/indian-express-bangla/media/media_files/2024/12/27/rvRxy4IXHrBlbw0R6m35.jpg)
SSKM Hospital: এসএসকেএম হাসপাতাল।
West Bengal local news:এবার SSKM হাসপাতালের ভিতরে নাবালিকা রোগীর শ্লীলতাহানি ও যৌন হেনস্থার অভিযোগে পুলিশ গতরাতেই একজন অস্থায়ী কর্মীকে গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে জানা গেছে, অভিযুক্ত যুবক আগে এসএসকেএম হাসপাতালে কাজ করতেন। অভিযোগের ভিত্তিতে তার বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের অধীনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন অভিযুক্ত যুবক নাবালিকার পরিবারের সঙ্গে হাসপাতাল এসেছিলেন। পরিবারের সদস্যদের তিনি জানিয়েছিলেন যে, তিনি এসএসকেএম হাসপাতালে যথেষ্ট পরিচিত, তাই ওপিডিতে আলাদা লাইনে দাঁড়ানোর প্রয়োজন নেই। তিনি আশ্বাস দিয়েছিলেন যে, নাবালিকার টিকিট ব্যবস্থা তিনি করে দেবেন।
পরিবারের আস্থা অর্জনের পর যুবক নাবালিকাকে নিয়ে হাসপাতালের শৌচাগারের দিকে যায়। সেখানেই নাবালিকার উপর শারীরিকভাবে হেনস্থা চালানো হয়। নাবালিকার যৌন হেনস্থার অভিযোগ ওঠে। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করলে পুলিশ সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করে।
আরও পড়ুন-Bhai Phonta 2025:পুজো-পার্বণে সৃজনশীল মুখ্যমন্ত্রী, এবার ভাইফোঁটায় নতুন গানের উপহার
স্থানীয়দের দাবি, নাবালিকা চিৎকার করলে হাসপাতালের অন্যান্য রোগী ও কর্মীরা ঘটনাস্থলে ছুটে আসেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ জানিয়েছে, অভিযুক্ত NRS হাসপাতালের একজন অস্থায়ী কর্মী হলেও আগে এসএসকেএম হাসপাতালে তিনি কাজ করতেন। এই কারণে তিনি হাসপাতালের কার্যক্রম সম্পর্কে অনেকটা জানতেন এবং তার এই অবস্থানকে কাজে লাগিয়ে নাবালিকার সঙ্গে ঘটনা ঘটিয়েছেন।
আরও পড়ুন-Sonarpur news:উৎসবের আনন্দের আবহেই নৃশংস হত্যাকাণ্ড! শোকের ছায়া এলাকায়
অভিযুক্তের বিরুদ্ধে শিশু সুরক্ষা আইনের পাশাপাশি অন্যান্য সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে। পুলিশ তদন্ত চালিয়ে ঘটনাস্থল থেকে প্রমাণ সংগ্রহ করছে।
/indian-express-bangla/media/agency_attachments/2024-07-23t122310686z-short.webp)
Follow Us