের প্রতিটি টোটোকে রেজিস্ট্রেশনের কাজটা সেরে ফেলতে হবে। যে কোনও ধরনের সমস্যায় পড়লে পরিবহণ দপ্তরে গিয়ে যোগাযোগ করা যেতে পারে।

Bengali News Today Transport Department E toto Toto registration